ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’

রাজস্ব দেয় না ঢাকার ৯৩ শতাংশ লাইসেন্সবিহীন রেস্তোরাঁ

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৪ ০১:৫৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৪ ০১:৫৬:০৯ অপরাহ্ন
রাজস্ব দেয় না ঢাকার ৯৩ শতাংশ লাইসেন্সবিহীন রেস্তোরাঁ রাজস্ব দেয় না ঢাকার ৯৩ শতাংশ লাইসেন্সবিহীন রেস্তোরাঁ

স্টাফ রিপোর্টার
দেশে ছোট-বড় মিলিয়ে হোটেল-রেস্তোরাঁর সংখ্যা প্রায় সাড়ে ৪ লাখআর রাজধানীতে রেস্তোরাঁর সংখ্যা প্রায় ৩০ হাজারএরমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন থেকে লাইসেন্স নেয়া রেস্তোরাঁর সংখ্যা মাত্র ২ হাজার ১৩৬টিরাজধানীর ৯৩ শতাংশ লাইসেন্সবিহীন রেস্তোরাঁ থেকে কোনো রাজস্ব পায় না সিটি করপোরেশনরাজধানীর দুই সিটিতে প্রতিদিন গড়ে প্রায় সাত হাজার টন বর্জ্য তৈরি হয়যার অর্ধেকের বেশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৭-১৮ সালে ঢাকা উত্তর সিটিতেই বর্জ্যের পরিমাণ বেড়েছে প্রায় ২২ ভাগবিপুল এই বর্জ্যের একটি বড় অংশ আসে রাজধানীর রেস্তোরাঁগুলো থেকেউত্তর সিটির তথ্য বলছে, সংস্থাটি থেকে লাইসেন্স নেয়া রেস্তোরাঁর সংখ্যা মাত্র ১ হাজার ১০৫টিঅন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে লাইসেন্স নেয়া রেস্তোরাঁর সংখ্যা ১ হাজার ৩১টিএসব রেস্তোরাঁ থেকে নিয়মিত রাজস্ব পায় ঢাকার দুই সিটি করপোরেশনঅথচ রাজধানীতে মোট রেস্তোরাঁর সংখ্যা প্রায় ৩০ হাজারবাকি লাইসেন্সবিহীন রেস্তোরাঁগুলো থেকে কোনো রাজস্ব পায় না কর্তৃপক্ষউল্টো এসব রেস্তোরাঁর বর্জ্য অপসারণ করতে হয় সিটি করপোরেশনকেইযা তাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে
ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, খাবারের দোকান হলো, ময়লা ফেললোসেই ময়লা তো আমাদেরকে পরিষ্কার করতে হচ্ছে, কিন্তু সে কোনো ট্যাক্স দিলো নাট্যাক্স দেবে না অথচ ময়লা আমাদেরকে ফেলতে হবে, এটা তো হতে পারে নাবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২১ সালে দেশের রেস্তোরাঁ খাত নিয়ে একটি জরিপ করেজরিপে দেখা যায়, ২০২১ সালে দেশে মোট হোটেল ও রেস্তোরাঁ ছিল ৪ লাখ ৩৬ হাজার ২৭৪টিএক দশকের ব্যবধানে এই সংখ্যা বেড়েছে ৫৮ শতাংশের বেশিতবে অবাক করা তথ্য হচ্ছে, বর্তমানে রাজধানীতে যেসব রেস্তোরাঁ রয়েছে তার ৯৩ শতাংশই অবৈধডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে, সামনেও থাকবেঅভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে, যেসব ভুল-ত্রুটি আছে সেগুলো যেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ দ্রুত নিরসন করেখোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর অবৈধ রেস্তোরাঁগুলো সরকারি বিভিন্ন দফতরকে ম্যানেজ করে চলেবিশেষজ্ঞরা বলছেন, বড় কোনো দুর্ঘটনা ঘটলেই নিয়মবহির্ভূতভাবে গড়ে ওঠা এসব রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসনআর এ কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, এখন তো অলিগলিতে রেস্তোরাঁ হয়ে গেছেতাদেরকে কীভাবে শৃঙ্খলার মধ্যে আনা যায় সে বিষয়ে আমরা কাজ করবোআমরা চাই, রেস্তোরাঁ মালিক সমিতির ছাড়পত্র ছাড়া কেউ যেন ব্যবসা করতে না পারেতিনি আরও জানান, অবৈধ রেস্তোরাঁ মালিকদের আইনের আওতায় আনা উচিতএছাড়া এসব রেস্তোরাঁর বিরুদ্ধে সরকারি সংস্থাগুলোকে ব্যবস্থা নিতে হবেনগর পরিকল্পনাবিদ ড. আকতার মাহমুদ বলেন, লাইসেন্সবিহীন রেস্তোরাঁগুলো থেকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশনশুধু তাই নয় অনুমোদনহীন এসব রেস্তোরাঁ সিটি করপোরেশনের কার্যক্রমকে প্রশ্নের মুখে ফেলছেতাই যত দ্রুত সম্ভব রেস্তোরাঁগুলোকে নীতিমালার মধ্যে নিয়ে আসতে হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ