ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

আজ ওয়ানডে সিরিজে মুখোমুখি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ১২:১৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ১২:১৮:৫২ পূর্বাহ্ন
আজ ওয়ানডে সিরিজে মুখোমুখি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
আজ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ে চোখ অসিদের। অন্যদিকে ছয় বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য ইংল্যান্ডের। নটিংহামে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে প্রথম ওয়ানডে। কাজের চাপ কমাতে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে। তার জায়গায় ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন মিচেল মার্শ। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন ইনজুরিতে পড়েন নাথান এলিস, রাইলি মেরেডিথ ও জেভিয়ার বার্টলেট। তাদের শূন্যস্থান পূরণে প্রথমবারের মত ওয়ানডে দলে নেওয়া হয়েছে ব্যাটিং অলরাউন্ডার কুপার কোনোলি ও পেসার বেন ডোয়ার্শিসকে। এছাড়া রিজার্ভ তালিকায় দলের সাথে রাখা হয়েছে ১৯ বছর বয়সী পেসার মাহ্লি বিয়ার্ডমেনকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নিয়মিত অধিনায়ক জশ বাটলারকে পাচ্ছে না ইংল্যান্ড। ডান পায়ের কাফ ইনজুরির কারনে ছিটকে গেছেন উইকেটরক্ষক-ব্যাটার বাটলার। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন হ্যারি ব্রুক। প্রথমবারের মতো ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংলিশদের নেতৃত্বে ছিলেন ব্রুক। বাটলারের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে সুযোগ পেয়েছেন লিয়াম লিভিংস্টোন। অসিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ম্যাচে ৪৭ বলে ৮৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন লিভিংস্টোন। ২০২১ সালে অভিষেকের পর গত বছরের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার। ২৫ ওয়ানডেতে ৫৫৮ রান ও ১৭ উইকেট শিকার করেছেন লিভিংস্টোন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ