ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’

অশ্বিন-জাদেজার ব্যাটে উজ্জ্বল ভারতের স্কোরবোর্ড

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১২:৪৫:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১২:৪৫:৩০ পূর্বাহ্ন
অশ্বিন-জাদেজার ব্যাটে উজ্জ্বল ভারতের স্কোরবোর্ড
স্পোর্টস ডেস্ক
চেন্নাই টেস্টের প্রথম দুই সেশন নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও দিনের শেষ সেশনে ভারত প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে ৭ম উইকেট জুটিতে রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা মিলে ভারতের সংগ্রহ টেনে নিয়ে যান তিনশোর ঘরে। ১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারত প্রথম দিনের খেলা শেষ করেছে আর কোনো উইকেট না হারিয়ে। শুরুর বিপর্যয় সামলে স্বাগতিকরা ৮০ ওভার ব্যাট করে তুলেছে ৩৩৯ রান। ঐতিহাসিক সেঞ্চুরি হাঁকিয়ে অশ্বিন অপরাজিত ১০২ রানে। জাদেজাও আছেন শতকের খুব কাছে। চা বিরতি পর্যন্ত ৪৮ ওভারে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৭৬ রান। এখান থেকে গত দিনের খেলা শেষে ভারতের রান ৬ উইকেটে ৩৩৯। বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে স্বাগতিকরা দিনের প্রথম দুই সেশনে হারায় ৬ উইকেট। কিন্তু বিকালের সেশনে প্রতিরোধ গড়ে ভারতকে লড়াইয়ে রাখেন অশ্বিন-জাদেজা জুটি। ১৪৪ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভারতকে টেনে নিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজা। ৮০ ওভার শেষে ভারতের রান ৬ উইকেটে ৩৩৯। অশ্বিন ১০২, জাদেজা ৮৬ রানে ব্যাট করছেন। শেষ সেশনে খেলা হয়েছে ৩২ ওভার, ভারত রান জমা করেছে আরও ১৬৩। টসে জিতে বোলিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই অবশ্য পায় একের পর এক সাফল্য। রোহিত-কোহলিদের নিয়ে ছেলেখেলায় মেতে উঠেছিলেন তরুণ পেসার হাসান মাহমুদ। সকালের শুরুর ঘন্টাতেই রোহিত-গিল-কোহলিকে ফিরিয়ে ম্যাচটা বাংলাদেশের পক্ষে নিয়ে আসেন। কিছুক্ষণ অপেক্ষা করে লাঞ্চ বিরতির পর তুলে নেন রিশাব পান্টের উইকেটও। ইনিংসের ৫৩ তম ওভারে নিজের প্রথম বল করতে আসেন সাকিব আল হাসান। প্রথম ডেলিভারিতেই হজম করেন বাউন্ডারি, এক বল পর অশ্বিন হাঁকান ছক্কা। সাকিব এরপর উইকেটের দেখা না পেলেও রান খরচ করে গেছেন ৬ ইকোনমির বেশিতে। জাদেজা-অশ্বিন জুটির দেড়শত রান পূরণ হয় ১৭৫ বলে। চাপ সামলে ওয়ানডে স্টাইলে রান করছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ১০১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে অশ্বিন পান তার ১৫ তম পঞ্চাশের দেখা। ফিফটি পূর্ণ করেছেন জাদেজাও, যা তার ক্যারিয়ারের ২১ নম্বর। ইনিংসের ৭৩ ওভারে অশ্বিনের ছক্কায় ৩০০ পার করল ভারত। এক সময় যেখানে ২০০’তে গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল ভারতের। ১০৮ বলে টেস্ট ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরির দেখা পেলেন অশ্বিন। ঘরের মাঠে টেস্টে টানা দ্বিতীয় সেঞ্চুরি অশ্বিনের।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ