ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

শয্যার চার গুণ রোগী বারান্দা, সিঁড়িতে চিকিৎসা

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ১২:১৪:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ১২:১৪:২২ পূর্বাহ্ন
শয্যার চার গুণ রোগী বারান্দা, সিঁড়িতে চিকিৎসা
স্টাফ রিপোর্টার
‘আমারে সিঁড়ির কোণে রাখছে কেন? দিনরাত মানুষ যাওয়ার পথে পা দিয়ে ধাক্কা মারছে। আমার খুব কষ্ট অইতেছে। আমি এহানে থাকমু না। ওয়ার্ডের ভেতরে নিয়ে যাও আমারে।’ কাঁদতে কাঁদতে কথাগুলো স্বজনদের বলতে ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নম্বর মেডিসিন ওয়ার্ডের ১ নম্বর ইউনিটে স্ট্রোকে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া আনজু মনোয়ারা (৫৫)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাশাটি গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী। স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার রাতে অসুস্থ হলে আনজু মনোয়ারাকে পরিবারের সদস্যরা ভর্তি করেন হাসপাতালে। ওয়ার্ডের ভেতরে, বারান্দায় জায়গা না পেয়ে হাসপাতালের র্যাম সিঁড়ির পথের মাঝে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে তাকে।’ নিজের কষ্টের কথা জানিয়ে আনজু মনোয়ারাবলেন, ‘সিঁড়ি কোণে কোনো ফ্যান নেই। গরমে ঘেমে অতিষ্ঠ অবস্থা। আরও অনেকে এভাবে চিকিৎসা নিচ্ছেন। তবে আমার খুব কষ্ট হচ্ছে।’ শুধু আনজু মনোয়ারা নন, হাসপাতালের বিছানার বিপরীতে প্রায় চার গুণ রোগী ভর্তি থাকায় ওয়ার্ডের বিছানা, মেঝে কিংবা বারান্দায় জায়গা না পেয়ে বহু রোগী সিঁড়ি কোণে বসে চিকিৎসাসেবা নিচ্ছেন। ত্রিশালের বৈলর এলাকার মোসলেম উদ্দিন জানান, তিনি পেটের ব্যথা নিয়ে ১২ সেপ্টেম্বর হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছেন। ওয়ার্ডে জায়গা না পেয়ে টয়লেটের পাশের বারান্দায় বিছানা পেতে চিকিৎসাসেবা নিচ্ছেন। ওয়ার্ড থেকে দূরে থাকায় চিকিৎসক, নার্স তাকে খুঁজে পান না। এ কারণে চিকিৎসক-নার্সকে প্রতিদিন ডেকে আনতে হয়। তবে চিকিৎসক-নার্স আন্তরিকভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নেওয়া আরেক রোগীর স্বজন দিলরুবা বেগমবলেন, ‘হাসপাতালে প্রচুর রোগী। রোগীদের সঙ্গে স্বজন থাকে কয়েকজন। তারা আবার এখানেই অবস্থান করেন। এ কারণে হাসপাতালে রোগী ও স্বজনদের চাপ বেশি থাকে। রোগীদের চাপ সামলাতে চিকিৎসক-নার্স ও কর্মচারীদের হিমশিম খেতে হয়। তবে হাসপাতালে বিছানার সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন।’ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ২ নম্বর ইউনিটের প্রধান অধ্যাপক ডা. খুরশেদুল আলম জানান, ‘এক হাজার শয্যার হাসপাতালে প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজারের বেশি রোগী ভর্তি থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন। বর্তমানে তিন হাজার ৬০০ রোগী আছেন। মেডিসিন বিভাগে সবচেয়ে বেশি রোগী ভর্তি থাকেন। ওয়ার্ডে ২৪ বিছানার বিপরীতে দুই শতাধিক রোগী ভর্তি বেশি থাকছেন। সব রোগীকে প্রতিদিন দেখতে হয়। তবে চিকিৎসক-নার্স এবং কর্মচারীরা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন। বিনা চিকিৎসায় কেউ বাড়ি ফিরছেন না।’ হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, ‘রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে আমাদের। এক হাজার শয্যার হাসপাতালে চার হাজার রোগী এলে এমন অবস্থা হওয়া স্বাভাবিক। বিছানার তুলনায় রোগী অতিরিক্ত থাকায় তাদের জন্য ওয়ার্ডের ভেতরে বিছানার ব্যবস্থা করা যাচ্ছে না। তবে সব রোগীর জন্য বিনামূল্যে ওষুধসহ খাবারের ব্যবস্থা আছে। স্বল্প খরচে রোগীরা হাসপাতালের ভেতরে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করাতে পারছেন। এখানে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়, এজন্য রোগী বেশি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ