ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী

বাম-ডান মিলে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে

  • আপলোড সময় : ০২-০৫-২০২৪ ০৫:৩৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৪ ০৫:৩৯:৩২ অপরাহ্ন
বাম-ডান মিলে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতির বক্তব্য রাখেন

অতি বাম-ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাতিনি বলেছেন, পদ্মা সেতুতে ইতোমধ্যেই দেড় হাজার কোটি টাকা টোল উঠেছেবাংলাদেশ যে পারে এটাই তার প্রমাণদেশে রাজনৈতিক দেউলিয়া যারা, তারা আর কিছু বুদ্ধিজীবী অনবরত গিবত গাচ্ছেঅতি বাম আর অতিডান মিলে সরকার উৎখাতে  কাজ করছেতাদের মূল লক্ষ্য সরকার উৎখাত করাগতকাল মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এসব কথা বলেনকার্যনির্বাহী সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাএতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের শিকড় অনেক শক্ত, এভাবে সরকার উৎখাত করা যাবে নাএ সময় তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করনেতিনি বলেন, আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের কিছু রাজনৈতিক দেউলিয়া, যারা একেবারেই রাজনৈতিকভাবে দেউলিয়া এদের কিছু বক্তব্য; আর আমাদের দেশের কিছু আছে বুদ্ধি বেচে জীবিকা নির্বাহ করেন, সেই তথাকথিত বুদ্ধিজীবীরা অনবরত বাংলাদেশের বিরুদ্ধে গীবত গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেসবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এদেশের অতি বাম, অতি ডান সবই এখন এক হয়ে গেছেএটা কীভাবে হলো আমি জানি নাএই দুই মেরু এক হয়েও সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবেএটাই তাদের মূল লক্ষ্য সরকার উৎখাতঅপরাধটা কী আমাদের?
শেখ হাসিনা বলেন, করোনার সময় আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছিপৃথিবীর ধনী দেশগুলো দেয়নি কিন্তু বাংলাদেশ দিয়েছেটেস্ট আমরা বিনা পয়সায় করেছি, কোনও ধনী দেশও করেনিআমরা দুই হাতে পানির মতো টাকা খরচ করে মানুষকে বাঁচাতে পদক্ষেপ নিয়েছিখুব কম দেশই সেটা  করতে পেরেছেআমরা সেখানে সাফল্য অর্জন করেছিতিনি বলেন, মাতৃমৃত্যুর হার কমিয়েছি, শিশু মৃত্যুর হার কমিয়েছিস্বাক্ষরতার হার বাড়িয়েছিমানুষের আয়ুস্কাল বৃদ্ধি করেছিমানুষের ঘরের কাছে চিকিৎসাসেবা নিয়ে গেছিশিক্ষার ক্ষেত্রে আমাদের অগ্রগতি আছেসবদিক থেকেই তো বাংলাদেশ এগিয়ে যাচ্ছেপিছিয়ে আছি কোথায় আমরা? মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করেছি, প্রবৃদ্ধি বৃদ্ধি করেছি
প্রধানমন্ত্রী বলেন, করোনার অতিমারিএরপর আসে ইউক্রেন যুদ্ধস্যাংশন-কাউন্টার স্যাংশনসারা বিশ্বব্যাপী মূদ্রাস্ফীতিএসব সমস্যার কারণেই কিন্তু আমরা নয়, সারা পৃথিবী, এমনকি উন্নত দেশগুলোও হিমশিম খাচ্ছেতারপরও আমরা আমাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছি২০০৮ সালের নির্বাচনি ইশতেহারে আমরা ঘোষণা দিয়েছিলাম, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা এক ধাপ উপরে তুলবোরূপকল্প ২০২১ আমরা ঘোষণা দেই, দিন বদলের সনদ আমরা ঘোষণা দেইআজ দিন বদল ঘটেছেতিনি বলেন, সব সময় আমরা লক্ষ্য রেখেছি তৃণমূলের মানুষ, তাদের আর্থ-সামাজিক উন্নতি করাআজ কেউ বলতে পারছে না যে গ্রামে দারিদ্র্য আছেএখন বলে শহরে দারিদ্র্যএখন অদ্ভুত এক হিসাব হয়ে গেছে, দারিদ্র্যের হার শহরে বেড়ে গেছে, গ্রামে নাঅথচ এক সময় গ্রামের মানুষ একবেলা ভাত খেতে পেতো নামাথা গোঁজার ঠাঁই ছিল নারোগের চিকিৎসা পেতো নাশিক্ষার আলো থেকে বঞ্চিত ছিলআমাদের উন্নয়নে তৃণমূল মানুষের দিকে লক্ষ্য রেখে পরিকল্পিতভাবে এগিয়েছিইতোমধ্যে কয়েকটি জেলা-উপজেলা গৃহহীন, ভূমিহীনমুক্ত ঘোষণা দিয়েছিঅল্প কিছু বাকি আছে, সেগুলোও শিগগিরই হয়ে যাবেবাংলাদেশের কোনও মানুষই ঠিকানাবিহীন থাকবে না
পদ্মা সেতুতে ইতোমধ্যেই ১৫০০ কোটি টাকা টোল উঠেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যে পারে এটাই তার প্রমাণআওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে বলে জানান দলটির সভাপতিআগামী দিনেও আওয়ামী লীগ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবে বলে জানান প্রধানমন্ত্রীতিনি বলেন, আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্র মোকাবিলা করেই পথ চলতে হয়েছেআওয়ামী লীগ দেশ ও মানুষের ওপর আস্থা রেখেই দেশ চালায়বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলেই সরকারের বিরুদ্ধে সমালোচনায় নেমেছে বিএনপিবিএনপি এমন একটি দল, যাদের কোনো মাথামুণ্ডু নেইতারা শুধু পারে অনলাইনে নির্দেশনা দিতে২৮ অক্টোবর বিএনপি যে অপকর্ম করেছে, তা মানুষের ভুলে যাওয়া উচিত নাসরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আজ দেশের মানুষের দিন বদল হয়েছেদারিদ্র্যের হার এখন গ্রামে নয় শহরে দেখা যাচ্ছেআওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়া যাবেভোট চুরি করে ক্ষমতায় আসা দলের কাছে আজ গণতন্ত্রের কথা শুনতে হয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, যারা ভোট নিয়ে প্রশ্ন তুলছে, তারা কেনো বুঝছে না দেশবাসী এই নির্বাচনে ভোট দিতে পেরে খুশিজনগণের আস্থা আওয়ামী লীগ পেয়েছে, কারণ মানুষ বিশ্বাস করে আওয়ামী লীগ তাদের উপকার করেসম্প্রতি বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রেরও সমালোচনা করেনতিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজের চেহারা আয়নায় না দেখে, মানবাধিকার নিয়ে সবক দেয় বাংলাদেশকেমার্কিন কোনো পুলিশের গায়ে কোনো রাজনৈতিক দল হাত তুললে, কী করত সেখানকার পুলিশ? কদিন আগে যুদ্ধের বিরোধিতা করায় সাধারণ মানুষের আন্দোলনে কী জুলুমটাই না করল আমেরিকার পুলিশএটা তো মানবাধিকার লঙ্ঘনএর জবাব কী? প্রচণ্ড গরমে দেশবাসীকে সাবধানে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুরো দক্ষিণ এশিয়ায় গরম ছড়িয়ে পড়ছেশিগগিরই বৃষ্টি হবে বলে আশা করছিপহেলা আষাড় থেকে পরিবেশ-প্রতিবেশ রক্ষায় বৃক্ষরোপণ চালিয়ে যেতে হবে বলেও জানান শেখ হাসিনা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ