ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় জমা পড়লো দেড় মিলিয়ন আবেদন

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৪ ০৮:১৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৪ ০৮:১৭:৫২ অপরাহ্ন
স্পোটর্স ডেস্ক
বধিত কলেবরের নতুন ফর্মেটের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র ফরাসি শহর মোনাকোতে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী এবার শুরুতেই মুখোমুখি হচ্ছে বেশ কিছু হেভিওয়েট দল, যার মধ্যে অন্যতম গত আসরের ফাইনালের দুই প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। ৩৬ ক্লাবের নতুন ফর্মেট অনুযায়ী প্রতিটি দল ভিন্ন আটটি প্রতিপক্ষের বিপক্ষে গ্রুপ পর্বের পরিবর্তে সিঙ্গেল লিগ পদ্ধতিতে আটটি ম্যাচ খেলবে। রেকর্ড ১৫ বারের বিজয়ী মাদ্রিদ ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে ভিড়িয়ে নিজেদের আরো শক্তিশালী করেছে। প্রথম পর্বে তাদের অন্য প্রতিপক্ষ হলো লিভারপুল, এসি মিলান ও আটালান্টা। এ মাসের শুরুতে ওয়ারস’তে উয়েফা সুপার কাপে ইউরোপা লিগ বিজয়ী আটালান্টাকে পরাজিত করে মাদ্রিদ শিরোপা জয় করেছে। এক মৌসুম পর আবারো চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসা লিভারপুলের প্রতিপক্ষ মিলান ও টুর্নামেন্টে প্রথমবারের মত খেলতে আসা লা লিগার বিস্ময় দল জিরোনা।  এ ছাড়া সাবেক লিভারপুল মিডফিল্ডার জাভি আলোনসোর অধীনে জার্মান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনের বিপক্ষে মাঠে নামবে অল রেডসরা। লিভারপুল ম্যানেজার আর্নে স্লট ড্র’র পর বলেছেন, ‘এ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটিকে ঘিড়ে সকলের নজড় থাকবে। কারণ মাদ্রিদ বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু একইসাথে অন্য দলগুলোর দিকেও মনোযোগী হতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’ ২০২৩ সালের বিজয়ী পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে ইটালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান ছাড়াও পিএসজি ও জুভেন্টাসের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে খেলবে। তবে তাদের বাকি প্রতিপক্ষ তুলনামূলক সহজ, যাদের মধ্যে রয়েছে ক্লাব ব্রাগ, স্পার্টা প্রাগ ও স্লোভান ব্রাতিসলাভা। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ খেলবে পিএসজি ও বার্সেলোনার বিপক্ষে, আর্সেনালের অন্যতম বড় প্রতিপক্ষ ইন্টার ও পিএসজি। পিএসজির কাতারি সভাপতি নাসির আল-খেলাইফি বলেছেন, ‘সেরা ক্লাবগুলোকে নিয়ে এটা বিশে^র সেরা প্রতিযোগিতা। নতুন ফর্মেটে সবকিছুই কঠিন হয়ে গেছে। এখন সবদিক চিন্তা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’ সনাতনী ৩২টি দলের পরিবর্তে এবারের আসরে ৩৬টি দল অংশ নিচ্ছে। চারটি পটে নয়টি করে দল নিয়ে ড্র অনুষ্ঠিত হয়েছে। অতীতে পুরো ড্র প্রক্রিয়া স্বাভাবিক নিয়মে অনুষ্ঠিত হলেও নতুন ফর্মেট কিছুটা জটিল ও সময়সাপেক্ষ হওয়ায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের দ্বারস্থ হতে হয়েছে উয়েফাকে। প্রতিটি দলের নাম উঠিয়েছেন ইটালিয়ান গোলরক্ষক গিয়ানলুইগি বুফন, প্রতিপক্ষ দলগুলোর নাম কম্পিউটারের সাহায্যে সকলের সামনে প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। প্রতিটি দল চারটি পট থেকে হোম এণ্ড এ্যাওয়ে পদ্ধতিতে দুটি করে ক্লাবের মোকাবেলা করবে। আসরের প্রথম ম্যাচগুলো ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ম্যাচের সংখ্যা বেশী হওয়ায় জানুয়ারিতে প্রথম পর্বের শেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ৩৬ দলের মধ্যে শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলতে যাবে। ৯ম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোর মধ্যে প্লে-অফ রাউন্ডের মাধ্যমে বাকি আট দল নির্ধারিত হবে। নীচের দিকে থাকা বাকি ১২ দল বিদায় নিবে। চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্মেটের পাশাপাশি প্রাইজ মানিও প্রায় ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। টুর্নামেন্টের বিজয়ী দল প্রাইজ মানি হিসেবে ৮৬ মিলিয়ণ ইউরো পকেটে পুড়বে। নতুন মৌসুমের ইউরোপা লিগ ও তৃতীয় টায়ারের কনফারেন্স লিগেও ৩৬টি করে ক্লাব অংশ নিবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য