ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে জয়ার নতুন সিনেমা সবাইকে কেন সতর্ক করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান? আবারও রায়হান রাফী ও তমা মির্জার প্রেমে ভাঙন বিএনপির ভরসার কেন্দ্রবিন্দুতে আপসহীন খালেদা জিয়া ডেঙ্গু আতঙ্কে নগরবাসী জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে : নাহিদ ইসলাম বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে ২ জন নিহত ডিএসসিসির পরিবহন ব্যবস্থাপনায় ২ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রানওয়েতে স্কুলের পারমিশন যারা দিয়েছে তাদের ধরতে হবে-স্বাস্থ্য উপদেষ্টা একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল দেশকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান-ফখরুল রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির
দূর্নীতি চেক জালিয়াতির মাধ্যমে কোটি কোটি আত্মসাৎ ও নামে বেনামে বিপুল অর্থ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন আইসিডিআর এর এক প্রকৌশলী

প্রকৌশলী সাইফুল ২৪ ফ্ল্যাটের মালিক : অনিয়ম দূর্নীতি

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০১:৫৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০১:৫৩:১৭ অপরাহ্ন
প্রকৌশলী সাইফুল ২৪ ফ্ল্যাটের মালিক : অনিয়ম দূর্নীতি

দূর্নীতি চেক জালিয়াতির মাধ্যমে কোটি কোটি আত্মসাৎ ও নামে বেনামে বিপুল অর্থ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন আইসিডিআর এর এক প্রকৌশলীবর্তমানে তিনি কর্মরত আছেন আইসিডিআর এর সহকারী প্রকৌশলী (ম্যানটেনেন্স) হিসেবেতার নাম মো. সাইফুল ইসলামতিনি বিল্ডিং কেয়ার টেকনেলজি লিমিটেডের চেয়ারম্যান থাকাবস্থায় চেক জালিয়াতি করায় দুই দফা জেল ও খেটেছেন এই প্রকৌশলীজেল থেকে মুক্ত হয়ে তিনি বিভিন্ন ভাবে ওই কোম্পানির এমডি এবং দুই পরিচালকরে বিরুদ্ধে মিথ্যে বানোয়াট অভিযোগ এনে হয়রানি করে যাচ্ছেযে কারণে এর প্রতিকার চেয়ে গত বৃহস্পতিবার বিল্ডিং কেয়ার টেকনেলজি লিমিটেডের এর পরিচালক মোসিউর রহমান ঢাকা রেঞ্জ ডিআইজির দফতরে একটি অভিযোগ দায়ের করেনবর্তমানে তা তদন্তাধীনঅনুসন্ধানে জানা যায়, সাইফুল ইসলামের নামে বর্তমানে নামে বেনামে রাজধানীর আশকোনা, দক্ষিণখান, ঢাকায় নং-২ হাজী সিরাজ উদ্দিন রোড, বাড়ি নং-৪৪, ফ্ল্যাট নং-২এ এবং ৪এ, ফ্ল্যাট দুটি তিনি ক্রয় করলেও রয়েছে তার স্ত্রীর খালেদা পারভীনের নামেকাউলার মধ্যপাড়ায় ১৪০০ এসএফটির (ঠধষবহপরধ) নামক বাড়িতে রয়েছে একটি ফ্ল্যাট৩/৫২ জামতলা, দক্ষিণখান, ঢাকায় ৭তলা বাড়িতে রয়েছে ২১টি ফ্ল্যাটসাভার আইচা নন্দা রোডে তার স্ত্রীর নামে রয়েছে ৪ কাঠার প্লট এবং ব্যাংকে ১ কোটি টাকার এফডিআরতার নিজের নামে বরদাইল, ধামরাই, ঢাকায় রয়েছে ২৪ শতাংশ জমিএ ছাড়া সাভার ও ঢাকায় এবং তার গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনের নামে আরো জমি এবং বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে
এদিকে, পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজির কাছে দেয়া অভিযোগে জানা যায়, সাইফুল ইসলামের স্থায়ী ঠিকানা পাবনা জেলার, বেড়া উপজেলার, হাতীগাড়া গ্রামে-তার পিতা আব্দুল কুদ্দুসঢাকায় তিনি দক্ষিণখানের আশকোনার ২ নং রোডের ৪৪নং বাড়ির ২/এ নিজ ফ্ল্যাটে বসবাস করেন২০১২ সালে বিল্ডিং কেয়ার টেকনোলজী লিমিটেডের চেয়ারম্যান হিসেবে যোগদেন সাইফুল ইসলামকোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বিদেশে অবস্থান করায় এবং কোম্পানীর অন্য দুইজন পরিচালক মোসিউর রহমান ও পঙ্কজ মিত্র কোম্পানীর বিভিন্ন কাজে ঢাকার বাহিরে থাকায় কোম্পানীর কাজের সুবিধার জন্য চেয়ারম্যান ব্যাংকের চেক বইয়ের খালি পাতায় স্বাক্ষর করিয়ে রাখতেন এভাবেই আর্থিক লেনদেন সম্পন্ন করতেনআর এ সুযোগ ব্যবহার করে কোম্পানীর অগ্রনী ব্যাংক হিসাব নং-(০২০০০০৮৭৭৪১৯২) আইসিডিডি, আরবি শাখা, মহাখালী, ঢাকা হতে দুই দফায় মোট হিসাবে সর্বমোট ৯২,০৪,৬০৩/-( বিরানব্বই লক্ষ চার হাজার ছয়শত তিন) টাকা স্থানান্তর করিয়া আত্মসাৎ করেনতথ্যে আরো জানা যায় এই টাকা তিনি নিজের আইসিডিডিআর বি, অগ্রণী ব্যাংক শাখায় তার পার্সোনাল একাউন্টে ট্রান্সফার করেন সাইফুলএছাড়াও কোম্পানীর পরিচালক বর্গের স্বাক্ষর জাল করে ব্যাংকের ১,৫৪,৪০২১৭/-(এক কোটি চুয়ান্ন লক্ষ চল্লিশ হাজার দুই শত সতের) টাকা আত্মসাৎ করায় বনানী থানা ১২(৩)২২ নং মামলা দায়ের করা হয়কোম্পানির ব্যাংক হিসাব থেকে নিজের ব্যাংক হিসাবে ও তাহার স্ত্রীর ব্যাংক হিসাবে সর্বমোট ৯২,০৪,৬০৩/- ( বিরানব্বই লক্ষ চার হাজার ছয়শত তিন) টাকা স্থানান্তর করিয়া আত্মসাৎ করায় সিআর ১৫৬/২৩ নং মামলা দায়ের করা হয় এবং কোম্পানীর মানি রিসিটেরমাধ্যমে ৩৭,২১,৪৬৮/- (সাতত্রিশ লক্ষ একুশ হাজার আটষট্টি) টাকা বিভিন্ন প্রতিষ্ঠান হতে নগদ উত্তোলন করে আত্মসাৎ করায় সিআর ৩৬/২৩ নং মামলা দায়ের করা হয়ওই মামলায় চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম  দুই দফা জেল হাজতে থাকার পর জামিনে মুক্তি লাভ করেনজামিনে বের হয়ে কোম্পানীর পরিচালক জনাব পঙ্কজ মিত্র সহ কোম্পানীর কিছু কর্মকর্তা-কর্মচারিদেরকেও তার বিরুদ্ধে করা সমস্ত মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করেএবং  হয়রানি মূলক মিথ্যা মামলা দেয়ার চেষ্টা করে যায়এমনকি প্রাণ নাশেরও  হুমকী দেয় সাইফুলঅনুসন্ধানে আরো জানা যায়, সাইফুল ইসলাম ২০১৩ সাল থেকে কতিপয় ডিলারের সাথে যোগসাজসে আর্থিক দুর্নীতি শুরু করেনবিষয়টি অন্য পরিচালকদের দৃষ্টিগোচর হলে তিনি সুপরিকল্পিত ভাবে মিথ্যা ও ভুল বুঝিয়ে ভিন্নভাবে গণমাধ্যমের নজরে অনার চেষ্টা করেনপরবর্তীতে পরিচালকদের অভ্যান্তরীণ তদন্তে সাইফুল ইসলামের দুর্নীতি প্রমানিত হয়তখন সাইফুল ইসলাম কোম্পানির প্যাডে এই মর্মে মুচলেকা দেন যে, তিনি নিজেকে সংশোধিত করবেনকিন্তু কদিন যেতে না যেতেই তিনি মুচলোকা তোয়াক্কা না করে আরও বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েনবিশেষ করে কোভিড চলাকালীন সময়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিদেশে আটকে পড়ায় চেয়ারম্যান সেই সুযোগে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়এ ব্যাপারে বিল্ডিং কেয়ার টেকনেলজি লিমিটেডের পরিচালক মোসিউর রহমান জানান, কারাগার থেকে মুক্ত হয়েই সাইফুল ইসলাম বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছেএ ছাড়া তিনি মিথ্যা মামলা ও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেইতোমধ্যে একটি পত্রিকায় মিথ্যা মনগড়া তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছেনআমি এর তীব্র প্রতিবাদ জানাইএ ব্যাপারে অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, আমি ওই কোম্পানির চেয়ারম্যান থাকা অবস্থায় আমাকে তারা বিভিন্ন ভাবে হয়রানি করে আসছেআমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দেয়া হয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স