ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
সংকটে বিপিসি ডলার সংকটে বিদেশি জ্বালানি সরবরাহকারীদের বকেয়া পরিশোধ করতে পারছে না গত ১৭ আগস্ট পর্যন্ত বকেয়া ৫৫৮ মিলিয়ন ডলার বিদেশি ছয় প্রতিষ্ঠান বিপিসিকে জ্বালানি তেল সরবরাহ করে

জ্বালানি তেল আমদানি বকেয়া ৭ হাজার কোটি টাকা

  • আপলোড সময় : ২০-০৮-২০২৪ ১২:১৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৪ ১২:১৩:৩১ পূর্বাহ্ন
জ্বালানি তেল আমদানি বকেয়া ৭ হাজার কোটি টাকা
চট্টগ্রাম প্রতিনিধি
জ্বালানি তেল নিয়ে আরও ঘণীভূত হচ্ছে শঙ্কাডলার সংকটে বিদেশি জ্বালানি সরবরাহকারীদের বকেয়া পরিশোধ করতে হিমশিম খাচ্ছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)গত ১৭ আগস্ট পর্যন্ত সরবরাহকারীদের বকেয়া ৫৫৮ মিলিয়ন ডলার (১ ডলার সমান ১২৫ টাকা ধরে ৭ হাজার কোটি প্রায়)
অথচ বিপিসির কাছে ২০ হাজার কোটি টাকার বেশি নগদ অর্থ বিভিন্ন তফসিলি ব্যাংকে জমা রয়েছে বলে জানান বিপিসির কর্মকর্তারাআমদানিতে সংকট দেখা দিলে উৎপাদন নিয়ে শঙ্কায় পড়বে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড
বিপিসির তথ্যমতে, বিদেশি ছয় প্রতিষ্ঠান বিপিসিকে জ্বালানি তেল সরবরাহ করেসবচেয়ে বেশি বকেয়া সিঙ্গাপুরভিত্তিক সরবরাহকারী প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডেরগত ১৪ আগস্ট পর্যন্ত বিপিসির কাছে প্রতিষ্ঠানটির পাওনা ২০২ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলারদ্বিতীয় সর্বোচ্চ বকেয়া আইটিএফসির (ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন)প্রতিষ্ঠানটির ঋণের কিস্তির পাওনা বকেয়া পড়েছে ১০৩ মিলিয়ন ডলারতৃতীয় সর্বোচ্চ পাওনাদার ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডপ্রতিষ্ঠানটির কাছে বিপিসির দেনা ৫৯ দশমিক ২৭ মিলিয়ন ডলার

অন্য সরবরাহকারীদের মধ্যে ইন্দোনেশিয়ার পিটি ভূমি ছিয়াক পোছাকো (বিএসপি) প্রায় ৪৭ মিলিয়ন ডলার, ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) প্রায় ৩৪ মিলিয়ন ডলার, আরব আমিরাতের অ্যামিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি (ইনোক) প্রায় ২৮ মিলিয়ন ডলার এবং মালয়েশিয়ান সরবরাহকারী পেটকো ট্রেডিং লাবুয়ান কোম্পানি লিমিটেড (পিটিএলসিএল) পাবে প্রায় ২৩ মিলিয়ন ডলার
বিপিসির সংশ্লিষ্টরা বলছেন, বকেয়ার পরিমাণ বাড়তে থাকায় সরবরাহকারীরা এরই মধ্যে সামনের পার্সেলগুলো পাঠানোর ক্ষেত্রে অনীহা প্রকাশ করছেনঅন্যদিকে আইটিএফসির ঋণের কিস্তি শোধ করা না গেলে ক্রুড অয়েলের সংকট হতে পারেতাতে দেশের একমাত্র রাষ্ট্রীয় পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) প্ল্যান্ট বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছেবিদেশি সরবরাহকারীদের বকেয়া বিলের চাপ সামাল দিতে বিভিন্ন কোম্পানির সঙ্গে ১৪ আগস্ট ভার্চুয়াল সভা করেন বিপিসি চেয়ারম্যান
বিপিসি সূত্রে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত ১ এপ্রিল সোনালী ব্যাংকের ঋণপত্রের বিপরীতে অকটেনের একটি চালান সরবরাহ করে ভিটল এশিয়াওই চালানে অকটেনের মূল্য ২৪ দশমিক ৬৭ মিলিয়ন ডলারনিয়ম অনুযায়ী ২৮ এপ্রিলের মধ্যে মূল্য পরিশোধের কথাকিন্তু গত ২৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত ৬ কিস্তিতে ১১ দশমিক ০১ মিলিয়ন ডলার পরিশোধ করে বিপিসিওই চালানের অবশিষ্ট বকেয়া ১৩ দশমিক ৬৬ মিলিয়ন ডলারওই পার্সেলের বিল পরিশোধের সময় পেরিয়েছে ১০৪ দিন (১৪ আগস্ট পর্যন্ত)
গত ২৯ মে অগ্রণী ব্যাংকের আরেক এলসির বিপরীতে ডিজেলের একটি চালান সরবরাহ করে ভিটল এশিয়াচালানটির জাহাজভাড়াসহ মূল্য ২৫ দশমিক ৩৪ মিলিয়ন ডলারওই চালানের বিল পরিশোধের নির্ধারিত মেয়াদ ছিল ৪ জুলাই পর্যন্তকিন্তু ১৪ আগস্ট পর্যন্ত ওই চালানের কোনো বিল পরিশোধ করতে পারেনি বিপিসি
ওআইসির সদস্য দেশ হিসেবে বাংলাদেশ আইটিএফসির ঋণ সহায়তায় ক্রুড অয়েল আমদানি করেচলতি মাসে বিপিসির কাছে ঋণের কিস্তি বকেয়া পড়েছে ১০৩ মিলিয়ন ডলার, যা পরিশোধ করা না গেলে পরবর্তী ক্রুড অয়েলের চালান আমদানি ব্যাহত হতে পারে বলে জানিয়েছেন বিপিসি সংশ্লিষ্টরা
নাম প্রকাশ না করার শর্তে বিপিসির এক কর্মকর্তা বলেন, বকেয়া আদায়ের জন্য চলতি মাসের প্রথম সপ্তাহে বহির্নোঙরে আসা জাহাজ থেকে জ্বালানি খালাস আটকে দিয়েছিল ভিটল এশিয়া এবং ইনোকজ্বালানি খাত সংশ্লিষ্টদের ভাষায় তাকে ফিন্যান্সিয়াল হল্ট বলা হয়পরে প্রতিষ্ঠান দুটির দেশি লোকাল এজেন্টের সঙ্গে বিল পরিশোধে আশ্বাস দেয়া হলে তারা ফিন্যান্সিয়াল হল্ট তুলে নেনপরে জাহাজ দুটি থেকে জ্বালানি খালাস করা হয়
বিপিসির কর্মকর্তারা বলছেন, ব্যাংকে ডলার সংকটের কারণে বিদেশি সরবরাহকারীদের পেমেন্ট নির্ধারিত সময়ে পরিশোধ করা যাচ্ছে নাবিপিসির মহাব্যবস্থাপক (অর্থ) মণিলাল দাশ বলেন, বর্তমানে ৫৫৮ মিলিয়ন ডলার বকেয়া রয়েছেএর মধ্যে ভিটল এশিয়ার রয়েছে প্রায় ২২০ মিলিয়ন ডলার, আইটিএফসির ঋণের কিস্তি রয়েছে ১০৩ মিলিয়ন ডলারআমাদের পর্যন্ত নগদ অর্থ ব্যাংকে জমা রয়েছেশুধু ডলার সংকটের কারণে বৈদেশিক এলসির অর্থ পরিশোধ বিলম্বিত হচ্ছেআমরা আমাদের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছিআমরা মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলছিযাতে জ্বালানি তেলের বিলের বকেয়া নিয়মিতভাবে পরিশোধ করতে পারি
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা বলেন, আমাদের ইস্টার্ন রিফাইনারি পুরোপুরি ক্রুড অয়েলনির্ভরক্রুড অয়েল আমদানি হয় আইটিএফসির মাধ্যমেএখন ক্রুড অয়েল আমদানি বন্ধ হয়ে গেলে রিফাইনারির প্ল্যান্ট বন্ধ রাখা ছাড়া কোনো উপায় থাকবে না
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ