ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির
পরে নিরাপত্তার স্বার্থে বাইপাইল থেকে জামগড়া ও আশুলিয়া রোডের ছোট-বড় অসংখ্য কারখানা একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছে কর্তৃপক্ষ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

  • আপলোড সময় : ০২-০৯-২০২৪ ০৯:৫৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৪ ০১:০০:৪২ পূর্বাহ্ন
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকরা গতকাল মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করলে যানজটের সৃষ্টি হয়
সাভার প্রতিনিধি
ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস প্রদান ও নারী-পুরুষের সমানুপাতিক হারে নিয়োগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিক ও চাকরি প্রত্যাশীরা।
গতকাল সোমবার সকাল ৯টা থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় প্রথমে বিক্ষোভ শুরু করে চাকরি প্রত্যাশীরা। পরে তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
পরে আবার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকার বিভিন্ন কারখানার সামনে জড়ো হওয়া চাকরি প্রার্থীরাও একযোগে বিক্ষোভ করতে থাকে।
বেলা ২টা পর্যন্ত তাদের বিক্ষোভ চলে বলে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম জানান।
এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা জিরানী এলাকার উত্তরা নিটিং ডাইং কারখার মূল ফটকের পাশে অফিস কক্ষে আগুন ধরিয়ে দেয়। উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে অধিকাংশ তৈরি পোশাক কারখানায় একদিনের ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বেশ কিছু ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে জামগড়া এলাকার দি রোজ ড্রেসেস কারখানায় ইটপাটকেল ছুঁড়তে থাকে। পরে তারা আইডিএস কারখানায় ইটপাটকেল ছুঁড়ে চলে যায়।
শ্রমিকদের ভাষ্য, যারা ইটপাটকেল ছুঁড়েছে, তারা শ্রমিক কি-না তা বোঝা যায়নি। তবে তারা চাকরি প্রার্থী হতে পারেন। কারখানায় ইটপাটকেল ছুড়লে সড়কের দুই পাশের অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা হাজিরা বোনাস প্রদান, শ্রমিক ছাঁটাই বন্ধ, পুরুষ শ্রমিক নিয়াগ ও অর্জিত ছুটির টাকাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় আশপাশের কারখানা থেকেও শ্রমিকরা বেরিয়ে আসে।
পরে নিরাপত্তার স্বার্থে বাইপাইল থেকে জামগড়া ও আশুলিয়া রোডের ছোট-বড় অসংখ্য কারখানা একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এর আগে একই দাবিতে গত রোববার নরসিংহপুর এলাকার নাশা গ্রুপের শ্রমিকরা আন্দোলন করলে ওইদিন কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে বলে খায়রুল মামুন জানান।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার বলেন, শ্রমিকরা আন্দোলন করছে চাকরির দাবিতে। পোশাক কারখানায় নারী-পুরুষের সমানুপাতিক হারে নিয়োগের দাবিসহ আরও কয়েকটি দাবি আছে তাদের।
আমরা সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক থেকে শ্রমিকদের সরাতে পেরেছি। তবে নিরাপত্তার স্বার্থে বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স