ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

আমরা বাংলাদেশকে ভয় পাই না : গম্ভীর

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ১২:১৭:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ১২:১৭:৫০ পূর্বাহ্ন
আমরা বাংলাদেশকে ভয় পাই না : গম্ভীর
স্পোর্টস ডেস্ক
মাত্রই পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার তরতাজা আত্মবিশ্বাসকে সঙ্গী করেই আজ ভারত সিরিজে মাঠে নামবে টাইগাররা। ভারত বেশ শক্ত প্রতিপক্ষ হলেও বাংলাদেশকে আত্মবিশ্বাসে টগবগ করছে। পাকিস্তানে বাংলাদেশের সাফল্যের ফলে দলের প্রশংসা করেছেন বিশ্বের নানা প্রান্তের ক্রিকেটবোদ্ধারা। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও এমন সাফল্যের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। তবে সাথে এও মনে করিয়ে দিয়েছেন, এটি নতুন সিরিজ, এখানে নতুন প্রতিপক্ষ ভারত। গম্ভীর বাংলাদেশকে সম্মান করলেও ভয় পান না বলে জানিয়ে রেখেছেন। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গৌতম গম্ভীর বলেন, ‘আমরা কাউকে ভয় পাই না, কিন্তু সবাইকে সম্মান করি, আমি এটা খুব করে বিশ্বাস করি। বাংলাদেশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমরা বাংলাদেশকে সম্মান করি। আমরা প্রতিপক্ষের দিকে না তাকিয়ে আমাদের নিজেদের খেলাটা খেলে যেতে চাই। আমি বাংলাদেশকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য। তবে এটা নতুন সিরিজ, নতুন প্রতিপক্ষ। তারা খুব কোয়ালিটিসম্পন্ন একটি দল। আমাদের জন্য আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি। এটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ তাদের সাকিব (আল হাসান), মুশফিকুর (রহিম) এবং মেহেদীরা (হাসান মিরাজ) অনেক অভিজ্ঞ। বোলিং আক্রমণও বেশ ভালো। তবে আমরাও প্রথম বল থেকে খেলায় থাকতে চাই।’ গম্ভীর আরও বলেছেন, ‘আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাইব, সেটাই খেলব। আমাদের সবটা দিতে চাই। কারণ চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে। ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না। ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে, যেভাবে খেলতে চায় সেভাবেই খেলে থাকে। আগে যেটা বললাম, বাংলাদেশকে আমরা সম্মান করি এবং সেটা থাকবে।’ আজ চেন্নাইয়ে প্রথম টেস্টে বাংলাদেশ সময়ে সকাল ১০টায় মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ