ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
খুঁটির জোর কোথায়

অপ্রতিরোধ্য গতিতে প্রতারণা চালিয়ে যাচ্ছেন অর্ণব

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৪ ১২:০৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৪ ১২:০৭:০৫ পূর্বাহ্ন
অপ্রতিরোধ্য গতিতে প্রতারণা চালিয়ে যাচ্ছেন অর্ণব অপ্রতিরোধ্য গতিতে প্রতারণা
স্টাফ রিপোর্টার
দিনাজপুরে ধর্ষণ মামলার আসামী রাহমাতুর রাফসান অর্ণব এখন নতুন  করে প্রতারণায় মেতে উঠেছেন খোদ রাজধানীতেমাদক ব্যবসাতেও ছুটে চলছেন দুরন্ত গতিতেউঠতি বয়সী তরুণীরা তার প্রেমের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে এবং ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে দিনাজপুর ও রাজধানীতে একাধিক মামলা করেছেন ক্ষতিগ্রস্ত অনেক তরুণী প্রেমের ফাঁদে তরুণীদের  সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে পরবর্তীতে ব্ল্যাকমেইলিং করে দ্ইু নম্বরি পথে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন এই প্রতারকএছাড়া মাদক ব্যবসা, চাকরি দেয়া ও বিদেশে লোক পাঠানোর নামে সহজ-সরল মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে উত্তরবঙ্গের টাউটহিসেবে পরিচিত এই প্রতারকের বিরুদ্ধেতার প্রতারণার খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে অনেক সাধারণ মানুষ বর্তমানে পথে  বসেছে
বাবা পুলিশের ইন্সপেক্টর হলেও সে নিজেকে ডিআইজি মামুনের ছেলে পরিচয়ে এই প্রতারক নিরীহ মানুষদের রীতিমতো হয়রানি করে চলছেভুয়া পরিচয়ে পুলিশী শক্তির অপব্যবহার করে নানা কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্ণব তার প্রতারণা চালিয়ে গেলেও পুলিশ রহস্যজনক কারণে নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছেডিআইজি মামুনের পরিচয় দিয়ে ইন্সপেক্টরের ছেলে প্রতারক অর্ণব অবৈধকাজে পুলিশের  স্টিকারসহ গাড়ি ব্যবহার, পুলিশ অফিসারের ক্যাপ ব্যবহারসহ নানা অনিয়ম করে বেড়ালেও এই ব্যাপারে পুলিশের নীরব ভূমিকা নানা প্রশ্নের জন্ম দিয়েছেনাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, পুলিশের ডিআইজির ছেলের ভুয়া পরিচয়ে প্রভাব খাটিয়ে পুলিশের ভ্যান ব্যবহার করে ও ডিএমপির স্টিকার লাগিয়ে ও হুডার ব্যবহার করে অর্ণব নামের এই দুর্ধর্ষ অপরাধী কক্সবাজার থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য সারাদেশে ছড়িয়ে দেয়এই কাজে তার সহযোগী হিসেবে একাধিক পুলিশ কর্মকর্তা জড়িত আছে বলে জানা গেছেঅর্ণব তার বাবাকে পুলিশের ডিআইজি হিসেবে পরিচয় দিলেও খোঁজ নিয়ে জানা গেছে তার বাবা জাহিদ আদৌ পুলিশের ডিআইজি নয় বরং পুলিশের একজন ইন্সপেক্টরখোঁজ নিয়ে জানা যায়, ডিআইজি মামুন নামে কোন ডিআইজি নেইএর আগে দিনাজপুর শহরে লিগেসি নামের একটি চায়নিজ রেস্টুরেন্টের আড়ালে তরুণীদের ব্ল্যাকমেইলিং করে অর্থ আদায় ও ধর্ষণ মামলায় একাধিকবার জেল খেটেছেন অর্ণবনিজ শহর সিরাজগঞ্জের নিরীহ মানুষের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে দিনাজপুর শহরে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন এই প্রতারককিন্তু গ্রাম্য প্রবাদ ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’-এর মতো অর্ণব তার অপকর্ম ও প্রতারণা দিনাজপুরেও চালিয়ে যানএক্ষেত্রে রেস্টুরেন্ট ব্যবসাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেনতার লিগেসি রেস্টুরেন্টের নিয়মিত গ্রাহক এক তরুণীর সঙ্গে প্রেমের ফাঁদে প্রতারণা করে ধর্ষণের অভিযোগে দিনাজপুর সদর থানায় গ্রেফতার হয়ে জেলও খাটেন প্রতারক অর্ণববাবা পুলিশের কর্মকর্তা হওয়ার সুবাদে বিশেষ সুবিধা পেয়ে ধর্ষণ মামলা থেকে জামিনে মুক্তি পানদিনাজপুরে তার মুখোশ উন্মোচন হওয়াতে উত্তরবঙ্গের টাউটখ্যাত এই প্রতারক নতুন করে রাজধানীতে তার প্রতারণার জাল ছড়িয়ে দেনএছাড়া তার নিজের প্রতিষ্ঠানসহ বিভিন্ন  কোম্পানীতে চাকরি দেয়ার নামে উঠতি বয়সী বিভিন্ন তরুণীর সর্বনাশ করার পাশাপাশি বিদেশ পাঠানোর কথা বলে অনেক নিরীহ মানুষকে সর্বস্বান্ত করেছেন এই অপরাধী।  নিয়মিত প্রতারণার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন শিল্পপতি ও ধনাঢ্য ব্যক্তির মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে  ধর্ষণ করে ও সুকৌশলে সেসব ভিডিও করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়এরমধ্যে এক শিল্পপতির তথাকথিত মেয়ে জান্নাতুল ফেরদৌস ইভার কাছ থেকে আড়াই কোটি টাকা ও দুইটি গাড়ি হাতিয়ে নেয় সেসুত্র জানায় অর্ণবের লিগেসি রেস্টুরেন্ট প্রতিষ্ঠার পেছনেও অনেক নিরীহ মানুষের হাহাকার জড়িয়ে আছেমূলত দিনাজপুরে রেস্টুরেন্ট প্রতিষ্ঠার পর তার অপকর্ম ও প্রতারণা বিস্তৃত হতে থাকেঅপকর্ম ও ব্ল্যাকমেইলিং চালিয়ে যাওয়ার মধ্যেই ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়ার পর তার প্রতারণার আদ্যোপান্ত বেরিয়ে আসে কেঁচো খুঁড়তে অজগরের মতো
বর্তমানে রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেলে উঠতি বয়সী তরুণীদের নিয়ে রাত কাটানোর পাশাপাশি ঢাকার অভিজাত ক্লাবে মদ ও নারী নিয়ে ফূর্তিতে মেতে উঠে বলেও জানিয়েছে একাধিক অসমর্থিত সূত্রনাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক তরুণী জানান, প্রেমের ফাঁদে ফেলে ভিডিওকলে নানা ধরনের আপত্তিকর ছবির স্ক্রিনশট রেখে ব্ল্যাকমেইলিং করে বিপুল পরিমাণের অর্থ হাতিয়ে নিয়েছেনগদ ৬০ লক্ষ টাকা, ৫০ ভরি স্বর্ণবাবদ ৩৫ লক্ষ টাকা, টয়োটা প্রিমিও গাড়ি বাবদ ২২ লক্ষ টাকা ও ১০ লক্ষ টাকা বাজার মূল্যের একটি নিশান গাড়ি বাবদ ১০ লক্ষ টাকাসহ ব্ল্যাকমেইলিয়ের মাধ্যমে ভুক্তভোগী এই তরুণীর কাছ থেকে মোট  ১ কোটি ২৭ লক্ষ টাকার মতো অর্থ আত্মসাৎ করে।  এই প্রতারণার প্রেক্ষিতে ২০২২ সালের ৫ এপ্রিল নারী ও শিশু নির্যাতন আইনের ৮ (২) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন তৎসহ ৯( ১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনী ২০০৩ এর নারী ও শিশু নির্যাতন আইনের ধারায়  মামলা করে ভুক্তভোগী ওই নারীপুলিশ ইন্সপেক্টর বাবাকে ডিআইজি পরিচয় দিয়ে ওই মামলা থেকে বিশেষ সুবিধা নিয়ে জামিনে মুক্ত হয়ে রাজধানীতে এসে নতুন করে প্রতারণার জাল বিছায় এই প্রতারকঅন্যদিকে অনামিকা  নামে রাজধানীর মালিবাগের এক তরুণীকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন করে ও বিশেষ মুহুর্তের ছবি তুলে তার কাছ থেকে দশ লাখ টাকা নিয়ে চম্পট  দেয় এই প্রতারকএছাড়া পুরান ঢাকার শারমীন আক্তার মৌ ও তানজীলা খন্দকার নামের আরো দুই তরুণীকে ব্ল্যাকমেইলিং করেও তাদের দুজনের কাছ থেকে প্রায় অর্ধশত কোটি টাকা হাতিয়ে নিয়েছেনভুক্তভোগীরা এই প্রতিবেদকের কাছে আক্ষেপ প্রকাশে করে বলেন, আমরা প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি চাইএছাড়া রাজনৈতিক প্রভাব ও বিভিন্ন এমপি মন্ত্রীর নাম ভাঙ্গিয়েও সে তার প্রতারণা অব্যাহত রেখেছেশুধু তাই নয় বাবার প্রভাব খাটিয়ে পুলিশের কাজে ব্যবহৃত সরকারি গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়েও চলাফেরা করে এই অপরাধীএর সচিত্র প্রমাণ আমাদের প্রতিবেদকের হাতে রয়েছে।  এই বিষয়ে পুলিশের বিভিন্ন স্তরে দিনে দিনে নানা ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছেপুলিশ ইন্সপেক্টর বাবা জাহিদকে ডিআইজি পরিচয় দিয়ে একের পর এক অপকর্ম করে বেড়ালেও এব্যাপারে নির্বিকার পুলিশ ইন্সপেক্টর  জাহিদ।  এ বিষয়ে জানার জন্য পুলিশ ইন্সপেক্টর জাহিদের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অপরাধী সন্তানের কূকর্ম ঢাকতে এই প্রতিবেদকের ফোন রিসিভ করেননিএ বিষয়ে জানার জন্য অভিযুক্ত রাহমাতুর রাফসান অর্ণব ফোনে কল দেয়ার পরে সাংবাদিক পরিচয় শুনেই সে ফোন কেটে দেয়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ