ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি

আন্দোলন এখন পুরোপুরি রাজনৈতিক বিষয় হয়ে গেছে-তথ্যপ্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৪ ০৩:০৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৪ ০৩:০৮:২৩ অপরাহ্ন
আন্দোলন এখন পুরোপুরি রাজনৈতিক বিষয় হয়ে গেছে-তথ্যপ্রতিমন্ত্রী
আন্দোলন এখন পুরোপুরি রাজনৈতিক বিষয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাততিনি বলেন, বিষয়টি এখন শিক্ষার্থীদের অধিকার বা বিচারের পর্যায়ের নেইতারা ক্ষমতার সংঘাতে চলে গেছেগতকাল রোববার গণভবনে নিরাপত্তা বৈঠক শেষে জাতীয় সংসদ ভবনের টানেলে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করতে চায় আওয়ামী লীগতবে বিশৃঙ্খলা করলে রাজনৈতিকভাবে শক্ত হাতে দমন করা হবেতিনি বলেন, সরকার সন্ত্রাস দমনে আইনের প্রয়োগ করা হবেএই সংকট রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।  তিনি আরও বলেন, জনগণের মধ্যে আন্দোলনের সাড়া না পেয়ে আজ সহিংসতা-সন্ত্রাস করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি-জামায়াততাদের পুরোনো দাবির সঙ্গে আন্দোলনকারীরাও একাত্মতা ঘোষণা করেছেএসময় তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে ফেসবুক বন্ধ করা হচ্ছেকাউকে দমানো বা থামানোর জন্য নয়মানুষের আবেগ নিয়ে খেলছে সহিংসতাকারীরা
তিনি বলেন, তারা তো রাজনৈতিক দল নাতবুও তারা প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে কথা বলছেতিনি অভিযোগ করেন, আন্দোলনকারীরা সংঘাত দিয়ে শুরু করেছেতবে তারা আওয়ামী লীগের অনুপস্থিতিকে দুর্বলতা হিসেবে দেখছেতিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে থাকলে নানা রকম অভিযোগ আসছে তাই আমরা চুপ ছিলামযার ফলে আপনারা দেখেছেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তারা কী করেছেএ সময় বিচারের আগেই রায় দিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করে আলী আরাফাত বলেন, যেহেতু রায় দিয়ে দেয়া হচ্ছে, সেহেতু তারা বিচার চাচ্ছে নাবলেন, আমরা বিচার চাই বলেই বিচারবিভাগীয় কমিশন করে দেয়া হয়েছেতিনি কথায়, নিহতদের তালিকায় এমনও ব্যক্তিদের নাম রয়েছে যারা আগুনে ঝলসে মারা গেছেতিনি বলেন, আন্দোলনকারীদের দেয়া আগুনে কেউ মারা গেলে তার দায় সরকারকে দেয়া যায় নাএ সময় তিনি আরও বলেন, আমরা ধৈর্য্য ধরেছিআমরা আরও ধৈর্য্য ধরতে চাইদলের প্রতি মানুষের সমর্থন আছে এবং ডাক দিলে তারা রাস্তায় নামবে বলেও জানান তিনি
মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করতে চাইসন্ত্রাসীদের দমনে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাগণভবনে আজকে নিরাপত্তা কমিটির বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুজব প্রতিরোধ, সরকারি স্থাপনা ও জনগণের জানমাল রক্ষায় বৈঠকে সবাই ঐকমত্য পোষণ করেছে
এর আগে নিরাপত্তা কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শুরু হয়বৈঠকে মন্ত্রী-প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, ফোর্সেস ইন্টিলিজেন্স ও এনএসআই প্রধানসহ কমিটির মোট ২৯ সদস্য উপস্থিত ছিলেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স