ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বিসিবি

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ১২:১৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ১২:১৮:২৫ পূর্বাহ্ন
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বিসিবি
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টটি সরিয়ে নেয় সংযুক্ত আরব-আমিরাতে। আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। গতকাল দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেন ১০ দেশের ১০ জন প্রবাসী। ভিডিওর শুরুতে বক্তব্য রাখেন বিসিবির উইমেন্স উইংসের প্রধান ও বাংলাদেশ পুরুষ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খুব বেশি দেরি নেই। আমাদের নারী ক্রিকেটারারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবারের বিশ্বকাপে তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে। এবারের বিশ্বকাপ দলটা আমরা একটু ভিন্নভাবে ঘোষনা করতে চাই। সারাবিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীরাই এবারের বিশ্বকাপের দল ঘোষনা করবেন।’ প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটার তাজ নেহার। বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের সাথে শ্রীলংকা সফরে আছেন ২৬ বছর বয়সী তাজ। নতুন মুখ হিসেবে আরও আছেন অলরাউন্ডার দিশা বিশ্বাস। ২০২৩ সালে নারী টি-টোয়েন্টি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন তিনি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি দিশার। গত জুলাইয়ে এশিয়া কাপ দিয়ে দলে ফিরেছিলেন জাহানারা আলম ও রুমানা আহমেদ। বিশ্বকাপ দলে জায়গা হয়নি রুমানার। তার সাথে এশিয়া কাপের দল থেকে আরও বাদ পড়েছেন রুবাইয়া হায়দার, শরিফা খাতুন, সাবিকুন নাহার ও ইশমা তানজিম। তাদের জায়গায় দলে নেওয়া হয়েছে সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন ও সাথি রানিকে। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপে বাংলাদেশ দল-নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্না আক্তার, রিতু মনি, সুবহানা মোস্তারি, রাবেয়া আক্তার, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রাণী, দিশা বিশ্বাস। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ