ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ, চিকিৎসা পেতে ছোটাছুটি

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৪ ১২:০২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৪ ১২:০২:৫৬ অপরাহ্ন
বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ, চিকিৎসা পেতে ছোটাছুটি
কাজ থেকে ফেরার পথে দেখি মূল রাস্তা থেকে কিছু দূরে অনেক পুলিশমূল সড়কে তখন অনেক মানুষঝামেলা চলছিলআমরা অনেকে মূল সড়ক ধরে হেঁটে যাচ্ছিলামহঠাৎ গুলির শব্দ শুনিসবাই ছোটাছুটি শুরু করেআমি পালাতে গিয়ে নিচে পড়ে যাইপরে সেখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়সেই রাতেই পঙ্গু হাসপাতাল ভর্তি করা হয়এভাবে নিজের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বর্ণনা দিচ্ছিলেন নোয়াখালীর যুবক ফরিদ আহমেদগুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় দুই হাসপাতাল ঘুরলেও শয্যা না মেলায় চিকিৎসা পেতে ঢাকা থেকে নোয়াখালী ঘুরে চট্টগ্রাম আসতে হয়েছে তাকেঅবশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের মেঝেতে ঠাঁই হয়েছে তারগত শনিবার চমেকের ২৬ নম্বর ওয়ার্ডের মেঝের ওই শয্যায় শুয়ে সেসব কথা বলছিলেন ফরিদ আহমেদসরেজমিনে দেখা যায়, দুটি শয্যার মাঝখানে মেঝেতে পাতা একটি শয্যায় শুয়ে আছেন ফরিদতার ডান পায়ের গোড়ালির কিছুটা ওপরে ব্যান্ডেজ করাওই অংশ গুলিবিদ্ধ হয়েছেফরিদের বাড়ি নোয়াখালীর সেনবাগেদুই সন্তানের জনক ফরিদ পেশায় ইলেকট্রিক মিস্ত্রিতিনি গুলিবিদ্ধ হন ঢাকার মহাখালী এলাকায়ফরিদের দেওয়া তথ্য অনুযায়ী, তার বড় ভাই রিয়াদ মাহমুদ তুহিন নির্মাণ খাতের একজন ঠিকাদারগুলশান ১ নম্বর এলাকার একটি ভবনে তুহিনের ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করতে ১৫ জুলাই তিনি ঢাকা গিয়েছিলেনমহাখালীতে তুহিনের বাসায় থাকতেন১৯ জুলাই বিকালে ওই ভবনে কাজ করে বাসায় ফেরার পথে মূল সড়কে হঠাৎ গুলিবিদ্ধ হনচট্টগ্রাম আসার কারণ জানতে চাইলে ফরিদ বলেন, ‘পঙ্গু হাসপাতালে ভর্তি রাখতে চায়নিতারা বাসায় থেকে দুই দিন পর পর গিয়ে দেখিয়ে আসতে বলেছেআমার তো সেখানে বাসা নেইআরেকজনের বাসায় কে দেখবেআমি চিকিৎসা শেষ করতে চেয়েছিতাই গাড়ি নিয়ে নোয়াখালী চলে যাইসেখানে অপারেশন করাতে চাইলেও কোনো বেসরকারি হাসপাতাল ভর্তি নেয়নিপরে আবার নোয়াখালী থেকে চট্টগ্রাম আসিশুধু গাড়ি ভাড়া গেছে ২০ হাজারশুক্রবার অপারেশন হয়েছেগাড়ি ভাড়া বাদেও চিকিৎসার প্রয়োজনে আরও ২০ হাজার টাকার মতো খরচ হয়েছে তাদেরগ্রামের আত্মীয়স্বজন থেকে ধার-দেনা করে চিকিৎসার খরচ চালাচ্ছেন তিনিসামনের দিনগুলো নিয়ে গভীর চিন্তা তারবলেন, ‘এখন বাড়িতে পাড়া-প্রতিবেশী চাল কিনে দিচ্ছেসুস্থ হয়ে এসব ধার-দেনা শোধ করতে হবেকীভাবে কী করব বুঝতে পারছি নাচট্টগ্রাম মেডিকেলে সংঘর্ষে আহত ১০ জন রোগী ভর্তি আছেতাদের মধ্যে পাঁচজনই অর্থোপেডিক ওয়ার্ডে, চারজন আছে ক্যাজুয়াল্টি ওয়ার্ডে, ২০ নম্বর চক্ষু ওয়ার্ডে আছে একজনচক্ষু ওয়ার্ডে থাকা সর্বশেষ রোগীটির নাম আমিনুল ইসলামতিনি কক্সবাজার থেকে এসেছেন১৯ জুলাই কক্সবাজার সদরে সংঘর্ষের সময় রাবার বুলেটে ডান চোখের কর্নিয়াতে আঘাতপ্রাপ্ত হওয়া আমিনুল গত শনিবার হাসপাতাল ছাড়েনওয়ার্ডে কর্তব্যরত নার্সদের সঙ্গে কথা বলে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে আহতদের মধ্যে মোট ১২ জন এই ওয়ার্ডে ভর্তি হয়েছেতাদের মধ্যে তিনজন পালিয়ে গেছেবাকিরা চিকিৎসা শেষ করে গেছেকারও আঘাত খুব গুরুতর ছিল না বলে জানান তারাএকই অবস্থা পাশের নাক-কান-গলা ওয়ার্ডেওই ওয়ার্ডে ১৬ ও ১৮ জুলাই মোট ১০ জন রোগী ভর্তি হয়েছেতাদের সবাই চিকিৎসা শেষ করে বাসায় ফিরেছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ