ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

আজ ওয়ানডে সিরিজে মুখোমুখি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ১২:১৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ১২:১৮:৫২ পূর্বাহ্ন
আজ ওয়ানডে সিরিজে মুখোমুখি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
আজ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ে চোখ অসিদের। অন্যদিকে ছয় বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য ইংল্যান্ডের। নটিংহামে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে প্রথম ওয়ানডে। কাজের চাপ কমাতে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে। তার জায়গায় ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন মিচেল মার্শ। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন ইনজুরিতে পড়েন নাথান এলিস, রাইলি মেরেডিথ ও জেভিয়ার বার্টলেট। তাদের শূন্যস্থান পূরণে প্রথমবারের মত ওয়ানডে দলে নেওয়া হয়েছে ব্যাটিং অলরাউন্ডার কুপার কোনোলি ও পেসার বেন ডোয়ার্শিসকে। এছাড়া রিজার্ভ তালিকায় দলের সাথে রাখা হয়েছে ১৯ বছর বয়সী পেসার মাহ্লি বিয়ার্ডমেনকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নিয়মিত অধিনায়ক জশ বাটলারকে পাচ্ছে না ইংল্যান্ড। ডান পায়ের কাফ ইনজুরির কারনে ছিটকে গেছেন উইকেটরক্ষক-ব্যাটার বাটলার। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন হ্যারি ব্রুক। প্রথমবারের মতো ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংলিশদের নেতৃত্বে ছিলেন ব্রুক। বাটলারের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে সুযোগ পেয়েছেন লিয়াম লিভিংস্টোন। অসিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ম্যাচে ৪৭ বলে ৮৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন লিভিংস্টোন। ২০২১ সালে অভিষেকের পর গত বছরের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার। ২৫ ওয়ানডেতে ৫৫৮ রান ও ১৭ উইকেট শিকার করেছেন লিভিংস্টোন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ