ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ধর্ষণ মামলার আসামি আবুল হাসান গ্রেফতার কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর সর্দি-জ্বরে জর্জরিত দেশ আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত কিশোরগঞ্জ ভেঙে বাজিতপুরকে জেলায় রূপান্তরের দাবি প্রতিবন্ধী বিদ্যালয় অনুমোদনে চরম অনিয়ম আউটসোর্সিং খাতের নীতিমালা সংশোধনের দাবি চট্টগ্রাম-কক্সবাজার রুটে বদলে যাচ্ছে ট্রেনের সময় কার্যকর ১০ আগস্ট ফেনীতে হাসিনা-নিজাম হাজারীসহ ২২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে নেমে যুবকের মৃত্যু ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে রোগীর সঙ্গে প্রতারণায় আটক ২ ১০ দিনে বাসার দখল নিতে হবে সরকারি চাকরিজীবীদের থানায় ঢুকে ‘মব’ সৃষ্টি : তিনজন কারাগারে গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়-উপদেষ্টা নওগাঁয় হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন নওগাঁ সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশ ইন সংঘবদ্ধ চক্রের হাতে জিম্মি ডেসটিনি সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগ প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করবে : ঢাকা চেম্বার সার কারখানা চালু রাখতে বন্ধ করতে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র
পরে নিরাপত্তার স্বার্থে বাইপাইল থেকে জামগড়া ও আশুলিয়া রোডের ছোট-বড় অসংখ্য কারখানা একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছে কর্তৃপক্ষ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

  • আপলোড সময় : ০২-০৯-২০২৪ ০৯:৫৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৪ ০১:০০:৪২ পূর্বাহ্ন
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকরা গতকাল মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করলে যানজটের সৃষ্টি হয়
সাভার প্রতিনিধি
ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস প্রদান ও নারী-পুরুষের সমানুপাতিক হারে নিয়োগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিক ও চাকরি প্রত্যাশীরা।
গতকাল সোমবার সকাল ৯টা থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় প্রথমে বিক্ষোভ শুরু করে চাকরি প্রত্যাশীরা। পরে তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
পরে আবার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকার বিভিন্ন কারখানার সামনে জড়ো হওয়া চাকরি প্রার্থীরাও একযোগে বিক্ষোভ করতে থাকে।
বেলা ২টা পর্যন্ত তাদের বিক্ষোভ চলে বলে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম জানান।
এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা জিরানী এলাকার উত্তরা নিটিং ডাইং কারখার মূল ফটকের পাশে অফিস কক্ষে আগুন ধরিয়ে দেয়। উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে অধিকাংশ তৈরি পোশাক কারখানায় একদিনের ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বেশ কিছু ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে জামগড়া এলাকার দি রোজ ড্রেসেস কারখানায় ইটপাটকেল ছুঁড়তে থাকে। পরে তারা আইডিএস কারখানায় ইটপাটকেল ছুঁড়ে চলে যায়।
শ্রমিকদের ভাষ্য, যারা ইটপাটকেল ছুঁড়েছে, তারা শ্রমিক কি-না তা বোঝা যায়নি। তবে তারা চাকরি প্রার্থী হতে পারেন। কারখানায় ইটপাটকেল ছুড়লে সড়কের দুই পাশের অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা হাজিরা বোনাস প্রদান, শ্রমিক ছাঁটাই বন্ধ, পুরুষ শ্রমিক নিয়াগ ও অর্জিত ছুটির টাকাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় আশপাশের কারখানা থেকেও শ্রমিকরা বেরিয়ে আসে।
পরে নিরাপত্তার স্বার্থে বাইপাইল থেকে জামগড়া ও আশুলিয়া রোডের ছোট-বড় অসংখ্য কারখানা একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এর আগে একই দাবিতে গত রোববার নরসিংহপুর এলাকার নাশা গ্রুপের শ্রমিকরা আন্দোলন করলে ওইদিন কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে বলে খায়রুল মামুন জানান।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার বলেন, শ্রমিকরা আন্দোলন করছে চাকরির দাবিতে। পোশাক কারখানায় নারী-পুরুষের সমানুপাতিক হারে নিয়োগের দাবিসহ আরও কয়েকটি দাবি আছে তাদের।
আমরা সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক থেকে শ্রমিকদের সরাতে পেরেছি। তবে নিরাপত্তার স্বার্থে বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স