ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার পর থানায় বৃদ্ধ বাবার আত্মসমর্পণ বৈশাখের প্রচণ্ড তাপদাহে সুজানগরে তালের পাখার কদর বাড়ছে হারিয়ে যাচ্ছে আবহমান বাংলার ঐতিহ্য ধানের ‘গোলাঘর’ কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনে তিনজনকে জরিমানা শেরপুরে ভারতীয় ৫৭০ বোতল মদ জব্দ শ্রীমঙ্গলে আউশ প্রণোদনা পেলেন ৩১৫০ জন কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা পাঁচ কিলোমিটার সড়কে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ অস্ত্র দিয়ে ডাকাত তকমা, জনতার রোষানল থেকে বাঁচালো নৌবাহিনী নড়াইলে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ফুটপাতে বছরের পর বছর দিন কাটে যাদের কক্সবাজার জেলার ১৭ পয়েন্ট অধিক ঝুঁকিপূর্ণ এবার বৃষ্টির প্রবণতা বেশি গ্রীষ্ম কাটবে স্বস্তিতে আ’লীগের সাবেক এমপিসহ গ্রেফতার ১৩ টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ গারো পাহাড়ের সবুজায়ন বেড়েছে বন্য হাতির সংখ্যা অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে
ড. ইউনূসের প্রতি প্রজন্ম একাডেমির আহ্বান

গণঅভ্যুত্থানের ফসল লুটেরা যেন ধ্বংস করতে না পারে

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ১১:১৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ১১:১৮:০৩ অপরাহ্ন
গণঅভ্যুত্থানের ফসল লুটেরা যেন ধ্বংস করতে না পারে
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা দেশব্যাপী যে নৈরাজ্যিক পরিস্থিতি তৈরি করেছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। গতকাল শনিবার বেলা ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে প্রজন্ম একাডেমির উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর . মুহাম্মদ ইউনূসকে অভিবাদন/বর্তমান সংকটময় মুহূর্তে নতুন সরকারের কাছে জাতির প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় আহ্বান জানান।
সাইফুল হক বলেন পরিস্থিতির সুযোগ নিয়ে মতলববাজ কোন মহল যাতে সরকারি বেসরকারি কোন স্থাপনায় হামলা, ভাঙ্গচুর লুটপাট করতে না পারে সে ব্যপারে সবাইকে সতর্ক পাহারা বসাতে হবে। বিদ্যমান পরিস্থিতিতে প্রতিশোধাত্বক কোন ৎপরতায় লিপ্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য স্বশস্ত্র বাহিনি জনগণের প্রতি আহ্বান জানান। পরিস্থিতির সুযোগ নিয়ে এই নৈরাজ্য চলতে দিলে ছাত্র জনতার বিজয় নানাদিক থেকে প্রশ্নবিদ্ধ হবে। তিনি জনগণকে ধৈর্য নিয়ে ঐক্যবদ্ধ থাকতেও উদাত্ত আহ্বান জানান। তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর . মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে দেশকে একটি স্বাভাবিক পরিস্থিতির মধ্যে ফিরিয়ে আনবো। দেশে অনেক কিছু এখন সংস্কারের প্রয়োজন। সেই সংস্কার শেষ করে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিলে জাতির ১৬ বছরের অভিশাপ মুক্ত হবে।
বক্তারা বলেন, দেশের গভীর সংকটময় মুহূর্তে দেশরক্ষায় প্রফেসর . মুহাম্মদ ইউনূস সহ যারা শপথ নিলেন জাতি তাদের কাছে অনেক প্রত্যাশা করেন। নতুন সরকার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে দুর্নীতিমুক্ত এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সক্ষম হবে। বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে স্বৈরাচার পতনে এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে খ্যাত এই আন্দোলনে আমাদের বীর ছাত্র সমাজসহ যে বীর জনতা বীরোচিত ভূমিকা রাখেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান, গণঅভ্যুত্থানে দেশে-বিদেশে যে যেখানে অবদান রেখেছে তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে। মনে রাখতে হবে লুটেরারা এখনও ৎপর। কোন অবস্থায় গণঅভ্যুত্থানের ফসল লুটেরা যেন ধ্বংস করতে না পারে এবং এই মরণপণ সংগ্রামের অগণণ বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে কালাম ফয়েজী বলেন আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস পেয়েছি। এখন প্রয়োজন দ্বিতীয় মুক্তিযুদ্ধের ইতিহাস রচনার। যারা এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে তাদের সর্বোচ্চ সম্মান জানাতে হবে এবং তাদের পরিবারকে ভাতার আওতায় আনতে হবে। এই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং সম্মুখ লড়াইয়ে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান। সংগঠনের নেতৃবৃন্দ  প্রফেসর ইউনূস এর সঙ্গে সকল দূর্যোগ দুঃসময়ে পাশে থাকার ইচ্ছা  ব্যক্ত করেন।
প্রজন্ম একাডেমি সভাপতি লেখক গবেষক কালাম ফয়েজীর সভাপতিত্বে এবং একাডেমি সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূর আহমেদ, অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূইয়া প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স