ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ
দুঃসময়ে দলের কেন্দ্রীয় নেতাদের পাশে পাচ্ছে না, নেই সাংগঠনিক কোনো নির্দেশনা

চরম ক্ষুব্ধ তৃণমূলে আওয়ামী লীগের কর্মীরা

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৪ ১০:৪৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৪ ১০:৪৬:১৩ পূর্বাহ্ন
চরম ক্ষুব্ধ তৃণমূলে আওয়ামী লীগের কর্মীরা
ক্ষমতাচ্যুত হওয়ার পরই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সবাই গাঢাকা দিয়েছেনদলের নেতাকর্মীদের উদ্দেশে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাংগঠনিক কোনো নির্দেশনা দেয়া হচ্ছে নাদুঃসময়ে দলের কেন্দ্রীয় নেতাদের পাশে না পেয়ে ক্ষুব্ধ মাঠ পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীগত এক সপ্তাহে এমন ক্ষোভ জানিয়েছেন অনেকেই
বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলেন, টানা ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায়অথচ ক্ষমতাচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নেতারা সবাই গা ঢাকা দিয়েছেনএতে দলের দুরবস্থার চিত্র প্রকট হয়ে উঠেছেসারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের জান-মালের কোনো নিরাপত্তা নেইএমন পরিস্থিতিতেও কেন্দ্রীয় নেতাদের কোনো খোঁজ পাচ্ছেন না সাধারণ নেতাকর্মীরাকঠিন পরিস্থিতিতে সামনে এগিয়ে এসে নেতাকর্মীদের সাহস জোগানোর মতো একজন নেতাও কি নেই?
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আশ্রয় নিয়েছেন দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাএরপর রাজধানী ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের প্রায় সব জেলা ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং পুড়িয়ে দেয়া হয়নিহত হয়েছেন আওয়ামী লীগের বহু নেতাকর্মীএমন পরিস্থিতিতে দলের কেন্দ্রীয় নেতারা সবাই আত্মগোপনে রয়েছেনক্ষমতায় থাকার সময় দলের পক্ষে সংবাদ সম্মেলন করতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লেগে থাকত, আর এখন দলের পক্ষে কথা বলার একজন নেতাও নেই
আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, দলের কেন্দ্রীয় নেতারা তেমন কেউ বিদেশ যেতে পারেননিসবাই দেশেই আছেনপ্রভাবশালী নেতারা মামলা ও গ্রেফতার আতঙ্কে রয়েছেনতাদের কয়েকজন এরই মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারিতে রয়েছেনএতে তারা ভয়ে গণমাধ্যমে মুখ খুলছেন না, দলের নেতাকর্মীদের সঙ্গেও যোগাযোগ করছেন না
আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কেউ প্রকাশ্যে আসেননিজামায়াত, বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভয়ে তারা মাঠে নামেননিএদিন নেতাদের পক্ষ থেকে গণমাধ্যমে কোনো বিবৃতি বা ভিডিও বার্তাও আসেনি১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কোনো বিবৃতি বা ভিডিও বার্তা না দেয়ায় কেন্দ্রীয় নেতাদের সমালোচনা করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্যতিনি গত বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে লেখেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী একটি দলএই দলে এত এত নেতা, কেউ একটি বিবৃতি বা ভিডিও বার্তা দিতে পারলেন নাঅথচ যে রুহুল কবীর রিজভীকে নিয়ে হাস্যরস করা হতো, তিনি কিন্তু আত্মগোপনে থেকে প্রেস রিলিজ, ভিডিও বার্তা নিয়মিত দিতেনআসলে বেশি চর্বি ভালো নাকিছুটা খরচ করেনলাবণ্য লেখেন, ডিজিটাল বাংলাদেশের সুফল অন্য দল ভোগ করল, আর আপনারা জাতির কাছে নিজেদের দৈন্য প্রকাশ করলেনযারা বিদেশে আত্মগোপনে, তাদের সমস্যা কী? কত কত প্রশ্ন যে আসে মনেআপনাদের জন্য আজ এই পরিণতিআত্মসমালোচনা করেন, নিষ্ঠাবান কর্মীদের সামনে এনে, এই সরকারকে সময় দিয়ে নিজেদের ভুল সংশোধন করেননির্বাচনের নাম মুখে আনবেন নাআর সংঘাত তৈরির উপলক্ষ হবেন নাপ্রভাবশালী নেতাদের বিরুদ্ধে অনেকেই এখন মুখ খুলছেনবিশেষ করে নেতাদের সমালোচনা করে ফেসবুকে অনেকে পোস্ট দিচ্ছেননেতাকর্মীরা তাদের সঙ্গে ঘটা নানা অন্যায়-অবিচারের কথাও প্রকাশ করছেনসাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমানকে সম্প্রতি রাজধানীর সদরঘাট থেকে গ্রেফতার করা হয়এদিন নিজের ফেসবুক আইডি থেকে এ বিষয়ে পোস্ট দেন মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকতিনি লেখেন, সঠিক তথ্য কেউ তুলে ধরেননিচেয়ার চলে যাবে বলে আপনাদের চেয়ার ঠিক রেখে আমাকে চেয়ারবিহীন করেছিলেনচেয়ার তো এখন সদরঘাটে লুটোপুটি খাচ্ছেহায় রে সেলুকাস! এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের একাধিক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা তৃণমূলের কর্মীদের অভিযোগের বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননিতবে একজন নেতা বলেন, নেতাকর্মীদের অভিযোগ তো আর মিথ্যা নয়আমাদের তো দোষত্রুটি আছেইতবে এখন এগুলো বলে নিজেদের মধ্যে বিভক্তির সময় নয়আমরা আসলে প্রস্তুতির জন্য কিছুটা সময় নিচ্ছিঅতীতেও জেল-জুলুম খেটেছিএগুলোর জন্য ভয় পাই নাতবে মাঠে নামার আগে নিজেদের তো কিছুটা আলাপ করে নিতে হবেএখন আমরা কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলাপ চালাচ্ছি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স