ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী * একাত্তরের পরাজিত শক্তি বারবার দেশকে পিছিয়ে দিতে চক্রান্ত করছে

কোনোদিন ভাবিনি এই সময় এমন অবস্থা সৃষ্টি হবে

  • আপলোড সময় : ০১-০৮-২০২৪ ১২:০২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৪ ১২:০২:২৩ পূর্বাহ্ন
কোনোদিন ভাবিনি এই সময় এমন অবস্থা সৃষ্টি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
একাত্তরের পরাজিত শক্তি বারবার দেশকে পিছিয়ে দিতে চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাতিনি বলেন, আন্দোলনের নামে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, অনেকগুলো প্রাণ শেষ হয়ে গেছেআমি কোনোদিন ভাবতে পারিনি এই সময় এমন অবস্থা সৃষ্টি হবে, আর সেখানে এতগুলো তাজা প্রাণ যাবেগতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেনঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হতাহতের ঘটনায় মর্মাহত হয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে এতগুলো প্রাণ ঝরে যাওয়া অত্যন্ত দুঃখজনককোটা ইস্যুতে কোনো ঘাটতি রাখেননি জানিয়ে শেখ হাসিনা বলেন, কোটা সংস্কারের ইস্যুতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে সরকারসব দাবি তো মানাই হলোপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি জানি না অপরাধটা কী আমাদেরযে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কী অর্জন করলো সেটাই আমার প্রশ্নসেখানে এতগুলো তাজা প্রাণ ঝরে গেলসেগুলোতো আর ফিরে পাওয়া যাবে নাআমি জানি আপনজন হারালে কী কষ্ট হয়মানুষ একটা শোক সইতে পারে না, আর আমি তো সবাইকে হারিয়ে বেঁচে আছিতিনি বলেন, বিশ্ব আজ বাংলাদেশকে সম্মানের সঙ্গে দেখেসেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে, কেন এই রক্ত ঝরাআজকে আমরা যাদের হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করিযারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাইতিনি বলেন, আমার কাছে ক্ষমতা-তো ভোগের বস্তু নাআমি তো আরাম-আয়েশ করার জন্য ক্ষমতায় আসিনিআজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলসেই মর্যাদা কেন নষ্ট করা হলো, সেটার বিচারের ভার আমি দেশবাসীর কাছে দিচ্ছি
কোটা আন্দোলন ঘিরে ধ্বংসাত্মক কাজ করে দেশের অর্থনীতি ও ভাবমূর্তি নষ্ট করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশকে উন্নত করতে দিনরাত পরিশ্রম করেছি, আর সেটা আমি সফলভাবে করতে পেরেছিআজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলসেই মর্যাদা কেন নষ্ট করা হলো সেটার বিচারের ভার আমি দেশবাসীর কাছে দিচ্ছি
সহিংস ঘটনা ঘটিয়েছে কারা, প্রধানমন্ত্রীর প্রশ্ন: স্থাপনা ধ্বংস হলে আবার তৈরি করা যাবে, কিন্তু যেসব প্রাণ ঝরে গেছে তা আর ফিরে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাএমন সহিংস ঘটনা কারা ঘটিয়েছে এবং কেনো করেছে তার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীস্বজনহারাদের সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে যে সহিংসতা করা হয়েছে তাতে আন্তর্জাতিকভাবে দেশের সুনাম ক্ষুণ্ন হয়েছেএসব ঘটনার বিচারের ভার দেশের মানুষেরও ওপর ছেড়ে দেন তিনি
আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না: প্রধানমন্ত্রী বলেন, আমার কাছে ক্ষমতা-তো ভোগের বস্তু নাআমি তো আরাম-আয়েশ করার জন্য ক্ষমতায় আসিনিআমি দিনরাত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে উন্নত করতে, আর সেটা আমি সফলভাবে করতে পেরেছিআজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলসেই মর্যাদা কেন নষ্ট করা হলো সেটার বিচারের ভার আমি দেশবাসীর কাছে দিচ্ছিতিনি বলেন, প্রতিটি মৃত্যর ঘটনা তদন্ত হবেএ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছেন বলেও জানান তিনি
জাতীয় মৎস্য পদক পেলেন ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠান: মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাপদক হিসেবে ছিল ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জএর আগে ৩০ জুলাই সকালে মৎস্য অধিদফতরের সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদফতরের উদ্যোগে ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশপ্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ শুরু হয়।  প্রতি বছরের ন্যায় ৩১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে এই মৎস্য সপ্তাহ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ