ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ১২:৪৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ১২:৪৩:১৮ অপরাহ্ন
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
শ্রীলঙ্কার মাটিতেই জিতেই চলছেন বাংলাদেশের নারীরা। টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ১০ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে বাঘিনীরা। আগে ব্যাট করতে নেমে সাথীর ২৬ ও রিতু মনির ২৫ রান বাদে বলার মতো স্কোর গড়তে পারেননি কেউই। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৯৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে মারুফা, রাবেয়া, নাহিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০ রানের জয় পায় বাঘিনীরা। টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তিন ওভারের আগেই ২৮ রান তোলেন দিলারা আক্তার ও সাথী রানী। ১৩ রান করে রানআউটে কাটা পড়েন দিলারা। অল্পতেই ফেরেন সোবহানা মোস্তারি। এরপর নিগার সুলতানাকে নিয়ে এগোচ্ছিলেন সাথী।দলীয় ৫৪ রানে সাথীকে থামান মালসা শেহানি। ২১ বলে চারটি চারে ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেন তিনি। এরপর রিতু মনি একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। একে একে ফিরে যান নিগার সুলতানা, তাজ নেহার, ফাহিমা খাতুনরা। শেষ পর্যন্ত রিতু মনির ৩৩ বলে অপরাজিত ২৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ৯৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরু থেকে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েন শ্রীলঙ্কান ব্যাটাররা। মারুফা-নাহিদাদের বোলিং তোপে মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। এরপর কাউসিনি নুথাঙ্গা ও নিলাকসানা সন্দামিনি চেষ্টা করেছিলেন প্রতিরোধের। তবে ২১ রান করা নুথাঙ্গাকে ফিরিয়ে জুটি ভাঙেন অধিনায়ক রাবেয়া খান। শেষদিকে ইনিংস সর্বোচ্চ ৩৭ বলে ২২ রান করা সন্দামিনিকে ফেরান ফাহিমা খাতুন। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৮৭ রানে থামে শ্রীলঙ্কা। ১০ রানের জয় পায় বাংলাদেশ নারী ‘এ’ দল। দুইটি করে উইকেট শিকার করেন রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স