ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি

শিক্ষার্থীদের কাছে পলকের ক্ষমা প্রার্থনা

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০১:৪৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০১:৪৬:৪১ অপরাহ্ন
শিক্ষার্থীদের কাছে পলকের ক্ষমা প্রার্থনা
নাটোর প্রতিনিধি
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে শিক্ষার্থীদের কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
কোনো ভুল বা ব্যর্থতা হলে তার দায় তাদের এবং এ জন্য শেখ হাসিনাকে ভুল না বুঝতেও তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি
দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে সতর্ক করে ইরাক, সিরিয়া, মিশরের পরিণতির কথাও তুলে ধরেছেন প্রতিমন্ত্রী, বলেছেন, শেখ হাসিনা নিরাপদ না থাকলে বাংলাদেশও অনিরাপদ হয়ে যাবে, বাংলাদেশের অবস্থা এসব দেশের মত হয়ে যাবে
জাতীয় শোক দিবস স্মরণে শুক্রবার বিকেলে নাটোরে নিজ বাসভবনে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে পলক এসব কথা বলেন
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের বিষয়ে কঠোর সিদ্ধান্তেরবদলে সঠিক সিদ্ধান্তনেওয়ার ওপরও জোর দেন প্রতিমন্ত্রী
সরকার ও শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি এই ব্যর্থতার দায়ও নিজেদের কাঁধে নিয়েছেনবলেন, আমি মনে করি এই দূরত্ব হওয়ার জন্য ছাত্রছাত্রীদের দোষ নেই, এটি আমাদের দোষ, এই দায় আমাদের, যারা আমরা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি, এই ব্যর্থতা আমাদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই
পলক বলেন, আমার যে দায়, আমার যে ব্যর্থতা, সেটার দায়িত্ব আমার নিজের কাঁধে নিয়েৃ যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে যে কোনো শাস্তি অথবা যে কোনো সিদ্ধান্ত দেয়, সেটা আমি মাথা পেতে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে, জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোড়ে, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি
ইন্টারনেট ব্যাহত হওয়া, সোশাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছুর দায়, দায়িত্ব এবং ব্যর্থতার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি
ভুল আর কর্তব্যে অবহেলা হলে শাস্তি ভোগ করতে প্রস্তুত আছেন জানিয়ে তিনি বলেন, যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে রাজি আছি
দরকার সঠিক সিদ্ধান্ত
শিক্ষার্থীদের দাবি নিয়ে পরিস্থিতি শান্ত করতে মমত্ববোধ ও আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শও দিয়েছেন পলক
তিনি বলেন, তাদের সাথে দূরত্ব যেটা সৃষ্টি হয়েছে, সেটা কখনও তাদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয়, সঠিক সিদ্ধান্ত নিয়ে সেটা সমাধান করতে হবে
শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে জোর দিয়ে তিনি বলেন, আমরা যেন কঠিন সিদ্ধান্ত নিয়ে তাদের প্রতি কঠোর শাসনের পথ বেছে না নিয়েৃ আমরা যদি তাদের প্রতি সংবেদনশীল হই এবং তাদের প্রতি একটু স্নেহ মমতা নিয়ে কাদের কাছে বসি, তাদের কথা শুনি, তাহলে আমার বিশ্বাস অবশ্যই এই ভুল বোঝাবুঝি দূর হবে, এই দূরত্ব দূর হবে এবং যারা ষড়যন্ত্রকারীরা আমাদের সরকারের সাথে ছাত্র ছাত্রী ও সাধারণ জনগণের দূরত্ব তৈরি করার একটা ষড়যন্ত্র করছে, তারা সেই ষড়যন্ত্রে কখনও সফল হবে না
শেখ হাসিনাকে ভুল বুঝবেন না
তাদের ব্যর্থতার জন্য শেখ হাসিনাকে ভুল না বোঝার অনুরোধও করেন পলক
তাদের ভুলের জন্য শেখ হাসিনাকে ভুল না বোঝার অনুরোধ করে পলক বলেছেন, শেখ হাসিনা অনিরাপদ থাকলে অনিরাপদ হবে বাংলাদেশ
তাদের ভুলের জন্য শেখ হাসিনাকে ভুল না বোঝার অনুরোধ করে পলক বলেছেন, শেখ হাসিনা অনিরাপদ থাকলে অনিরাপদ হবে বাংলাদেশ
প্রতিমন্ত্রী বলেন, আমাদের কষ্ট হয় যখন আমাদের কোনো ভুল, আমাদের কোনো ব্যর্থতার কারণে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে দোষারোপ করা হয়, তার বিরুদ্ধে সমালোচনা এবং ষড়যন্ত্র করা হয়
সে কারণে আমি আবারও বলব, আমাদের দেশে ৫ কোটি ছাত্র ছাত্র ভাই বোনেরা আছে, আমাদের যদি কোনো ভুল হয়, কোনো অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দেবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না
শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন, তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না দাবি করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সামনে উদাহরণ আছে সিরিয়া, ইরাক, মিশরকীভাবে ষড়যন্ত্রমূলকভাবে সেই দেশের সরকার, সেই দেশকে কীভাবে ধ্বংস করে গোটা প্রজন্মকে গত ২০/৩০ বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য