ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

তিস্তা চুক্তি ভেস্তে দিয়ে এবার গঙ্গা নিয়ে উসকানিমূলক বক্তব্য মমতার

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৪ ০১:০৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৪ ০১:০৩:৩৬ অপরাহ্ন
তিস্তা চুক্তি ভেস্তে দিয়ে এবার গঙ্গা নিয়ে উসকানিমূলক বক্তব্য মমতার মমতা

জনতা ডেস্ক
তিস্তার পর এবার ফারাক্কা ব্যারাজ দিয়ে বাংলাদেশে পানি যাওয়ায় পশ্চিমবঙ্গের ক্ষতি নিয়ে কঠোর সুরে কথা বললেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়গত বুধবার বিকেলে মালদায় দলীয় নির্বাচনী সভায় দাঁড়িয়ে বাংলাদেশে পানি যাওয়ার ফলে পশ্চিমবঙ্গের কৃষকদের চরম ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেন তিনিএসময়, সরাসরি চুক্তির বিরোধীতা না করলেও স্থানীয় বিধায়কদের ক্ষতিপূরণের আন্দোলনে নামার নির্দেশ দেন মমতা
বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে রাজি থাকলেও, মমতার নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির মুখে আজও আলোর মুখ দেখেনি বাংলাদেশের অধিকার, বহু প্রত্যাশিত তিস্তা চুক্তিকংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকা সফরের সঙ্গী হওয়ার চূড়ান্ত ঘোষণার পরও রাজ্যের ক্ষতি হবে- এমন কথা বলে বেঁকে বেসেছিলেন মমতাশুধু তাই নয়, পরে বহু রাজনৈতিক সভায় বক্তব্য দিতে গিয়ে মমতা কোনোভাবেই তিস্তা চুক্তি করতে দেয়া হবে না বলেও হুঙ্কার দিয়েছেনকিন্তু এবার মমতার নজর গঙ্গার ঐতিহাসিক পানি চুক্তির দিকেকারণ, বুধবার দুপুরে মালদার ফারাক্কায় নির্বাচনী সভায় দাঁড়িয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান মমতাসরাসরি চুক্তির বিরোধীতা না করলেও, ফারাক্কা ব্যারাজ দিয়ে পানি যাওয়ার ফলে স্থানীয় কৃষকরা সেচকাজে অসুবিধায় পড়ছেন; এর জন্য আন্দোলনে নামার নির্দেশ দেন তিনিমমতা বলেন, কেন্দ্র ক্ষতিপূরণের ৭০০ কোটি টাকা দেয়নি এবং ড্রেজিংও করেনিএটা নিয়ে আন্দোলন হওয়া উচিতআমি বলবো, স্থানীয় বিধায়করা আন্দোলন করুনতিনি আরও বলেন, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতিবসু যৌথভাবে ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তি করেনপ্রতি ২০ বছর পর চুক্তি নবায়ন করার কথা বলা হয় ওই চুক্তিতেসে হিসাবে চুক্তি নবায়ন হতে আর মাত্র বাকি দুই বছরএদিন মালদায় নির্বাচনী সভায় ফারাক্কা ব্যারাজ নিয়ে মমতার এমন উসকানিমূলক বক্তব্য এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন দাঁড় করালো বলেই মনে করছেন অনেকেপশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে মমতার দল তৃণমূলের ব্যাপক আধিপত্যতবে গেল বিধানসভায় সেই আধিপত্যে ভাগ বসিয়েছে বিজেপি২০২১ সালের নির্বাচনে প্রকাশ্যে তিস্তা চুক্তি করতে না দেয়ার কথা বলেন মমতা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ