ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
মুক্তেশ্বরী নদীতে প্রবাহ

জলাবদ্ধতার অভিশাপ মুক্ত বিল হরিণার ফসলি জমি

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৪ ১০:৫২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৪ ১২:২১:৫৮ পূর্বাহ্ন
জলাবদ্ধতার অভিশাপ মুক্ত বিল হরিণার ফসলি জমি

যশোর থেকে শেখ দিনু আহমেদ
অবশেষে যশোর সদরের চাঁচড়া ইউনিয়নের ভাঁতুড়িয়া-নারায়ণপুর মুক্তেশ^রী নদীতে প্রবাহ শুরু হয়েছেদীর্ঘ ৩০ বছর ধরে একটি প্রভাবশালী মহল মুক্তেশ্বরী নদী ও কাঁচিকাটা খালের সংযোগস্থল মাটি ভরাট করে জবর-দখল করে রাখায় নদীর পানি প্রবাহ বন্ধ হয়ে যায়ফলে হরিণাসহ পাশর্^বর্তী ১০টি বিলের হাজার হাজার একর জমিতে স্থায়ী জলবদ্ধতা দেখা দেয়সম্প্রতি চাঁচড়া ইউনিয়নের ৪ গ্রামের মানুষ একত্রিত হয়ে মুক্তেশ^রী নদীর খনন কাজ শুরু করেনকাজেই মুক্তেশ^রী নদী দিয়ে হরিণাসহ পাশর্^বর্তী বিলের পানি দ্রুত বেরিয়ে যাচ্ছেজমি থেকে পানি বেরিয়ে যাওয়ার কারণে এবার হাজার হাজার একর জমিতে আশানুরুপ ফসল ফলানোর স্বপ্ন দেখছেন এলাকার কৃষকরা
সরেজমিন ঘটনাস্থলে যেয়ে জানা গেছে, দীর্ঘ ৩০ বছর ধরে এলাকার একটি প্রভাবশালী মহল মুক্তেশ^রী নদীর দুই মাথা ও কাঁচিকাটা খালের সংযোগস্থল মাটি ভরাট করে দখল করে রেখেছিলফলে হরিণাসহ আশপাশের ১০টি বিলের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল নাকাজেই হরিণাসহ অন্যান্য বিলে সারা বছর স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়সে কারণে হাজার হাজার একার জমিতে এলাকার কৃষকরা ফসল ফলাতে ব্যর্থ হয়সম্প্রতি চাঁচড়া ইউনিয়নের ৪ গ্রামের মানুষ একত্রিত হয়ে মুক্তেশ^রী নদী ও কাঁচিকাটা খালের সংযোগস্থল খনন শুরু করেনফলে হরিণাসহ পাশর্^বর্তী বিলের পানি দ্রুত এই নদী দিয়ে  নেমে যাচ্ছেএতে করে হরিণাসহ রুপদিয়া, মাহিদিয়া, পাতেল, নতুনহাট মেঘলা, সাড়াপোল সিংহা, খরিচাডাঙ্গা, বাগেরহাট ও রুদ্রপুর বিলের পানি দ্রুত এই নদী দিয়ে নেমে যাওয়ায় এলাকার শত শত কৃষকের মুখে হাঁসি ফুঁটেছেস্থানীয় কৃষক হাশেম আলী, হযরত আলী, তরিকুল ইসলাম, হাফিজুর রহমান, মশিয়ার রহমান ও আরিফ হোসেন জানান, একটি প্রভাবশালী মহল মুক্তেশ^রী নদীর প্রবাহ বন্ধ করে রাখায় হরিণাসহ আশপাশের বিলগুলো স্থায়ী জলাবদ্ধতায় পরিণত হয়কাজেই হাজার হাজার একর জমি সারা বছর পানিতে ডুবে থাকায় ফসল ফলানো সম্ভব হয়নিএখন নদীতে প্রবাহ শুরু হয়েছে এবং বিলের পানি দ্রুত নেমে যাচ্ছেসে কারণে আগামী মৌসুমে আশানুরুপ ফসল ফলানো সম্ভব হবে বলে আমরা মনে করছি
উল্লেখ্য, ১৯৯৫ সালে যশোর সদর সহকারী জজ আদালতে মোস্তফা কামাল নামে এক ব্যক্তি নদীর জমি তার দাবী করে মামলা দায়ের করেনযার মামলা নং- ৪০/৯৫আদালতের বিজ্ঞ বিচারক কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা ও স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে এক রায়ে বলেন, মুক্তেশ^রী নদীর জায়গা সরকারি সম্পত্তি, কাজেই এ নদীর প্রবাহ বন্ধ করা যাবে নাঅথচ বিজ্ঞ আদালতের রায় উপেক্ষা করে প্রভাবশালী মোস্তফা কামাল মুক্তেশ^রী নদীর দুই মাথা এবং কাঁচিকাটা খালের সংযোগস্থল মাটি দিয়ে ভরাট করার কারণে হরিণাসহ ১০টি বিল স্থায়ী জলাবদ্ধতায় পরিণত হয়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য