ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির
‘‘উয়েফা নেশনস লিগ’’

স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলো পর্তুগাল

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০৯:৫০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০৯:৫০:২০ অপরাহ্ন
স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলো পর্তুগাল
স্পোর্টস ডেস্ক
উয়েফা নেশন্স লিগে জয় পেয়েছে পর্তুগাল। পিছিয়ে পড়েও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ২-১ ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে। এই জয়ে দুই ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ১’ গ্রুপের টেবিলের শীর্ষে অবস্থান করছে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। এদিন ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে পর্তুগাল। এ সময় বামদিকে ডি বক্সের বাইরে থেকে পাঠানো ম্যাকলিনের পাঠানো ক্রস খুঁজে পায় স্কট ম্যাকটমিনের মাথা। পর্তুগালের সবাইকে বিস্ময়ে ভাসিয়ে হেডে বল জালে জড়ান তিনি। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্কটিশরা। বিরতির পর অবশ্য সমতা ফেরাতে বেশি সময় নেয়নি পর্তুগাল। ম্যাচের ৫৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেস গোল করেন। এ সময় ডি বক্সের বামদিক থেকে বক্সের সামনে থাকা ব্রুনোকে বল বাড়িয়ে দেন রাফায়েল লিয়াও। বল পেয়েই বাম পায়ে জোরালো শট নেন ব্রুনো। স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যানগুস গুন বলে হাত ছোঁয়াতে পারলেও রুখতে পারেননি। ১-১ গোলের সমতা নিয়ে ম্যাচ চলে ৮৮ মিনিট পর্যন্ত। শেষ মুহূর্তে রোনালদো গোল করে জয় নিশ্চিত করেন। এ সময় বামদিক থেকে নুনো মেন্ডেস ক্রস বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেটাতে কোনোক্রমে পা লাগিয়ে জালে জড়িয়ে দেন রোনালদো। উল্লাসে মেতে ওঠে গোটা স্টেডিয়াম। নিশ্চিত হয় ২-১ ব্যবধানের জয়। তার আগে ৮১ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন রোনালদো। বক্সের বাইরে থেকে ব্রুনোর বাড়িয়ে দেওয়া বলে হেড নিয়েছিলেন রোনালদো। সেটি বারে লেগে ফিরে আসে। গোললাইন প্রযুক্তির মাধ্যমে চেক করে দেখা যায় বল লাইন অতিক্রম করেনি। অবশ্য ৭ মিনিট পরে তার করা গোলেই জয় পায় পর্তুগাল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য