ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

শিবচরে পাটের ফলন কম হওয়ার শঙ্কা

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০১:৩৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০১:৩৫:৫৫ অপরাহ্ন
শিবচরে পাটের ফলন কম হওয়ার শঙ্কা
মাদারীপুর প্রতিনিধি
ফলন ভালো হওয়ায় মাদারীপুর জেলার শিবচরে প্রতিবছরই বিস্তীর্ণ ফসলের জমিতে পাটের আবাদ করে থাকেন কৃষকরাঅন্যান্য ফসলের পাশাপাশি উপজেলায় ফসলের জমিতে শীতকালে সরিষার আবাদ, নিয়মিত নানা জাতের ধান এবং এই মৌসুমের ফসলের মধ্যে পাট থাকবেইবাজার দর ওঠানামা করলেও পাটের মৌসুমে শিবচরের প্রায় সব এলাকাতেই কমবেশি পাট চাষ হয়ে থাকেতবে উপজেলার বহেরাতলা, বাঁশকান্দি, কুতুবপুর, কাদিরপুর ইউনিয়নের বেশির ভাগ জমিতে কৃষকেরা পাট চাষ করেন। 
গত বছরের তুলনায় চলতি বছর বেশি জমিতে পাট চাষ করা হলেও ফলন কম হওয়ার শঙ্কা রয়েছে এবারগত ঘূর্ণিঝড় রেমালের সময় জমিতে কেবল পাট গজিয়েছিলতখন ঝড়ের প্রভাবে পাট বেশ ক্ষতিগ্রস্ত হয়এছাড়া এবার বর্ষার শুরুতেই জমিতে পানি প্রবেশ করায় পরিণত হওয়ার আগেই পাট কাটতে হয়েছেসব মিলিয়ে চলতি বছর ফলন কিছুটা কম হওয়ার আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কুতুবপুর, কাদিরপুর, বাঁশকান্দি, বহেরাতলা, নিলখী ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বিস্তীর্ণ ফসলি জমিতে পাটের আবাদ করেছেন কৃষকরাএই এলাকার পাট খেতে বন্যার পানি এ বছর আগাম প্রবেশ করায় পাট কাটতে হচ্ছে কৃষকদেরকোনো কোনো স্থানের জমির পাট এখনও পরিণত পর্যায়ে আসেনিপানিতে খেত ডুবে যাওয়ায় পাট কেটে জাগ দিতে হচ্ছে তাদেরএতে করে পাটের ভালোআঁশ পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে বলে জানিয়েছে কৃষকরা। 
এদিকে বন্যার পানি আগেভাগেই খেতসহ খাল-বিলে প্রবেশ করায় পাট জাগ দেয়া নিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে না চাষিদের।  কৃষকরা জানিয়েছেন, গত বছর পানির অভাবে পাট জাগ দেয়া নিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছিলজমি থেকে দূরবর্তী স্থানে নিয়ে পাট জাগ দিতে হয়েছেএতে করে খরচ বেড়ে গিয়েছিলতবে এবার পাট কেটে খেত এবং সংলগ্ন খাল-বিলেই জাগ দিতে পারছেনফলে পরিবহন খরচ আর লাগছে নাএদিকে উৎপাদন খরচ কিছুটা কম হচ্ছেবাজারদর ঠিক থাকলে লাভের মুখ দেখবেন বলেও আশা করেন কৃষকরাশিবচরের উৎরাইল হাট, চান্দেরচর হাট এবং মাদবরেরচর হাটসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে পাটের বাজারদর রয়েছে মণপ্রতি ২ হাজার ৮শথেকে ৩ হাজার ২শ টাকা পর্যন্তগত মঙ্গলবার উপজেলার উৎরাইল হাটে মান অনুযায়ী ৩ হাজার ২শ টাকা মণ পর্যন্ত বিক্রি হয়েছে পাটবেশি দাম প্রাপ্তির আশায় অনেক চাষিরা নিজেদের ঘরে পাট মজুদও করে থাকেন বলে জানা গেছে
উপজেলার উৎরাইল এলাকার কৃষক মো. আচমত আলী বলেন, দাম কম হলে বাজারে বিক্রি না করে অনেক ফসলই আমরা রেখে দেইপাটও রাখা হয়এ বছর এখন পর্যন্ত ৩২শ টাকা মণে বিক্রি হচ্ছে পাটআমার খেতের পাট এখনও ওঠেনিজাগ দেয়া হয়েছেআশাকরি ভালো দাম পাওয়া যাবেতবে পাটের ফলন কিছুটা কম হয়েছেগত ঝড়ে অনেক পাটের ক্ষতি হয়েছে
কৃষি সম্প্রসারণ অধিদফতর মাদারীপুরের উপ-পরিচালক সন্তোষ চন্দ্র চন্দ বলেন, এবার পাট চাষিদের জন্য একটি বড় সুবিধা হচ্ছে আগাম বৃষ্টিপাতফলে চাষিরা পাট কেটে খেতের পাশেই জাগ দিতে পারছেতাতে করে পরিবহন খরচ হচ্ছে নাতাছাড়া খেতে পানি থাকায় ওই জমিতেই পাট কেটে আবার রোপা আমন লাগাচ্ছেন চাষিরাতবে আগাম বৃষ্টিপাতের কারণে জমিতে পানি থাকায় পাট কিছুটা আগেই কেটে ফেলা হচ্ছেযে পাট এক মাস পরে কাটা হতো তা আগেই কাটা হচ্ছেএতে ফলন কিছুটা কম হতে পারেতাছাড়া ঘূর্ণিঝড় রেমালেও কিছুটা ক্ষতি হয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ