ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে

‘ডিবি হেফাজতে বিবৃতি স্বেচ্ছায় ছিল না’

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০১:৪৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০১:৪৫:৩৯ অপরাহ্ন
‘ডিবি হেফাজতে বিবৃতি স্বেচ্ছায় ছিল না’
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক ডিবি হেফাজতে থাকা এবং সেখান থেকে আন্দোলন প্রত্যাহেরর বিবৃতি নিয়ে মুখ খুলেছেন
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে এক বিবৃতিতে তারা দাবি করেছেন, ছয় দিন আগে যে বৃবতিটি তারা দিয়েছিলেন, সেটি তারা স্বেচ্ছায় দেননি
বিবৃতিতে বলা হয়, আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দেইনিবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে নাসারাদেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না
ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়আমাদের ছেড়ে দেবার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘণ্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেয়ানো হয়আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে, দেখা করতে দেয়া হয়নি
ছাত্র-নাগরিক হত্যার বিচার ও আটককৃত নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে ঘোষণা দেয়া হয়েছে
বিবৃতিটি সাংবাদিকদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানোর পাশাপাশি কয়েকজন সমন্বয়ক তাদের ফেইসবুক আইডি থেকেও প্রচার করেছেন
বিবৃতির বিষয়ে ছয় সমন্বয়কের একজন আসিফ মাহমুদ বলেন, আমরা ছয়জন সমন্বয় করেই এই বিবৃতি দিয়েছি
তবে ছয় সমন্বয়কের অভিযোগ নাকচ করে দিয়ে ডিবির সাবেক ও বর্তমান প্রধান-দুজনই বলেছেন, তাদের ওপর জোর করার কোনো ঘটনা ঘটেনি
জুলাইয়ের প্রথম থেকে শুরু কোটা আন্দোলন ধাপে ধাপে প্রাণঘাতি সহিংসতায় রূপ নিলে কারফিউ জারি এবং সেনা নামিয়ে নিয়ন্ত্রণ করার পর গত ২৬ জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়
পরদিন আরও দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকেও ডিবি কার্যালয়ে নেয়া হয়এরপর ২৮ জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ভোররাতে জোর করে ডিবি অফিসে নিয়ে আসা হয় বলে অভিযোগ করা হয়
তবে তখন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছিলেন, নিরাপত্তার স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়েছে ডিবি
নুসরাতকে যেদিন নিয়ে যাওয়া হয়, ওইদিনই ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন ৬ সমন্বয়ক
ওইদিন রাতে ডিবি কর্মকর্তা হারুন তার ফেইসবুকে ছয় সমন্বয়ককে নিয়ে টেবিলে খাবার খাওয়ার ভিডিও প্রকাশ করেনপরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে হারুন দাবি করেন, ছয় সমন্বয়কের কাছ থেকে জোর করে বিবৃতি নেয়া হয়নি
সমালোচনার মুখে ৩১ জুলাই ডিএমপি সদর দফতর থেকে দেয়া এক আদেশে হারুনকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে দায়িত্ব দেয়া হয়
ডিবি অফিসে তুলে নিয়ে যেয়ে খাবারের টেবিলে বসিয়ে তোলা ছবি হারুনের ফেইসবুকে দেয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন হাই কোর্ট
গত ২৯ জুলাই একটি রিট আবেদনের শুনানিতে একটি হাই কোর্ট বেঞ্চের জ্যে বিচারক বলেন, তখন জ্যেষ্ঠ বিচারক বলেন, ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেনএভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না
নানামুখী আলোচনা-সমালোচনার মুখে গত বৃহস্পতিবার ছয় সমন্বয়ককে ছেড়ে দেয়া, তাদেরকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়
সে সময় অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা জানিয়েছেন, ডিবি কার্যালয়ে ছয়জন ৩২ ঘণ্টা অনশনে ছিলেন
গতকাল শুক্রবারের বিবৃতিতে বলা হয়, অন্যায়ভাবে সমন্বয়কদের আটক, সারাদেশে শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে গত ৩০ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচি শুরু করেনপরবর্তীতে সে খবর জানামাত্র সারজিস আলম, হাসনাত আব্দুলাহ ও নুসরাত তাবাসসুমও অনশন শুরু করেন
অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয়প্রায় ৩২ ঘণ্টারও অধিক সময় অনশনের পরে ডিবি প্রধান ছয় সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয়আমাদেরকে পহেলা অগাস্ট দুপুর ১.৩০টায় পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়গত সাতদিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সাথে নানা হয়রানি, নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছেআমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
বিবৃতিতে বলা হয়, মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই ১৯ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছেএর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ছয় সমন্বয়ককে সাতদিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল
আমরা গুম, গ্রেফতার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলাম, আমরা আমাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলামকিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে আমাদেরকে ডিবি হেফাজতে আটকে রাখা হয়প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয়আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না
এ বিষয়ে গোয়েন্দা পুলিশের সদ্য সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, তারা যে বক্তব্য দিয়েছে এটা স্বেচ্ছায় দিয়েছেকোনো অন্যায় করা হয়নি
তাদের আত্মীয়-স্বজন পরবর্তীতে সংবাদমাধ্যমেও একই কথা বলেছেন বলে জানান তিনি
গোয়েন্দা পুলিশে হারুনের স্থলাভিষিক্ত অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামান বলেন, তারা তখন স্বীকার করে গেছে আমাদের কাছে
তারা উইলিংলি (বিবৃতি) দিয়েছে আমাদের কাছে, ভিডিওটা দেখলে বোঝা যায়কেউ যদি ওখান থেকে...করে তাহলেতো এটা তার নীতি নৈতিকতার বিষয়
জোর করে খাওয়ানোর অভিযোগের বিষয়ে তিনি বলেন, তারা ডিবির কাছে বেশ কয়েকদিন ছিলতারাতো বিভিন্ন সময় খেয়েছেতারা এ ধরনের যেসব কথা বলছেন, তা ঠিক নয়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য