ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
শাহবাগে অবস্থান কর্মসূচি

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০১:১৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০১:১৭:৪৮ পূর্বাহ্ন
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ কারার দাবিতে ১২ ঘণ্টার আল্টিমেটামের পর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে ৩৫ প্রত্যাশীরা। গতকাল রোববার সকাল ১০ থেকে শাহবাগে জড়ো হতে থাকেন ৩৫ প্রত্যাশীরা। এক পর্যায়ে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলতে থাকবে।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের অন্যতম সংগঠক মো. হারুন বলেন, আমরা দীর্ঘদিন ধরে চাকরিতে বয়সসীমা ৩৫ দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের দাবি এখন পর্যন্ত মানা হয়নি। জুলাই বিপ্লবের পর দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আমরা আশা করি, অবিলম্বে আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। কেননা বিশ্বের অনেক দেশেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ ঊর্ধ্ব। যতক্ষণ আমাদের দাবি না মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।
এ সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে আগামী ৭-১০ দিনের মধ্যে বৈষম্যহীন কমিশন গঠন করা হবে। যেখানে অগ্রাধিকার ভিত্তিতে সর্বপ্রথম ৩৫-এর বিষয়টি সমাধান করা হবে। এ সময়ে রোববার থেকে লাগাতার কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ প্রত্যাশীরা। গত শনিবার সাড়ে সাত ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন ৩৫ প্রত্যাশীরা। রাত ৯টার পর রাস্তা থেকে আন্দোলনকারীরা সরে গেলে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে। বেলা ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শিক্ষার্থী মহাসমাবেশ শুরু হয়। এতে সারাদেশ থেকে এসে চাকরি প্রত্যাশীরা অংশ নেন।
এর আগে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের ব্যানারে অন্তর্র্বতীকালীন সরকারের বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করেন তারা। যেখানে তারা সাতটি শর্ত জুড়ে দেন। সেগুলো হলো-১ম শ্রেণি ও ২য় শ্রেণি নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর, ৩য় শ্রেণি ও ৪র্থ শ্রেণি নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৪০ বছর, সব প্রকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত, সব প্রকার স্বাস্থ্য, চিকিৎসা নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত,    সব প্রকার আইসিটি নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত, সব প্রকার আইন (জেডিসি) নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত, জরিপের মেধা ও যোগ্যতার ভিত্তিতে আবেদনের বয়সসীমা উন্মুক্ত।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ