ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

পরকীয়া প্রেমিকের’ দেনার দায়ে মা-ছেলেসহ তিন খুন : পুলিশ

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ১২:৪৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ১২:৪৩:২১ পূর্বাহ্ন
পরকীয়া প্রেমিকের’ দেনার দায়ে মা-ছেলেসহ তিন খুন : পুলিশ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় এক যুবকের ধারের টাকা পরিশোধ না করায় মা-ছেলেসহ তিন জনকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত নারীর ‘পরকীয়া প্রেমিক’ হিসেবে উল্লেখ করা ওই যুবককে গ্রেপ্তারের পর গত শনিবার বিকালে এই তথ্য জানিয়েছেন হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন। আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আক্তার হোসেনের (২৭) হোমনার শ্রীমদ্দি চরেরগাঁও এলাকায়। তিনি ওই গ্রামের হক মিয়ার ছেলে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার বিকালে ওসি জয়নাল আবেদীন বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আক্তার হোসেন নিহত মাহমুদার সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে জানান। এর সূত্র ধরে আক্তার হোসেনের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেন মাহমুদা। কিন্তু টাকা ফেরত না দিয়ে ‘দেব-দিচ্ছি ‘ করে টাল-বাহানা করতে থাকেন মাহমুদা। আক্তার হোসেনের বরাতে ওসি বলেন, এ নিয়ে দুজনের মধ্যে কয়েক দফা বাগবিতণ্ডা হয়। সবশেষ বুধবার সন্ধ্যায় আক্তারকে তার পাওনা টাকা ফেরত দেবেন বলে বাড়িতে ডাকেন মাহমুদা। পরে রাতে মাহমুদা, তার ছেলে সাহাব উদ্দিন এবং মাহমুদার স্বামীর ভাতিজি তিশা আক্তারসহ একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। “তিশা ও সাহাব ঘুমিয়ে গেলে গভীর রাতে মাহমুদা ও আক্তারের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে মাহমুদাকে মাথায় আঘাত করে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন আক্তার। “পরে তিনি ভাবতে থাকেন তিশা ও সাহাব তো তাকে দেখেছে। তারা যদি আক্তারের কথা বলে দেয়- সেই আশঙ্কা থেকে তাদের দুজনকেও গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। এবং মরদেহ তিনটি শোবার ঘরের খাটের ওপর রেখে পালিয়ে যান।” ওসি জয়নাল আরও বলেন, বৃহস্পতিবার সকালে হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামের ভূঁইয়া বাড়ি থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, ওই গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাদের ৯ বছরের ছেলে সাহাব উদ্দিন এবং শাহপরানের মামাতো ভাই ও প্রতিবেশী রেজাউল করিমের মেয়ে তিশা আক্তার (১৪)। শাহপরান ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি মাসে দু-একবার করে বাড়িতে আসতেন। স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী তিশা আত্মীয়তার সুবাদে প্রায় সময় ওই বাড়িতে মাহমুদার সঙ্গে থাকতেন। ওসি বলেন, এ ঘটনায় নিহত মাহমুদার বাবা বাদী হয়ে হত্যা মামলা করার পর ঘটনার রহস্য উদঘাটনে নামে পুলিশ এবং হত্যাকারী আক্তারকে শনাক্ত করতে সক্ষম হয়। আক্তার হোসেনকে গত শনিবার বিকালে আদালতে তোলা হলে ঘটনার দায় স্বীকার করে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলেও জানান ওসি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য