ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তীব্র বিক্ষোভ

মমতাকে হটাতে এক দফা ধর্মঘটের ডাক বিজেপির : কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৪ ০১:৪৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৪ ০১:৪৮:২০ অপরাহ্ন
মমতাকে হটাতে এক দফা ধর্মঘটের ডাক বিজেপির : কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ

জনতা ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছেপশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ও রাজপথে নেমেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষবিবিসি এক প্রতিবেদনে জানায়, পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কলকাতাএই ঘটনার জেরে গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে বিক্ষোভগত বুধবার কলকাতাসহ বিভিন্ন শহরে রাত দখল করোকর্মসূচিতে অংশ নেয় বহু নারী-পুরুষএদিকে উত্তাল পশ্চিমবঙ্গ আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধীরাপাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফাদাবি নিয়ে মাঠে নেমেছে তারাপ্রতিবাদ জানাতে গোটা রাজ্য স্তব্ধ করারডাক দিয়েছেন বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপির শুভেন্দু অধিকারী
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবিতে গতকাল শুক্রবার দুপুরে বিজেপি দুই ঘণ্টা রাস্তা রোকোবা অবরোধের ডাক দেয়মূলত প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছিল বিজেপির নেতাকর্মীরাবিক্ষোভরত বিজেপির এসব নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছেগতকাল শুক্রবার সিজিও কমপ্লেক্সের বাইরে এ ঘটনা ঘটেওই সময় বিজেপির একাধিক কর্মীকে গ্রেফতার করে পুলিশএছাড়া সমাজবাদী ইউনিটি সেন্টার অব ইন্ডিয়ার (এসইউসিআই) সঙ্গে হাজরায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছেতারাও চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধ বিক্ষোভ করছিলএদিকে গতকাল শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার মোমবাতি মিছিল করা হয়অন্যদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছিলো এসইউসিআইগতকাল শুক্রবার সকাল ৬টা থেকে তাদের এই বন্ধ চলেছেমুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এসইউসিআইর ধর্মঘটকেও সমর্থন দিয়েছেন শুভেন্দু অধিকারীদফা এক, দাবি এক, সবাইকে বলব কাল স্তব্ধ করে দিন বাংলা’, আওয়াজ তোলেন বিরোধী দলনেতাএদিকে এসইউসিআইর বন্ধের ডাক নিয়ে নির্দেশিকা জারি করেছে নবান্নগতকাল শুক্রবার সরকারি কর্মচারীরা অফিসে না এলে একদিনের বেতন কাটা যাবেবলে স্পষ্ট করা হয়েছিলো নির্দেশিকায়আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া তাণ্ডবের প্রতিবাদ করে শুভেন্দু বলেন, ‘দফা এক, দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগআমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলব, স্তব্ধ করুন বাংলাবন্ধ ডেকে করুন, যেভাবে পারেন করুনসবাই মিলে করুন, স্তব্ধ করুন পশ্চিমবঙ্গএর জবাবে পাল্টা কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতার মন্তব্য, ‘আমাদের বাংলায় ধর্মঘট হয় নাকারণ আমাদের ধর্মঘট বন্ধ করা আছেযে ধর্মঘটে অংশ নেবে সে নিজেরটা নিজে বুঝে নেবেকিন্তু আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতেবাংলাকে অচল করে দেয়ার পরিকল্পনা করে, সন্ত্রাস করার একটা পরিকল্পনা চলছে বাম আর রামের
এদিকে কলকাতার চিকিৎসককে নৃসংসভাবে হত্যার এ ঘটনায় ভারতের বিভিন্ন অঞ্চলের চিকিৎসকরা বিভিন্নভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেনএ কারণে রাজস্থানের চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটেছেসাওয়াই মান সিং হসপিটাল মেডিকেল কলেজের চিকিৎসকরা পুরোপুরি কর্মবিরতি পালন করছেনএছাড়া অন্যান্য হাসপাতালের চিকিৎসকরা র‌্যালি করার পরিকল্পনা করছেনপাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সের চিকিৎসকরা জানিয়েছেন যতদিন পর্যন্ত কলকাতার ওই নারী চিকিৎসকের হত্যাকাণ্ডের বিচার না হচ্ছে ততদিন তারা কাজে ফিরবেন নাএই হাসপাতালটির জরুরি বিভাগও বন্ধ করে দেয়া হয়েছেএদিকে কলকাতার পুলিশ জানিয়েছে আরজি কর মেডিকেল কলেজে পরশু রাতে যারা ভাঙচুর চালিয়েছিল তাদের মধ্যে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছেগ্রেফতারকৃতদের ২২ আগস্ট পর্যন্ত পুলিশি রিমান্ডেও নেয়া হয়েছেগত বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গে রাত দখল করোকর্মসূচি পালন করা হয়ওইদিন রাতে আরজি কর হাসপাতালে হামলা চালায় একদল দুর্বৃত্তএসব দুর্বৃত্ত হাসপাতালটির নার্সিং স্টেশন, মেডিসিন স্টোর এবং বহির্বিভাগের একটি অংশে ভাঙচুর চালায়কলকাতাসহ বিভিন্ন শহরে নারী নেত্রী রিমঝিম সিনহা রাত দখল করোকর্মসূচির ডাক দেনএ সময় শুধু কলকাতা নয় ভারতের দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই ও পুনের মতো শহরেও ছোট ছোট বিক্ষোভে অংশ নেয় সাধারণ জনগণআরজি কর হাসপাতালে শান্তিপূর্ণ বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ এবং অজ্ঞাতএক দল ব্যক্তিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেএ সময় হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালানো হয়উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়েপুলিশের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়কিছু বহিরাগতরা সেখানে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ওই মেডিকেল কলেজের এক শিক্ষার্থীশহরের বিভিন্ন অংশে নারীদের এ কর্মসূচির সাথে একাত্মতা জানাতে যোগ দেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষদৃঢ়তার সাথে প্রতিবাদী চিহ্ন নিয়ে মিছিল করেন তারা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ