ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
‘‘উয়েফা নেশনস লিগ’’

স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলো পর্তুগাল

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০৯:৫০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০৯:৫০:২০ অপরাহ্ন
স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলো পর্তুগাল
স্পোর্টস ডেস্ক
উয়েফা নেশন্স লিগে জয় পেয়েছে পর্তুগাল। পিছিয়ে পড়েও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ২-১ ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে। এই জয়ে দুই ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ১’ গ্রুপের টেবিলের শীর্ষে অবস্থান করছে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। এদিন ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে পর্তুগাল। এ সময় বামদিকে ডি বক্সের বাইরে থেকে পাঠানো ম্যাকলিনের পাঠানো ক্রস খুঁজে পায় স্কট ম্যাকটমিনের মাথা। পর্তুগালের সবাইকে বিস্ময়ে ভাসিয়ে হেডে বল জালে জড়ান তিনি। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্কটিশরা। বিরতির পর অবশ্য সমতা ফেরাতে বেশি সময় নেয়নি পর্তুগাল। ম্যাচের ৫৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেস গোল করেন। এ সময় ডি বক্সের বামদিক থেকে বক্সের সামনে থাকা ব্রুনোকে বল বাড়িয়ে দেন রাফায়েল লিয়াও। বল পেয়েই বাম পায়ে জোরালো শট নেন ব্রুনো। স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যানগুস গুন বলে হাত ছোঁয়াতে পারলেও রুখতে পারেননি। ১-১ গোলের সমতা নিয়ে ম্যাচ চলে ৮৮ মিনিট পর্যন্ত। শেষ মুহূর্তে রোনালদো গোল করে জয় নিশ্চিত করেন। এ সময় বামদিক থেকে নুনো মেন্ডেস ক্রস বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেটাতে কোনোক্রমে পা লাগিয়ে জালে জড়িয়ে দেন রোনালদো। উল্লাসে মেতে ওঠে গোটা স্টেডিয়াম। নিশ্চিত হয় ২-১ ব্যবধানের জয়। তার আগে ৮১ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন রোনালদো। বক্সের বাইরে থেকে ব্রুনোর বাড়িয়ে দেওয়া বলে হেড নিয়েছিলেন রোনালদো। সেটি বারে লেগে ফিরে আসে। গোললাইন প্রযুক্তির মাধ্যমে চেক করে দেখা যায় বল লাইন অতিক্রম করেনি। অবশ্য ৭ মিনিট পরে তার করা গোলেই জয় পায় পর্তুগাল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ