ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির

জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ১২:৪৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ১২:৪৩:১৮ অপরাহ্ন
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
শ্রীলঙ্কার মাটিতেই জিতেই চলছেন বাংলাদেশের নারীরা। টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ১০ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে বাঘিনীরা। আগে ব্যাট করতে নেমে সাথীর ২৬ ও রিতু মনির ২৫ রান বাদে বলার মতো স্কোর গড়তে পারেননি কেউই। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৯৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে মারুফা, রাবেয়া, নাহিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০ রানের জয় পায় বাঘিনীরা। টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তিন ওভারের আগেই ২৮ রান তোলেন দিলারা আক্তার ও সাথী রানী। ১৩ রান করে রানআউটে কাটা পড়েন দিলারা। অল্পতেই ফেরেন সোবহানা মোস্তারি। এরপর নিগার সুলতানাকে নিয়ে এগোচ্ছিলেন সাথী।দলীয় ৫৪ রানে সাথীকে থামান মালসা শেহানি। ২১ বলে চারটি চারে ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেন তিনি। এরপর রিতু মনি একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। একে একে ফিরে যান নিগার সুলতানা, তাজ নেহার, ফাহিমা খাতুনরা। শেষ পর্যন্ত রিতু মনির ৩৩ বলে অপরাজিত ২৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ৯৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরু থেকে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েন শ্রীলঙ্কান ব্যাটাররা। মারুফা-নাহিদাদের বোলিং তোপে মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। এরপর কাউসিনি নুথাঙ্গা ও নিলাকসানা সন্দামিনি চেষ্টা করেছিলেন প্রতিরোধের। তবে ২১ রান করা নুথাঙ্গাকে ফিরিয়ে জুটি ভাঙেন অধিনায়ক রাবেয়া খান। শেষদিকে ইনিংস সর্বোচ্চ ৩৭ বলে ২২ রান করা সন্দামিনিকে ফেরান ফাহিমা খাতুন। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৮৭ রানে থামে শ্রীলঙ্কা। ১০ রানের জয় পায় বাংলাদেশ নারী ‘এ’ দল। দুইটি করে উইকেট শিকার করেন রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স