ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে চারজনকে বদলি-পদায়ন করা হয়েছে। গত বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক অফিস আদেশে তাদের বদলি-পদায়ন করা হয়। মো. আমিরুল ইসলামকে কামরাঙ্গীরচর থানা, মো. মোকাম্মেল হককে রূপনগর থানা, মোহসীন উদ্দিনকে নিউ মার্কেট থানা ও মো. আবদুল আলিমকে ক্যান্টনমেন্ট থানায় অফিসার ইনচার্জ হিসেবে বদলি-পদায়ন করা হয়েছে।
২৭ কর্মকর্তাকে বদলি: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ২৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক আদেশে তাদের বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ১৫ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার এবং ১২ জন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে পাঁচ কর্মকর্তাকে কোনো দায়িত্ব না দিয়ে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ডিএমপির ৪ থানায় নতুন ওসি
- আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ০২:৪০:১৬ অপরাহ্ন
- আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ০২:৪০:১৬ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ