ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

এক মাসেই সড়কে ঝরলো ৮০১ প্রাণ!

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১২:৫৯:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১২:৫৯:১৯ পূর্বাহ্ন
এক মাসেই সড়কে ঝরলো ৮০১ প্রাণ!

আমরা দৈনন্দিন জীবন চলার পথে অনেক রকমের দুর্ঘটনার সম্মুখীন হইদুর্ঘটনা এমনি একটি ঘটনা যা ঘটে অনাকাক্সিক্ষত এবং অপ্রত্যাশিতভাবেএই দুর্ঘটনা কেড়ে নিচ্ছে মানুষের সর্বস্বকেউ জীবন হারান আবার কেউ কেউ আহত হন সারা জীবনের জন্যএমন মর্মান্তিক ঘটনাগুলোর জন্য আসলে কেউই প্রস্তুত থাকে নাহঠাৎ জীবনে নেমে আসে কালো ছায়াযা সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়এমন অপ্রত্যাশিত ঘটনাগুলোর অধিকাংশই সড়ক দুর্ঘটনায় ঘটে থাকেসম্প্রতি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির একটি প্রতিবেদনে জানা যায়, গত জুন মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৮০১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩ হাজার ২৬৭ জনএই সময় রেলপথে ৪৬ দুর্ঘটনায় ৪২ জন নিহত, ৯ জন আহত হয়েছেননৌপথে ৯টি দুর্ঘটনায় ১২ জন নিহত, ৭ জন আহত এবং ৯ জন নিখোঁজ রয়েছেনবিজ্ঞপ্তিতে বলা হয়, জুনে দেশের গণমাধ্যম ও পঙ্গু হাসপাতালের তথ্যমতে সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৬১২টি দুর্ঘটনায় ৮৫৫ জন নিহত এবং ৩ হাজার ২৮৩ জন আহত হয়েছেনএই সময়ে ২১৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২২ জন নিহত, ১ হাজার ৯৩ জন আহত হয়েছেনযা মোট দুর্ঘটনার ৩৮ দশমিক ৯৫ শতাংশ, নিহতের ৩৮ দশমিক ১ শতাংশ ও আহতের ৩৩ দশমিক ৪৫ শতাংশসড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে ২৭ দশমিক ২৬ শতাংশ মোটরসাইকেল, ২২ দশমিক ৭৯ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৩ দশমিক ৩৯ শতাংশ বাস, ১৫ দশমিক ২৭ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৫ দশমিক ৮৭ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা সড়কে দুর্ঘটনার কবলে পড়েছেপ্রতিদিন আমরা পত্রিকার পাতায় এমন মর্মান্তিক দুর্ঘটনাগুলোর খবর পায় অথচ এই বিষয়ে কোনো কাক্সিক্ষত ফলাফল আমরা দেখতে পায় নাপ্রতিবছর এভাবে সড়কে ঝরছে অকাল মৃত্যুতবে কি এভাবেই দুর্ঘটনাকে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে? এর কী সমাধান আমরা পাবো না? প্রশ্নটা সরকারের কাছে সাধারণ মানুষেরসড়কে প্রতিনিয়ত এভাবে প্রাণ ঝরতে থাকলে একসময় দেশ মেধাশূন্যতায়ও ভুগবেআমরা সড়কে এমন অপ্রত্যাশিত মৃত্যু রথকে পরিত্রাণ চাইসড়কে দুর্ঘটনা প্রতিরোধে সরকারের উদ্যোগের বিকল্প নেইতাই দুর্ঘটনা এড়াতে এখনি মহাসড়কের নির্মাণ ত্রুটি, যানবাহনের ত্রুটি, ট্র্যাফিক আইন অমান্য করার প্রবণতা, উল্টোপথে যানবাহন চালানো, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহণ, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া যানবাহন চালানো এবং একজন চালক অতিরিক্ত সময় ধরে যানবাহন চালানো ইত্যাদি বিষয়গুলোর উপর নজরদারি করতে হবে সরকারকে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য