ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

চসিকে নিয়োগ পরীক্ষার নম্বরপত্র ও মেধাতালিকা গায়েব

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ১২:১৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ১২:১৩:০২ পূর্বাহ্ন
চসিকে নিয়োগ পরীক্ষার নম্বরপত্র ও মেধাতালিকা গায়েব
সাবেক সচিবকে তলব
* দুই বছর আগে যান্ত্রিক, পুরকৌশল ও বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী নিয়োগে পরীক্ষা হয়
* ২০২২ সালের ২ সেপ্টেম্বর লিখিত ও ১৭ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়
* একই বছরের ডিসেম্বরে তিন বিভাগে ১১ জন প্রকৌশলী নিয়োগ    দেয়া হয়


চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকৌশলী নিয়োগ পরীক্ষার নম্বরপত্র ও মেধাতালিকা পাওয়া যাচ্ছে না। নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া এক পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করলে এ ঘটনা ধরা পড়ে। এ ব্যাপারে ব্যাখ্যা দিতে ওই সময়ে সিটি করপোরেশনের সচিবের দায়িত্বে থাকা খালেদ মাহমুদকে তলব করা হয়েছে। তিনি বর্তমানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক হিসেবে কর্মরত। ৫ সেপ্টেম্বর তাকে চিঠি দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার সিটি করপোরেশনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দুই বছর আগে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। সিটি করপোরেশন সূত্র জানায়, যান্ত্রিক, পুরকৌশল ও বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী নিয়োগে ২০২২ সালের ২ সেপ্টেম্বর লিখিত ও ১৭ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই বছরের ডিসেম্বরে তিন বিভাগে ১১ জন প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়। সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া অনুপম আজিম নামের এক পরীক্ষার্থী সিটি করপোরেশনের মেয়র বরাবর গত ১৮ আগস্ট ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করেন। আবেদনে লিখিত ও মৌখিক পরীক্ষা ভালো হওয়ার পরও নিয়োগ না দিয়ে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়। খালেদ মাহমুদকে তলব করে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ফল পুনর্নিরীক্ষণের জন্য সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের একজন পরীক্ষার্থী মেয়র বরাবরে আবেদন করেন। এ বিষয়ে সচিব, স্থানীয় সরকার বিভাগের অফিস থেকেও চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যক্রম জানতে চাওয়া হয়েছে। কিন্তু পরীক্ষার নম্বরপত্র ও মেধাতালিকা বিষয়ে সংশ্লিষ্ট কর্মচারীদের জিজ্ঞেস করলে তারা ওই পদের লিখিত ও মৌখিক পরীক্ষার ফল তাদের দেওয়া হয়নি বলে জানান। চিঠিতে আরও বলা হয়, নিয়োগ কার্যক্রম সম্পাদন করলে মেধাতালিকা নথিতে থাকা আবশ্যিক হলেও নথিতে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। দাপ্তরিক প্রধান হিসেবে এ-সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ করা আপনার কার্যপরিধিভুক্ত বিষয়ের মধ্যে পড়ে। এ ব্যাপারে জানতে সাবেক সচিব খালেদ মাহমুদের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ