ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’
কোটা সংস্কার আন্দোলন

চট্টগ্রামে ছাদ থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দেয়ার ঘটনায় মামলা

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৪ ১০:০২:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৪ ১০:০২:০৪ পূর্বাহ্ন
চট্টগ্রামে ছাদ থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দেয়ার ঘটনায় মামলা
কোটা সংস্কার আন্দোলনে র মধ্যে চট্টগ্রামের মুরাদপুরে একটি ভবনের ছাঁদ থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দেওয়ায় ঘটনায় ৫০ জনকে আসামি করে মামলা হয়েছেএক ভুক্তভোগী ব্যক্তি গত শনিবার নগরীর পাঁচশাইল থানায় এ মামলা করেছেন বলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানানতিনি বলেন, মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছেগত ১৬ জুলাই বিকেলে নগরীর ষোলশহর রেল স্টেশনে কোটাবিরোধী আন্দোলনকারীদের কর্মসূচি ঘিরে সংঘর্ষ শুরু হয়ষোলশহর, দুই নম্বর গেট এলাকা হয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে মুরাদপুর মোড় পর্যন্তএক পর্যায়ে ধাওয়া খেয়ে নগরীর মুরাদপুরে বেলাল মসজিদের পাশে ওই পাঁচতলা ভবনে আশ্রয় নিতে গিয়ে আটকা পড়েন ছাত্রলীগের একদল নেতাকর্মীকোটাবিরোধী আন্দোলনকারীরা ভবনটি ঘিরে ফেলেতারপর ওই ভবনের ছাদে আটকে মারধর করা হয় ছাত্রলীগ কর্মীদেরসামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনের ছাদে আটকে পড়া ছাত্রলীগ নেতাকর্মীদের বেধড়ক মারধর করা হচ্ছেঅন্য একটি ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত ছাত্রলীগ নেতাকর্মীরা ছাদে পড়ে আছেনফেইসবুকে আসা তৃতীয় একটি ভিডিওতে দেখা যায়, কোটাবিরোধী অন্দোলনকারীদের হামলার মুখে ছাঁদ থেকে ওই ভবনের পিছনের অংশের কার্নিশ ও পানির পাইপ বেয়ে ১৫ জন ছাত্রলীগ নেতাকর্মীরা নেমে আসার চেষ্টা করছেনতাদের মধ্যে কয়েকজন সানশেডে ও জানালার মাঝের অংশে আশ্রয় নেনতখনও উপরে থাকা আন্দোলনকারীরা পাথর ছুড়ে এবং লাঠি-হকিস্টিক দিয়ে আঘাত করে তাদের নিচে ফেলে দেওয়ার চেষ্টা করেনিচ থেকেও তাদের লক্ষ্য করে ঢিল ছোঁড়া হচ্ছিলএক পর্যায়ে ভবনটির ডানপাশের পাঁচ তলার সানশেড থেকে কালো পোশাক পরিহিত একজন নিচে পড়ে যানমাটিতে পড়ে তার শরীর লাফিয়ে উঠেতারপর নিথর পড়ে থাকতে দেখা যায়এর কয়েক সেকেন্ডের মধ্যে আরেকজন উপর থেকে মাটিতে পড়ে যাননগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার তারেক আজিজ জানিয়েছেন, কোটা আন্দোলনের সহিংসতার ঘটনায় এ নিয়ে চট্টগ্রাম নগরীতে মোট মামলা হয়েছে ২০টিআর জেলার ১০টি উপজেলায় ১১টি মামলা দায়ের হয়েছেএই ৩১ মামলায় গত ১২ দিনে ৮৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছেতিনি বলেন, চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার হওয়া ৪০ জনসহ গত ১২ দিনে শহরে ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছেএছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ