ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় জমা পড়লো দেড় মিলিয়ন আবেদন

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৬

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ১০:১৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ১০:১৯:৫১ অপরাহ্ন
সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৬
সিরিয়ার মধ্যাঞ্চলীয় মাসইয়াফ এলাকায় কয়েকটি সামরিক অবকাঠামো স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে চার সেনাসদস্যসহ ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক ব্যক্তিও রয়েছেন।
সিরিয়ার বার্তা সংস্থা সানা জানিয়েছে, স্থানীয় সময় গত রোববার রাত ১১টা ২০ মিনিটের দিকে বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এলাকার কয়েকটি সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সেখানে দেশটির কয়েকটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র রয়েছে। ওই স্থানে ১৩টি বিস্ফোরণ ঘটেছে। এই এলাকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান ছিল। এ ছাড়া সেখানে অস্ত্র উন্নয়ন বিশেষজ্ঞরা অবস্থান করেন। এ বছরের মার্চে সিরিয়ার আলেপ্পো শহরে একযোগে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী এবং অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠী। এতে অন্তত ৩৮ জন সামরিক-বেসামরিক মানুষ নিহত হয়। হিজবুল্লাহসহ ইরানের সমন্বিত গোষ্ঠীগুলো সিরিয়ার পূর্ব, দক্ষিণ এবং উত্তর-পশ্চিমাঞ্চলের পাশাপাশি রাজধানী দামেস্কের আশেপাশের শহরতলিতে প্রভাব বিস্তার করে। পর বছর ধরে সিরিয়ায় হামলা চালিয়েছে আসছে ইসরায়েল। ২০২৩ সালের ডিসেম্বরে সিরিয়ার দামাসকাস আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের চালানো বিমান হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের ১১ সেনা নিহত হন। সিরিয়ায় হামলার ব্যাপারে সাধারণত কোনো ধরনের মন্তব্য বা তথ্য দেয় না ইসরায়েল। তবে ইহুদিবাদী ইসরায়েল একাধিকবার জানিয়েছে, চিরশত্রু ইরানকে কখনো তারা সিরিয়ায় উপস্থিতি বৃদ্ধি করতে দেবে না। ইসলামিক বিপ্লবী গার্ডের যে ১১ সেনা নিহত হয়েছেন তারা সিরিয়ায় পূর্বাঞ্চলে অবস্থিত ইরান সমর্থিত সামরিক গোষ্ঠীগুলোর দেখভালের দায়িত্বে ছিলেন। লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরাকসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বিপ্লবী গার্ডের সেনাদের সরব উপস্থিতি রয়েছে। এসব দেশের সশস্ত্র গোষ্ঠীদের বিভিন্নভাবে সহায়তা করে থাকেন তারা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স