ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
গাজী টায়ারে আগুন

​পোড়া ভবন থেকে ‘হাড়-খুলি’ উদ্ধারের দাবি স্বজনদের

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৪ ১১:৩৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৪ ১১:৩৩:৫৯ পূর্বাহ্ন
​পোড়া ভবন থেকে ‘হাড়-খুলি’ উদ্ধারের দাবি স্বজনদের
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাজী টায়ার কারখানায় আগুনে ক্ষতিগ্রস্ত ছয়তলা ভবনটি থেকে মানুষের পোড়া হাড়গোড় ও মাথার খুলি খুঁজে পাওয়ার দাবি করেছেন স্বজনেরা। মানুষের সেসব দেহাবশেষ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অগ্নিকাণ্ডের সাত দিন পর গত রোববার বিকেলে জেলা প্রশাসনের গণশুনানি শেষে কারখানার ভেতরে ঢুকে পড়েন নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। তাদের অনেকে ক্ষতিগ্রস্ত ভবনটির তৃতীয় তলা পর্যন্ত উঠে যান।
সেখানে তারা মেঝেতে পুড়ে যাওয়া বেশকিছু হাড় ও মাথার খুলি পান। এসব দেহাবশেষ পরে পুলিশের কাছে হস্তান্তর করেন তারা। উদ্ধার করা হাড় ও খুলি পুলিশ সুরতহাল করে ডিএনএ টেস্ট করবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক।
তিনি বলেন, বুয়েটের বিশেষজ্ঞ মতামত হলো ভবনটিতে প্রবেশ করে উদ্ধারকাজ চালানো যাবে না। এজন্য আমরা অপেক্ষা করছি। কারখানার মালিক ভবনটি অপসারণের উদ্যোগ নিলে আমরা তাদের সঙ্গে সমন্বয় করব। তখন ভবনে কোনো দেহাবশেষ আছে কি-না খুঁজে দেখব।
গাজী টায়ার কারখানার মালিক গোলাম দস্তগীর গাজী। তিনি ক্ষমতাচ্যুত মন্ত্রী ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য। ২৫ আগস্ট ভোররাতে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার হন তিনি।
গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় কর্মরত শফিকুল ইসলাম জানান, তাকে গ্রেফতারের পরপরই রূপগঞ্জে বিভিন্ন এলাকা থেকে আনন্দ মিছিল বের হয়। এক পর্যায়ে ২০০ থেকে ২৫০ জনের একটি দল কারখানার ভেতরে ঢুকে শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে গেইট আটকে দেয়। এরপরই লুটপাট শুরু করে। যে যার মত জিনিসপত্র নিয়ে যাচ্ছিল। লুটপাট শেষে সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় ৪০ ঘণ্টা ধরে জ্বলে সেই আগুন।
এ ঘটনায় শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন স্বজনরা। তাদেরই একজন রূপগঞ্জ উপজেলার মৈকুলী গ্রামের বৈদ্যুতিক মিস্ত্রি শাহাদাত হোসেন।
তার বোন সিনথিয়া অন্যান্যদের সঙ্গে ভবনটির তৃতীয় তলায় উঠে যান। সেখানে একটি মানুষের মাথার খুলি পান তিনি; যার অধিকাংশই পুড়ে গেছে। সিনথিয়া বলেন, সবার সঙ্গে আমিও ফ্যাক্টরিতে ঢুইকা যাই। তিনতলায় হাড়গোড় দেখছি অনেক। অনেকেই হাতে করে নিয়া গেছে। আমিও একটা খুলি নিয়া আসছি।
পরে অন্যদের মতো খুলিটি পুলিশের কাছে হস্তান্তর করেন সিনথিয়া।
এদিকে, নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য জানতে রবিবার এক গণশুনানির আয়োজন করে জেলা প্রশাসনের তদন্ত দল। গণশুনানিতে ৭৮টি পরিবার অংশগ্রহণ করেন। নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন স্বজনেরা। তাদের একটি অংশ প্রিয়জনদের খোঁজ পেতে গত রোববার দুপুরে কারখানার বাইরে বিক্ষোভও করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ