ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’

জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ১২:৪৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ১২:৪৩:১৮ অপরাহ্ন
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
শ্রীলঙ্কার মাটিতেই জিতেই চলছেন বাংলাদেশের নারীরা। টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ১০ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে বাঘিনীরা। আগে ব্যাট করতে নেমে সাথীর ২৬ ও রিতু মনির ২৫ রান বাদে বলার মতো স্কোর গড়তে পারেননি কেউই। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৯৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে মারুফা, রাবেয়া, নাহিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০ রানের জয় পায় বাঘিনীরা। টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তিন ওভারের আগেই ২৮ রান তোলেন দিলারা আক্তার ও সাথী রানী। ১৩ রান করে রানআউটে কাটা পড়েন দিলারা। অল্পতেই ফেরেন সোবহানা মোস্তারি। এরপর নিগার সুলতানাকে নিয়ে এগোচ্ছিলেন সাথী।দলীয় ৫৪ রানে সাথীকে থামান মালসা শেহানি। ২১ বলে চারটি চারে ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেন তিনি। এরপর রিতু মনি একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। একে একে ফিরে যান নিগার সুলতানা, তাজ নেহার, ফাহিমা খাতুনরা। শেষ পর্যন্ত রিতু মনির ৩৩ বলে অপরাজিত ২৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ৯৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরু থেকে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েন শ্রীলঙ্কান ব্যাটাররা। মারুফা-নাহিদাদের বোলিং তোপে মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। এরপর কাউসিনি নুথাঙ্গা ও নিলাকসানা সন্দামিনি চেষ্টা করেছিলেন প্রতিরোধের। তবে ২১ রান করা নুথাঙ্গাকে ফিরিয়ে জুটি ভাঙেন অধিনায়ক রাবেয়া খান। শেষদিকে ইনিংস সর্বোচ্চ ৩৭ বলে ২২ রান করা সন্দামিনিকে ফেরান ফাহিমা খাতুন। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৮৭ রানে থামে শ্রীলঙ্কা। ১০ রানের জয় পায় বাংলাদেশ নারী ‘এ’ দল। দুইটি করে উইকেট শিকার করেন রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ