ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার পর থানায় বৃদ্ধ বাবার আত্মসমর্পণ বৈশাখের প্রচণ্ড তাপদাহে সুজানগরে তালের পাখার কদর বাড়ছে হারিয়ে যাচ্ছে আবহমান বাংলার ঐতিহ্য ধানের ‘গোলাঘর’ কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনে তিনজনকে জরিমানা শেরপুরে ভারতীয় ৫৭০ বোতল মদ জব্দ শ্রীমঙ্গলে আউশ প্রণোদনা পেলেন ৩১৫০ জন কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা পাঁচ কিলোমিটার সড়কে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ অস্ত্র দিয়ে ডাকাত তকমা, জনতার রোষানল থেকে বাঁচালো নৌবাহিনী নড়াইলে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ফুটপাতে বছরের পর বছর দিন কাটে যাদের কক্সবাজার জেলার ১৭ পয়েন্ট অধিক ঝুঁকিপূর্ণ এবার বৃষ্টির প্রবণতা বেশি গ্রীষ্ম কাটবে স্বস্তিতে আ’লীগের সাবেক এমপিসহ গ্রেফতার ১৩ টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ গারো পাহাড়ের সবুজায়ন বেড়েছে বন্য হাতির সংখ্যা অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে

সীমান্তে পিঠ দেখাবেন না, বিজিবির উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৪ ০২:৪৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৪ ০২:৪৫:০৯ অপরাহ্ন
সীমান্তে পিঠ দেখাবেন না, বিজিবির উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশের সীমান্তে ঢুকে মানুষ মারলেও পতাকা বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে, এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেই দিন শেষ হয়ে গেছে
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিজিবির মতো একটা ফোর্সকে (বাহিনী) পিঠ দেখাতে বলেছে সীমান্তেসীমান্তে আমাদের লোক মারে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়আমি বলেছি যে পিঠ দেখাবেন নাএনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে আহত বিজিবি সদস্যদের দেখতে গতকাল মঙ্গলবার দুপুরে পিলখানায় বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টাতাদের খোঁজখবর নেয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন
এদিকে গত রোববার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেনবাংলাদেশের সংবাদমাধ্যমগুলো গতকাল এ খবর প্রকাশ করেছে
পিলখানায় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমাদের সীমানার মধ্যে ঢুকে মারে, আর আমরা বলি, পতাকা বৈঠক করেছে, সব ঠিক হয়ে গেছে বা আমি জানি নাদ্যাট ডেজ আর ওভার (সেসব দিন শেষ হয়ে গেছে)
দেশের বিভিন্ন বাহিনীকে দানব বানানো হয়েছে উল্লেখ করে এম সাখাওয়াত হোসেন বলেন, ১৫ বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছেযারা বানিয়েছে তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়া হবেতারা কত লোক মেরেছেপ্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছেএগুলো ন্যাশনাল ফোর্স (বাহিনী), কারও পারসোনাল (ব্যক্তিগত) ফোর্স নয়
পুলিশ বাহিনী প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ খুবই অনুতপ্তএখানে (পিলখানা) আসার সময়ও দেখলাম, পুলিশের সঙ্গে ছাত্ররা কাজ করছেপুলিশ খুবই অনুতপ্তপুলিশকে দানব বানানো হয়েছেযারা এটি করেছে তাদের আমরা ভুলে যাব নাঅবশ্যই বিচার করা হবে
তিনি বলেন, একটু সবুর করেন, কতগুলো প্রক্রিয়া আছেসরকারি অ্যাকশন (ব্যবস্থা) নিতে গেলে অনেকগুলো প্রসেস (প্রক্রিয়া) আছেযেগুলো টপাটপ করা যায় নাসুতরাং ধৈর্য ধরতে হবে
গত সোমবার দেয়া নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসেযদি আমি এমন কোনো কথা বলে থাকি, যেটা ভুল বুঝেছেন, সেটার জন্য আমি দুঃখিত
১৫ আগস্ট নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নিআজ বিকেলে আমরা বসব, সেখানে আলোচনা হবেসেদিনের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবপুলিশ থাকবে, বিজিবি-র?্যাব থাকবেহয়তো সেনাবাহিনীও থাকবে
ছাত্রদের উদ্দেশে এম সাখাওয়াত হোসেন বলেন, তোমাদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে নাএই আন্দোলনের তো ইমেজ (ভাবমূর্তি) আছেআর পুলিশ তো অনুতপ্তআরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছুর একটা প্রসেস (প্রক্রিয়া) আছেআমি লিস্ট (তালিকা) করছিযাদের অন্যায়ভাবে বের করা হয়েছে, আবার যারা এরমধ্যেই ছিল না আপনারা যাদের কথা বলছেন, সেটা আমরা দেখবতবে আমরা খুঁজছি, বের করার চেষ্টা করছি হুকুমের আসামিদের
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের কথা বলা হচ্ছে, তাদের সবার লিস্ট (তালিকা) আমাদের কাছে আছেদু-এক দিনের মধ্যে আপনারা অ্যাকশন (ব্যবস্থা) দেখবেন
অস্ত্র জমা দেয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অস্ত্র ফেরৎ দিতে বলেছিযদি জমা না দিয়ে ধরা পড়েন, তাহলে দুই রকমের শাস্তি পাবেননিষিদ্ধ অস্ত্র ছিনতাই এবং নিষিদ্ধ অস্ত্র পাওয়ার অভিযোগে অভিযুক্ত হবেনসুতরাং নিজেরা ভয়ে আসতে না পারলে অন্য কাউকে দিয়ে জমা দেন
পুলিশের পোশাক প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যত দ্রুত সম্ভব ইউনিফর্ম চেঞ্জ (পোশাক পরিবর্তন) করতে চাইতিনি বলেন, ভবিষ্যতে যেন মানবিক পুলিশ হয়, সেজন্য আমরা পুলিশ কমিশন গঠনের চিন্তা-ভাবনা করছি
প্রসঙ্গত, সাম্প্রতিক ঘটনায় বিজিবির তিন সদস্য নিহত ও ১৩০ জন আহত হয়েছেনস্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি হাসপাতালে গেলে তার সঙ্গে ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স