ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৪ ১২:৪৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৪ ১২:৪৪:৩০ অপরাহ্ন
কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা-বুড়িচং- ব্রাহ্মণপাড়া- মিরপুর সড়কে নামমাত্র বাস চলাচল করলেও এই সড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি (অটো রিকশা) ও ব্যাটারি চালিত রিকশাপ্রতিদিন এ সড়কে প্রায় ২ থেকে ৩ হাজার যানবাহন চলাচল করছে
দ্রুত আসা-যাওয়ার সুবিধা হওয়ায় এসব যানবাহনের চাহিদা বৃদ্ধি পাচ্ছেকুমিল্লা থেকে বুড়িচং - ব্রাহ্মণপাড়া উপজেলা কাছাকাছি হওয়ায় অফিসে বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষের চলাচল এ সড়কে বেশি
দুই উপজেলার মানুষের চলাচলকে কেন্দ্র করে কিছু অসাধু সিএনজি (অটোরিকশা) চালকরা এ সড়কে ভাড়া নৈরাজ্য সৃষ্টি করে চলছেতাদের ইচ্ছামতো বাড়তি ভাড়া আদায় করছেপ্রশাসন এবিষয়ে কোনো উদ্যোগ বা পদক্ষেপ নিচ্ছে না বলে সাধারণ মানুষের অভিযোগ এবং ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়

এক ভুক্তভোগী যাত্রী আহাদ মিয়া (শ্রমিক) জানান, তিনি প্রতিদিন ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে জেলা সদরে জীবিকা নির্বাহের জন্য  যাতায়াত করেনতার মতো আরো অনেক মানুষ রয়েছেনপ্রতিদিন সকাল, সন্ধ্যা,রাতে আমাদের মতো শত শত মানুষ এ সড়কে যাতায়াত করেনবাস চলাচল করে নামে মাত্রযার ফলে আমরা নিভর্রশীল হয়ে পড়ছি সিএনজি, অটো রিকশায়এই সুযোগে কিছু অসাধু সিএনজি, অটোরিকশা চালক তারা তাদের ইচ্ছা মতো ভাড়া আদায় করছেপ্রতিবাদ করলে ঝগড়া করে, কোনো কোন পর্যায়ে মারামারির ঘটনাও ঘটেযেন এসব দেখার  কেউ নেই
অপরদিকে, এসব যানবাহনের অধিকাংশের নেই লাইসেন্স এবং চালকদের নেই যথাযথ প্রশিক্ষণ, অভিজ্ঞতাঅদক্ষ ড্রাইভার আর বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রায় ঘটছে দুর্ঘটনাসরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা -বুড়িচং সড়কে একটু আকাশ মেঘলা হলে বা বৃষ্টি হলে ভাড়া বৃদ্ধি, গাড়ি কম থাকলে, যাত্রী কম থাকলে বা যাত্রী বেশি হলে এবং সন্ধ্যা হলে কে শুনে কার কথা, ৩০ টাকার ভাড়া ৫০ থেকে ৬০টাকাআর বৃহস্পতিবার হলে তো আর কথাই নেইতাদের ইচ্ছা মতো ভাড়া আদায় করবেই
কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া ভাড়ার নির্ধারিত চাট থাকলেও এসব  মানতে নারাজ চালকরাশাসনগাছা থেকে নির্ধারিত সিএনজি ভাড়া ৫০ টাকা হলেও প্রায় সময় ৭০, ৮০ ও ১০০ টাকা করে ভাড়া আদায় করছে তারাকুমিল্লা থেকে বুড়িচং ৩০ টাকা ভাড়া হলেও প্রায় সময় ৪০-৫০ টাকা আদায় করছে, কখনো ১০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে
সিএনজি চালক মো. সুমন জানান, কিছু ডাইভার বাড়তি ভাড়া নিচ্ছে ঠিকইতবে, আমরা কি করব সারাদিন পরিশ্রম করে গ্যাস নিতে অনেক সময় ব্যয় করতে হয়তাও অনেক পাম্পে যাওয়া যায় না সেখানে পুলিশ হয়রানি করেগ্যাস এনে ২-৩ সিঙ্গেল চালাতে  পারছি নাতাই চালকরা বাধ্য হয়ে বেশি ভাড়া নিচ্ছেএ ব্যাপারে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সাথে কথা বললে তিনি জানান, আমরা বিভিন্ন বাজারে, গুরুত্বপূর্ণ জায়গায় ভাড়ার নির্ধারিত চাট টাঙ্গিয়ে দিয়েছিঅভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছেতারপরও অতিরিক্ত ভাড়া নেওয়া হলে আইনি ব্যবস্থা নেয়া হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য