ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

ঢাকা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ১০:৪৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ১০:৪৬:২৯ অপরাহ্ন
ঢাকা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর পাঁচ দিনের মাথায় ঢাকা মেডিকেল কলেজে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
এছাড়া ভবিষ্যতে রাজনীতির সঙ্গে এই মেডিকেল কলেজের শিক্ষার্থীর কোনো সংশ্লিষ্টতার খোঁজ মিললে তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
গতকাল শনিবার মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছে বলে উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার জানান।
এই চিকিৎসক বলেন, পরীক্ষা নেয়ায় আমি মিটিংয়ে ছিলাম না। তবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জেনেছি। প্রিন্সিপাল স্যার জানিয়েছেন, সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার। সেজন্য এই সিদ্ধান্ত।
অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরীর সই করা এক অফিস আদেশে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস, শহীদ ডা. ফজলে রাব্বি ছাত্রাবাস এবং ডা. আলীম চৌধুরী ছাত্রীবাসে সকল প্রকার ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, অন্যান্য এবং নতুনভাবে গঠিত কোনো ছাত্র সংগঠন) স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে হোস্টেলে প্রকাশ্যে বা গোপনে পুনরায় ছাত্র রাজনীতি আনয়ন, চর্চা, রাজনৈতিক কর্মসূচি পালন তাতে অন্যদের আহ্বান এবং তাদের সমর্থনমূলক কর্মকাণ্ডে প্রচার-প্রচারণায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে, তার বিরুদ্ধে ক্যাম্পাস হোস্টেল থেকে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
একাডেমিক কাউন্সিলের ওই সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এবং আন্দোলনে আহত শিক্ষার্থীদের সচিকিৎসা নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ
স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর পাঁচ দিনের মাথায় ঢাকা মেডিকেল কলেজে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
এছাড়া ভবিষ্যতে রাজনীতির সঙ্গে এই মেডিকেল কলেজের শিক্ষার্থীর কোনো সংশ্লিষ্টতার খোঁজ মিললে তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
গতকাল শনিবার মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছে বলে উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার জানান।
এই চিকিৎসক বলেন, পরীক্ষা নেয়ায় আমি মিটিংয়ে ছিলাম না। তবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জেনেছি। প্রিন্সিপাল স্যার জানিয়েছেন, সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার। সেজন্য এই সিদ্ধান্ত।
অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরীর সই করা এক অফিস আদেশে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস, শহীদ ডা. ফজলে রাব্বি ছাত্রাবাস এবং ডা. আলীম চৌধুরী ছাত্রীবাসে সকল প্রকার ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, অন্যান্য এবং নতুনভাবে গঠিত কোনো ছাত্র সংগঠন) স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে হোস্টেলে প্রকাশ্যে বা গোপনে পুনরায় ছাত্র রাজনীতি আনয়ন, চর্চা, রাজনৈতিক কর্মসূচি পালন তাতে অন্যদের আহ্বান এবং তাদের সমর্থনমূলক কর্মকাণ্ডে প্রচার-প্রচারণায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে, তার বিরুদ্ধে ক্যাম্পাস হোস্টেল থেকে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
একাডেমিক কাউন্সিলের ওই সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এবং আন্দোলনে আহত শিক্ষার্থীদের সচিকিৎসা নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ