ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত ২ লাখ মানুষ

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৪ ১২:৩০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৪ ১২:৩০:৪৬ পূর্বাহ্ন
গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত ২ লাখ মানুষ
জনতা ডেস্ক
গাজার খান ইউনিসে ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে প্রায় লাখ ৮০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি পালিয়ে গেছেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ইউএনওসিএইচএ) গতকাল শনিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে।
আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরাইল গাজার খান ইউনিসে গত দিন ধরে ক্রমাগত বোমাবর্ষণ চালাচ্ছে। ইসরাইলি হামলার তোপের মুখে পড়ে সেখান থেকে প্রায় লাখ ৮০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি পালিয়ে যান। এছাড়াও আটকা পড়েছেন আরও বহু মানুষ। ফিলিস্তিনের একের পর এক নিরাপদ জায়গা হারিয়ে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি কবরস্থানে এবং কারাগারে আশ্রয় নিয়েছেন। গত শুক্রবার ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন আরও ২১ জন বেসামরিক মানুষ। সময় উত্তরের গাজা সিটি, নুসাইরাত শরণার্থী শিবিরেও চালানো হয় তাণ্ডব। আন্তর্জাতিক চাপ কিংবা পশ্চিমা মিত্রদের আহ্বান, কোনো কিছুতেই থামছে না ইসরাইলি বর্বরতা। পুরো গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। পরিস্থিতিতে গাজায় খাদ্য, পানি, জ্বালানিসহ নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। এতে করে গাজায় দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়।
এদিকে হামলার মধ্যে গাজায় আবার পোলিও ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়। ডব্লিউএইচও জানায়, যুদ্ধ-বিধ্বস্ত গাজায় ভেঙে পড়েছে স্বাস্থ্য এবং স্যানিটেশন ব্যবস্থা। এরই মধ্যে উপত্যকাটিতে পোলিও ভাইরাস ছড়িয়ে পড়া উচ্চ ঝুঁকির আশঙ্কা রয়েছে। গাজা এবং পশ্চিম তীরের ডব্লিউএইচওর জরুরি স্বাস্থ্য সেবার একজন কর্মকর্তা আয়াদিল সাপারবেকভ সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন, গাজায় বর্তমানে পোলিও ভাইরাস টাইপ- এর ভ্যাকসিন দেয়া বন্ধ করে দেয়া হয়েছে। এজন্য উপত্যকাটিতে এটি ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। সময় তিনি গাজায় পোলিও ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে ভ্যাকসিনের পাশাপাশি পানির স্যানিটেশনের অভাবকে দায়ী করেন। তিনি বলেন, এই ভাইরাস কেবল গাজায় নয়, বরং সারা বিশ্বে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। ইতোমধ্যে বৃহস্পতিবার ডব্লিউএইচও এবং ইউনিসেফের কর্মীরা গাজাবাসীদের মধ্যে পোলিওর প্রকোপ পরীক্ষা-নিরীক্ষা করতে নমুনা সংগ্রহ করেছেন। এর ফল প্রকাশের মধ্য দিয়েই জানা যাবে যে, পরিস্থিতিতে কি ধরনের ভ্যাকসিন ব্যবহার করা উচিত এবং কোন বয়সিদের টিকা দিতে হবে। পোলিওর জন্য পোলিওমাইলাইটিস নামের ভাইরাস দায়ী। যা প্রধানত পায়ুপথের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে। পরে এটি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে তা অকেজ করে দেয়। এটি মূলত বছরের কম বয়সি শিশুদের সংক্রমণ করে। এদিকে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা উপকূলীয় ছিটমহলের এলাকায় পরীক্ষার নমুনায় পোলিও ভাইরাসের সংক্রমণ পেলে গাজার সেনাদের টিকা দেয়া শুরু করবে। আন্তর্জাতিক গোষ্ঠীর সহযোগিতায় এক মিলিয়নেরও বেশি গাজাবাসীর জন্য পর্যাপ্ত ভ্যাকসিন আনা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ