ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির

রাজধানীর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৪ ১২:৩২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৪ ১২:৩২:০৬ পূর্বাহ্ন
রাজধানীর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
বর্ষাকাল চলে গেলেও মৌসুমী বায়ুর প্রভাব যেন কাটছেই না। এখন মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে।গত সোমবার দিবাগত মধ্য রাতে ঢাকায় শুরু হওয়া বৃষ্টি চলে গতকাল মঙ্গলবার সকালেও। কোথাও মাঝারি, আবার কোথাও ভারী। আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রায় সারারাত বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফলে সকালে রাস্তায় বেরিয়েই বিপাকে পড়েন রাজধানীবাসী। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে। একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে বৃষ্টির কারণে রিকশাসহ গণপরিবহন কম থাকায় এই ভোগান্তি চরম আকার ধারণ করেছে। তাদের অনেকের অভিযোগ, সুযোগ বুঝে দ্বিগুণ-তিনগুণ ভাড়া হাঁকছেন রিকশাচালকরা। নিরুপায় হয়ে গুণতে হচ্ছে অতিরিক্ত অর্থ। রাজধানীর মোহাম্মদপুর, কল্যাণপুর, আসাদগেট, ধানমন্ডি, ফার্মগেট, কাওরান বাজার এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন স্থানে পানি জমে আছে। ধানমন্ডি ২৭ নম্বর মোড়ে পানি উঠেছে হাঁটুর ওপরে। এতে করে যানজট পৌঁছেছে কল্যাণপুর পর্যন্ত। বেগম রোকেয়া সরণির পানিতে গাড়ি আটকা পড়ায় আশপাশের এলাকা থেকে প্রধান সড়কে গাড়ি উঠতে ঘণ্টা ধরে অপেক্ষা করতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতের দক্ষিণ উড়িষা এবং আশপাশের এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ছত্তিশগড় এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্য, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছুকিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাগে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বুধবারের পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছুকিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স