ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে জয়ার নতুন সিনেমা সবাইকে কেন সতর্ক করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান? আবারও রায়হান রাফী ও তমা মির্জার প্রেমে ভাঙন বিএনপির ভরসার কেন্দ্রবিন্দুতে আপসহীন খালেদা জিয়া ডেঙ্গু আতঙ্কে নগরবাসী জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে : নাহিদ ইসলাম বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে ২ জন নিহত ডিএসসিসির পরিবহন ব্যবস্থাপনায় ২ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রানওয়েতে স্কুলের পারমিশন যারা দিয়েছে তাদের ধরতে হবে-স্বাস্থ্য উপদেষ্টা একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল দেশকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান-ফখরুল রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির
১০ দফা দাবি

​সিএনজি অটোরিকশা চালকদের বিক্ষোভ

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৪ ১০:১১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৪ ১০:১১:০৫ পূর্বাহ্ন
​সিএনজি অটোরিকশা চালকদের বিক্ষোভ
ঢাকা এখন দাবি-দাওয়া আদায়ের শহরে পরিণত হয়েছে। এবার সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা ৫০০ টাকা করাসহ ১০ দফা দাবি আদায়ে বিআরটিএ’র প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন চালকরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীতে অবস্থিত বিআরটিএ’র প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শ্রমিক সংগঠন ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা (সিএনজি) ড্রাইভার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। অবস্থান কর্মসূচি থেকে চালকরা দুনিয়ার মজদুর এক হও, আমাদের দাবি মানতে হবে, যুক্তিযোগ্য ভাড়া নির্ধারণ করতে হবে এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। সিএনজিচালকরা জানান, বর্তমানে সিএনজি অটোরিকশার মালিককে দৈনিক ভাড়া দিতে হয় ১ হাজার ৭০০ টাকা। হাফ ভাড়া নেয় ৯০০ টাকা। মালিকরা আবারও জমা বাড়ানোর পাঁয়তারা করছেন, সেটা বন্ধ করতে হবে। সিএনজি অটোরিকশার দৈনিক ভাড়া ৫০০ টাকাসহ ১০ দফা দাবি জানান তারা। চালকরা বলেন, ২০১৫ সাল থেকে চালকদের ওপর মালিক সমিতি নির্যাতন করছে। ঢাকায় পাঁচ হাজার গাড়ি ও চট্টগ্রামে চার হাজার গাড়িচালকদের মধ্যে বিতরণ করলে চালকরা মালিক সমিতির নির্যাতন থেকে মুক্তি পাবেন। সবুর আলী নামে এক চালক বলেন, সরকার নির্ধারিত দৈনিক জমা ৭০০ টাকার বদলে মালিকরা এক শিফটে ৯০০ টাকা থেকে ১১৫০ টাকা নিচ্ছেন এবং দুই শিফটে ১৭০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত জমা আদায় করছেন। এমনকি মালিক সমিতি ২০২২ সালের ২৩ মে থেকে আবারও জমা বাড়ানোর পাঁয়তারা করে আসছে। চালকদের কাছ থেকে এই অতিরিক্ত জমা আদায় বন্ধ করতে হবে। মালিক সমিতি থেকে চালকদের জমা আদায়ের রশিদ দিতে হবে। আমাদের প্রধান দাবি সরকার নির্ধারিত দৈনিক জমা ৭০০ টাকা করতে হবে। আরেক চালক শাহাবুদ্দিন বলেন, রাজধানীতে অনুমোদিত সিএনজি অটোরিকশা আছে সাড়ে ১২ হাজার। অথচ ঢাকার সিএনজি চলে প্রায় ৩০ হাজার। অবৈধ সিএনজি চলার কারণে অবৈধভাবে ভাড়া আদায় করেন মালিকরা। আর আমরাও মিটারে চলতে পারি না। আরেক সিএনজি অটোরিকশা চালক সুজন মিয়া বলেন, ঢাকায় প্রায় এক হাজার সিএনজি মালিকের কাছে প্রায় এক লাখ সিএনজি চালক ও এক কোটি যাত্রী জিম্মি। যাত্রীদের ধারণা, সিএনজি চালকরা যাত্রীদের ওপর জুলুম করেন। কিন্তু চালকরা কতটা অসহায় সে কথা কখনও কেউ জানেই না, শোনেও না। নিয়োগপত্র না থাকায় চালকরা বছরে তিন-চারবার বেকার হন। আমরা এসবের একটি স্থায়ী সমাধান চাই। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিষয়গুলোর দিকে একটু নজর দিক।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য