ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

সোনাইমুড়ীতে বসতবাড়ি ভাঙচুর লুটপাট

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ১২:৪৬:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ১২:৪৬:০৭ পূর্বাহ্ন
সোনাইমুড়ীতে বসতবাড়ি ভাঙচুর লুটপাট
সোনাইমুড়ী প্রতিনিধি
সোনাইমুড়ী উপজেলার ২নং নদনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ শাকতলা গ্রামে আবুল কালামের বসতবাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্গচুর ও লুটপাট করেছে। গত জুলাই ২০২৪ ইং তারিখ হতে বাংলাদেশে কোটা বৈষম্য আন্দোলনে ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের জনগণের গণঅভ্যুদয়ের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশে প্রত্যকটি উপজেলায় ব্যাপক ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই সব অপ্রতিকর ঘটনার মধ্যে আবুল কালাম রায়হান আহমেদর পিতা-মাতার বাড়ি ঘর ভাঙ্গচুর, লুটপাট ও ব্যাপক ক্ষয়-ক্ষতি করে।
গত ১০ আগস্ট ২০২৪ ইং তারিখে সোনাইমুড়ী উপজেলার অন্তগত ২নং নদনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ শাকতলা গ্রামে আবুল কালামের বসতবাড়িতে ও হামলা চালানো হয়। দুর্বৃত্তদের হামলায় রায়হান আহমোদের পিতার ঘরের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এই সময় সন্ত্রাসীদের হাতে থাকা দেশীয় অস্ত্র ও লাঠি সোঠা দিয়ে এলোপাতাড়ী হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্গচুর করে। সন্ত্রাসীরা অধীকাংশ হচ্ছে রায়হান আহমেদের পূর্ব পরিচিত শত্রু। কারণ রায়হান আহমেদ দেশে থাকায় অবস্থায় এলডিপির রাজনীতির সাথে জড়িত ছিল। গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখের পর থেকে দফা-দফা দেশে বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। এই হামলাকারীদের মধ্যে দেশের ছোট রাজনৈতিক দলগুলোর (এলডিপি ও বাসদ) সমর্থকদের বাড়ি-ঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তার মধ্যে আমেরিকা প্রবাসী রায়হান আহমেদের পরিবারের উপর হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্গচুর করে। গত ১০ আগস্ট হামলার পর থেকে রায়হান আহমেদের পিতা-মাতা, ছোট বোন ও এক প্রতিবন্ধী ভাইকে নিয়ে আত্মগোপনে চলে গেছেন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় আমেরিকা প্রবাসী রায়হান আহমেদ গ্রামের বাড়ি সোনাইমুড়ীতে আসতে ভয় পাচ্ছেন। দেশে ফিরে আসলে তার উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য