ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন
উপজেলা পরিষদ নির্বাচন

চেঞ্জমেকার হওয়ার দৌড়ে ছাত্র নেতারা

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৪ ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৪ ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন
চেঞ্জমেকার হওয়ার দৌড়ে ছাত্র নেতারা উপজেলা পরিষদ নির্বাচন
ছাত্ররাজনীতি থেকে উঠে আসা নেতাদের মধ্যে জনপ্রতিনিধি হওয়ার আগ্রহ বাড়ছে কারণ এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অনেক প্রাক্তন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেনস্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৮ মে সারাদেশে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে এক ডজনেরও বেশি সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেনতাদের অনেকেই সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা বা ছিলেন, আবার অনেকে এর বিভিন্ন জেলা ও উপজেলা ইউনিট থেকে হাজির হয়েছেনতবে, আ.লীগ সরকারের অধীনে নির্বাচন বয়কটের কৌশল অনুসারে তাদের মাতৃ সংগঠন বিএনপি উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এ বছর ছাত্রদলের কোনো নেতা নির্বাচনী দৌড়ে যোগ দেননিনির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, চলতি বছর চার ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবেআগামী ৮ মে প্রথম ধাপে ১৪৮টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবেপ্রথম ধাপে মোট ১,৬৯৩ জন বৈধ প্রার্থী, ৬০১ জন চেয়ারম্যান পদে, ৬৪৫ জন ভাইস চেয়ারম্যান পদে এবং ৪৪৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল২৩ এপ্রিল তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারাতবে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে নয়জন এবং মহিলাদের জন্য সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ১০ জন- এরইমধ্যে ২৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেননির্বাচনের তফসিল অনুযায়ী, উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট ২১ মে, তৃতীয় ধাপের ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুনছাত্র নেতারা বলছেন, এবারের উপজেলা নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতারা প্রতিদ্বন্দ্বিতা করছেনঅনেক সাবেক ছাত্রনেতা ইতঃপূর্বে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলেও সম্ভবত এই প্রথম অনেক বর্তমান ছাত্রনেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেনঅতীতে স্থানীয় রাজনীতির জটিলতায় ছাত্রনেতারা সাধারণত স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে সাহস পেত নাকিন্তু গত জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য হনএবার দলীয় প্রতীক ছাড়া উপজেলা নির্বাচন হওয়ায় ছাত্রনেতারা নির্বাচনে লড়তে আগ্রহী হয়ে উঠেছেন এবং এভাবেই গণমানুষের কাছে নিজেদের ব্যক্তিগত জনপ্রিয়তা প্রমাণ করছেনএছাড়া দুই উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) নেতারাও প্রার্থী হয়েছেনকৌশলগত কারণে এবারের উপজেলা নির্বাচনে দল বা সহযোগী সংগঠনের কোনো নেতাকে প্রার্থী হতে বাধা দিচ্ছে না আওয়ামী লীগআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেছেন, তার দল পরোক্ষভাবে কোনো প্রার্থীকেও সমর্থন করবে না... মাঠ সবার জন্য উন্মুক্তস্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা ৮ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে অন্তত ১৮টি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেনএছাড়া দ্বিতীয় ধাপের নির্বাচনে দুই উপজেলার দুই সাবেক ছাত্রলীগ নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেনপ্রথম ধাপে রংপুর জেলার পীরগাছা উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদমাসুদ সাবেক কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং এইচএম বদিউজ্জামান সোহাগ সভাপতি ও সিদ্দিক নাজমুল আলম সম্পাদক ছিলেনছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতারা যারা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে রয়েছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার মোহাম্মদ শরিফুল হাসান, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মেহেদী হাসান রনি, ঝিনাইদহের হরিণাকুন্ডু থেকে এম আমিনুল ইসলাম, সিলেটের কানিঘাট উপজেলার খায়ের চৌধুরী ও নুরুল ইসলামখুলনার ডুমুরিয়া থেকে ইসলাম বাদশাছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাদ্দাম হোসেনও মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেনএ প্রসঙ্গে সাদ্দাম বলেন, “আমি ছোটবেলা থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িতআমি মানুষের জন্য কাজ করতে চাইস্থানীয় জনগণের জন্য কাজ করার জন্য উপজেলা পরিষদ একটি উপযুক্ত প্লাটফর্ম এবং সে কারণেই আমি এখানে প্রার্থী হয়েছিআমি সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছিপ্রকৃতপক্ষে, তরুণ রাজনীতিবিদদের কাছ থেকে জনগণের উচ্চ প্রত্যাশা রয়েছে, তিনি যোগ করেছেনএছাড়া ঝিনাইদহ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সাগর হোসেন সোহাগ এবং হবিগঞ্জের লাখাই উপজেলা ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি আরিফ আল হাসান একই পদে প্রার্থী হয়েছেনস্থানীয় নেতাদের মধ্যে ছাত্রলীগের রংপুর জেলা শাখার বর্তমান সভাপতি সাব্বির আহমেদ রংপুর সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, একই পদে মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম লড়ছেন জেলার দৌলতপুর উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শোভন প্রার্থী হয়েছেনসদর উপজেলা ও ঝিনাইদহ জেলা শাখার সাবেক সভাপতি রানা হামিদও একই পদে জেলার হরিণাকুন্ডু উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেনশ্রীপুর উপজেলা ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার বর্তমান সাধারণ সম্পাদক নাসির মোড়ল ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেনসংগঠনটির বিভিন্ন স্থানীয় পদে থাকা আরও কয়েকজন নেতাও এ বছর সারাদেশে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেনপ্রতীক পাওয়ার পর এসব প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেনটাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রনি বলেন, স্থানীয় নোংরা রাজনীতির কারণে সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং তারা পরিবর্তন চায়তরুণ ছাত্রনেতাদের কাছ থেকে জনগণ অনেক প্রত্যাশা করে উল্লেখ করে মেহেদী বলেন, ‘এবারের উপজেলা নির্বাচনে ছাত্রনেতাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছেআশা করি জনপ্রতিনিধিদের কাছ থেকে যে দাবিগুলো প্রত্যাশা করেন ভোটাররা আমাদের সমর্থন করবেনসিলেটের কানিঘাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী খায়ের চৌধুরী বলেন, সমাজে বৈপ্লবিক পরিবর্তন আনার স্বপ্ন দেখেন তরুণ রাজনীতিবিদদের আমাদের সমর্থন করা উচিতএকজন তরুণ প্রার্থী হিসেবে সত্যিকার অর্থে মানুষের ভাগ্য পরিবর্তন করে উদাহরণ সৃষ্টি করাই আমার অঙ্গীকার
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স