ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

চট্টগ্রামে নাশকতায় অর্থ জোগানদাতা ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

  • আপলোড সময় : ০১-০৮-২০২৪ ১২:০৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৪ ১২:০৮:২৪ পূর্বাহ্ন
চট্টগ্রামে নাশকতায় অর্থ জোগানদাতা ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠান
চট্টগ্রাম ব্যুরো
কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে চট্টগ্রামে নাশকতায় অর্থ জোগানদাতা ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশএ ছাড়া নগরজুড়ে চলা তাণ্ডবে বিএনপি-জামায়াত অধ্যুষিত বিভিন্ন উপজেলা থেকে কর্মীদের ভাড়া করে আনা হয় বলে তথ্য মিলেছেতবে তদন্তের স্বার্থে এসব প্রতিষ্ঠান বা কারও নাম প্রকাশ করা হয়নিজানা গেছে, জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, আন্দরকিল্লা-কাজীর দেউড়ি-নিউমার্কেট এলাকায় পুলিশ বক্স ও থানায় হামলা, লালদীঘি মাঠে গায়েবানা জানাজার পর বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর, পানি উন্নয়ন বোর্ড ভাঙচুর এবং সরকারি-বেসরকারি গাড়িতে অগ্নিসংযোগ সহ নগরে তাণ্ডবে নেতৃত্ব দেয় একাধিক বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীতারা ছাদ থেকে ফেলে দেয় ছাত্রলীগের ১০ কর্মীকেসাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, সীতাকুণ্ড, মিরসরাই উপজেলা এবং কক্সবাজারের মহেশখালী, পেকুয়া ও চকরিয়া থেকে ভাড়া করে আনা হয় লোকজনছবি ও ভিডিও ফুটেজে এসব তাণ্ডবে নেতৃত্বে দেখা গেছে চট্টগ্রাম মহানগর উত্তর ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহ ও বর্তমান সেক্রেটারি তানজীর হোসেন জুয়েলসহ একাধিক নেতা-কর্মীকেবহদ্দারহাটে সহিংসতার মূল পরিকল্পনাকারী ছিলেন শিবির ক্যাডার মো. সরওয়ারআন্দরকিল্লা মসজিদ মার্কেটের সামনে লাঠিসোটা হাতে দলবল নিয়ে অবস্থানে ছিলেন জামায়াতে ইসলামীর সাংস্কৃতিক শাখার চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি ইসমাইল চৌধুরীজুবিলি রোড এলাকায় সড়কে আগুন জ¦ালিয়ে সরকারবিরোধী স্লোগান দেন উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. তরিকুর রহমানসেখানে উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. আবদুল আলী রাব্বীএ অবস্থায় গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপির অনেক নেতা-কর্মীচলমান অভিযানকে গণগ্রেপ্তারমন্তব্য করে তা বন্ধের দাবি জানিয়েছে মহানগর বিএনপিচট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান এক বিবৃতিতে দাবি করেন, গত ১৫ দিনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ২০টি মামলায় ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছেচট্টগ্রাম মহানগরে নাশকতা প্রতিরোধে কাউন্সিলরদের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করার নির্দেশনা দেন সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীকমিটিতে এলাকার মসজিদগুলোর ইমাম, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সদস্য করার কথা বলা হয়েছেপাশাপাশি সাম্প্রতিক সময়ে নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ও উসকানিদাতাদের চিহ্নিত করে তালিকা তৈরির কথাও বলেন তিনিপুলিশ বলছে, সিসিটিভি, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছেতাণ্ডবে জড়িত একাধিকজনকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছেএ ছাড়া পুলিশের ওপর হামলাসহ সহিংসতার ঘটনায় জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারাসিএমপির অতিরিক্ত উপকমিশনার (পিআর) কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, ৩৩ মামলায় চট্টগ্রামে গত ১৩ দিনে গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা ৯৬৬ জনউপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, এসব ঘটনা তদন্ত করে দেখা গেছে- পরিকল্পিতভাবেই নাশকতা করা হয়েছেনগর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে লোকজন আনা হয়যারা দীর্ঘদিন ধরে সরকার পতনের সঙ্গে জড়িত ছিল, তারাই চট্টগ্রামে সহিংসতা করেছেতারা ছাত্রদের প্ল্যাটফরম ব্যবহার করে এই কাজ করেছেএসব ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের গ্রেপ্তার করতে সিএমপির একাধিক ইউনিট কাজ করছেসিএমপি কমিশনার সাইফুল ইসলাম বলেন, চট্টগ্রামে নাশকতায় অর্থ জোগানদাতা প্রতিষ্ঠান এবং নেপথ্যে থাকা কিছু ব্যক্তির নাম পাওয়া গেছেএসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য