ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

আইনশৃঙ্খলা উন্নয়নে পদক্ষেপ নেব : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৪ ১২:১৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৪ ১২:১৬:১৫ পূর্বাহ্ন
আইনশৃঙ্খলা উন্নয়নে পদক্ষেপ নেব : স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, আজকের এই সভাটা ছিল আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা। এখানে আমরা মূলত আলোচনা করেছি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নতি করা যায়- এই ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নেব।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, আপনারা জানেন, আজকে শেষ হয়ে যাচ্ছে বৈধ এবং অবৈধ অস্ত্র জমা দেয়ার শেষ সময়। আজ রাত থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য।
এই ব্যাপারেও আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলো কালেক্ট করতে পারি।
মাদক সম্রাটদের আইনের আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, আমাদের সঙ্গে আলোচনা হয়েছে, মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা, এই মাদকটা আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি। মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি।
এর জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি, যেন এটা নিয়ন্ত্রণের ভেতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে, এজন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি। এবং আমরা আশা করছি, পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে, কোথাও কোনো ধরনের সমস্যা হবে না।
মিয়ানমার সীমান্ত প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমার সীমান্তে একটু সমস্যা আছে- আপনারা জানেন। এই সীমান্ত সমস্যা নিয়েও আজকে আলোচনা হয়েছে।
সেখানে কী পদক্ষেপ নেয়া হচ্ছে, এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম বলেন, আমরা পদক্ষেপ কীভাবে নিচ্ছি, আপনারা অনগ্রাউন্ডে দেখতে পাবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ