ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

মোরেলগঞ্জে বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ হামলা ভাঙচুর

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ১০:০৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ১০:০৪:৩৫ অপরাহ্ন
মোরেলগঞ্জে বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ হামলা ভাঙচুর
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
মোরেলগঞ্জে গত দিন ধরে ইউপি মেম্বার গ্রাম পুলিশসহ বাড়িতে অগ্নিসংযোগ শতাধিক বসতঘর ভাঙচুর, ৎস্য ঘের দখল মাছ লুটপাট মারপিটে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। মোরেলগঞ্জ থানার মূল ফটকে এখনও ঝুলছে তালা। তবে, বৃহস্পতিবার থেকে নিজ নিজ কর্মস্থলে পুলিশ সদস্যদের আশার নির্দেশনা আইজিপির। স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে পারা মহল্লায় কমিটি গঠন করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে সচেতন মহলের দাবি।
খোঁজ নিয়ে জানাগেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পটপরিবর্তনের পর উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বৃহস্পতিবার পর্যন্ত বসতবাড়িতে অগ্নিসংযোগ, শতাধিক ঘের দখল, পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাঙচুর, শতাধিক পরিবারের লোকজন বাড়ি শূন্য হয়ে পড়েছে। রামচন্দ্রপুর ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামে মঙ্গলবার রার্তে ইউপি সদস্য শ্রমীক লীগ নেতা বাহার ফকির, আওয়ামী লীগ নেতা মুনসুর ফকির, হারুন ফকির, এসকেন্দার ফকির গ্রাম পুলিশ মোস্তফা খানসহ বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে বিভিন্ন মালামাল লুট করে দিয়েছে দুর্বৃত্তরা।
গ্রাম পুলিশ মোস্তফা খানের স্ত্রী মিনা বেগম জানান, রাত ১১টার দিকে ২০-থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধদল প্রথমে আওয়ামী লীগ নেতা মুনসুর ফকিরের বাড়ি পর পর ৪টি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে গ্রাম পুলিশ মোস্তফা খানের পাকা ভবনে পেট্রোল দিয়ে আগুন দেয় বিভিন্ন মামলামাল লুট করে নিয়ে যায়। এখনও ওই গ্রামের ৯টি পরিবারের  কিছু মানুষ বাড়ি ছাড়া নারীরা থাকলে তারা রয়েছে আতংকে। বনগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য যুবলীগ নেতা রমেশ মুখাজির বাড়িতে অগ্নিসংযোগ, খাউলিয়া ইউনিয়নের সাবেক নারী সংরক্ষিত ইউপি সদস্য শাহানাজ বেগম, ইউপি সদস্য মহিদুল ইসলাম, ফাসিয়া তলা গ্রামের মনিরুজ্জামান আকন, তার ভাই মনির আকন, প্রধান শিক্ষক মোস্তফা মাষ্টার মজিবুল বয়াতির বসতবাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ছাড়াও মঙ্গলবার দিনে রাতে বারইখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান বিপুর বাড়িতে হামলা, নিশানবাড়িয়া ইউনিয়নের সাবেক মেম্বর ফরিদুল ইসলাম, মনিরুজ্জামান জসিম মৃধা, মো. আনোয়ার হোসেন, লুৎফর চৌকিদার ফারুক দফাদার, কামরুল ইসলাম পলাশের বাড়িতে হামলা ভাংচুর ঘটনা ঘটেছে। তেলিগাতি ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার বলেন, তার দুটি ৎস্য ঘেরের মাছ লুট করে নিয়েছে বসতবাড়ি থেকে গরু ছাগল নিয়ে গেছে। এছাড়াও ঢুলিগাতি ৪টি দোকান ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এখনও বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। 
পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক মজুমদার জানান, মঙ্গলবার বিকেলে কতিপয় লোকজন তার ইউনিয়ন পরিষদে ঢুকে কয়েকটি কক্ষ ভাংচুর চালিয়েছে। ইউনিয়ন যুবলীগ নেতা বদিউজ্জামান মজুমদারের ৎস্য ঘেরের মাছ লুট করে নিয়েছে। নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল লতিফ হাওলাদারের ৎস্য ঘের দখল করে নিয়েছে দুর্বৃত্তরা। এদিকে বহরবুনিয়া ইউনিয়নের প্রায় শতাধিক ৎস্য ঘের দখল হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল বলেন, জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা গ্রামে গ্রামে সাধারণ মানুষের জান মাল রক্ষার্থে কমিটি করে পাহারা দিচ্ছেন। দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। কোন নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়ার নির্দেশনা রয়েছে। সর্ম্পকে জামায়েত নেতা অধ্যক্ষ আবদুল আলীম বলেন, এলাকার আইন শৃংখলায় জনগনের জান মাল রক্ষার্থে বাংলাদেশ জামায়েত ইসলামি মোরেলগঞ্জ শাখার সকল নেতাকর্মীদের ইতোমধ্যে মহল্লায় মহল্লায় কমিটি গঠন করে সংখ্যালঘুদের মন্দির পাহারায় জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য