ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

পুঁজি হারানোর শঙ্কায় ফুটপাতের ব্যবসায়ীরা

  • আপলোড সময় : ০১-০৮-২০২৪ ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৪ ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন
পুঁজি হারানোর শঙ্কায় ফুটপাতের ব্যবসায়ীরা
অর্থনৈতিক রিপোর্টার
দোকান-পাট খোলার পাঁচদিন পার হলেও ক্রেতা সংকটে ব্যবসা জমেনি ফুটপাতের দোকানগুলোতেবেচা-বিক্রি না থাকায় স্বল্প আয়ের ব্যবসায় পুঁজি হারানোর শঙ্কায় পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাএ অবস্থায় পকেট খরচ তুলতেও হিমশিম খাচ্ছেন তারাগতকাল বুধবার ফার্মগেট, নিউমার্কেটসহ কয়েকটি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে
কোটা সংস্কার নিয়ে টানা কয়েকদিনের আন্দোলন-অবরোধে দেশে ব্যবসা-বাণিজ্যে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউতিনদিন ঘোষণা করা হয় সাধারণ ছুটিপরে গত বুধবার (২৪ জুলাই) কারফিউ শিথিল করা হলে শুরু হয় অফিস-আদালতের কার্যক্রমবাংলাদেশ দোকান মালিক সমিতির সিদ্ধান্তে খুলতে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতানব্যবসা টিকিয়ে রাখতে ফুটপাতের ব্যবসায়ীরাও খুলতে শুরু করেন দোকানকিন্তু ক্রেতা কম থাকায় বেশিরভাগ ব্যবসাতেই মন্দা পরিস্থিতি যাচ্ছেবড় ব্যবসায়ীরা ধাক্কা সামলে নিতে পারলেও ফুটপাতের ব্যবসায়ীদের মাথায় হাতবেচা-বিক্রি না থাকায় মূলধন হারানোর শঙ্কায় ভুগছেন তারাফুটপাতের ব্যবসায়ীরা জানান, কারফিউ কিছু সময় শিথিল থাকলেও ক্রেতা আসছে নাএ সময়টাতে কর্মব্যস্ত মানুষ ছুটছেন অফিস-কর্মক্ষেত্রেএছাড়া, মাসের শেষ হওয়ায় মানুষের হাতে বাড়তি পণ্য কেনার মতো টাকাও নেইযে কারণে বিক্রি তলানিতে নেমেছেটানা দোকান বন্ধ থাকা এবং এরপর বিক্রি কমে যাওয়ায় পুঁজি ভেঙে সংসারের খরচ মেটাচ্ছেন তারাফার্মগেট এলাকার ফুটপাতের বিক্রেতা রিয়াজুল বলেন, আমাদের ক্রেতা মূলত স্বল্প আয়ের মানুষকদিন ধরে মানুষজন ঘরে বন্দি ছিলেনকোনো ইনকাম নেইনগদ টাকা যা ছিল, খেয়েপরে বেঁচে আছেনএখন খাওয়ার টাকা জোগাড় করতে ব্যস্ত তারাকাপড়-চোপড়ে মনোযোগ নেইতবে স্কুল-কলেজ খোলা থাকলে তাও কিছুটা বিক্রি হতমাহবুব নামের আরেক বিক্রেতা বলেন, ফুটপাতে আসলে বেচা-বিক্রি হয় মানুষের অফিস যাওয়া-আসার সময়কারফিউয়ের কারণে মানুষ রাস্তায় দাঁড়াচ্ছেন কমবাসায় ফেরার জন্য ব্যস্ত থাকছেন বেশিতাছাড়া মাসের শেষে মানুষের হাতে টাকা-পয়সা কমবেতন পেলে হয়তো আমাদেরও বিক্রি বাড়বেকিন্তু ততোদিনে ব্যবসার পুঁজি থাকলেই হয়ভাত তো আমাদেরও খাইতে হয়নিউমার্কেট এলাকার ফুটপাতে গৃহস্থালি পণ্য বিক্রেতা রইস উদ্দিন বলেন, ১০ দিন পর দোকান খুলছিগ্রামেও যাইতে পারি নাইঘরে আটকে থেকে হাত একদম খালিকিন্তু ব্যবসার যে পরিস্থিতি, যা বিক্রি হচ্ছে, সেটা দিয়ে নিজের পকেট খরচই উঠছে নাহাতে নিয়ে মেয়েদের জুয়েলারি বিক্রি করতেন মাতুব্বর আলীচলামান পরিস্থিতিতে ব্যবসা পরিবর্তন করে চাঁদনী চকের সামনে শসা বিক্রি করছেন তিনিতিনি বলেন, ‘জানি বিক্রি হইবো নাতাই ব্যবসা পাল্টাইছিপ্যাট তো আর বইস্যা থাকতে দেয় নাঅবস্থা ভালা হইলে আবার পুরান ব্যবসায় ফেরত যামু

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ